হোম /খবর /কলকাতা /
'স্বীকৃতি আসা যাওয়া করে, আগামী দিনে ফিরে পাব,' জাতীয় দলের তকমা নিয়ে বললেন কুণাল

Kunal Ghosh: 'স্বীকৃতি আসা যাওয়া করে, আগামী দিনে ফিরে পাব,' জাতীয় দলের তকমা নিয়ে বললেন কুণাল

তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ।

তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ।

Kunal Ghosh: কয়েকদিন আগেই নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছিল দেশের বেশ কয়েকটি দল জাতীয় দলের তকমা হারিয়েছে

  • Share this:

কলকাতা: কয়েকদিন আগেই নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছিল দেশের বেশ কয়েকটি দল জাতীয় দলের তকমা হারিয়েছে। সেই তালিকায় রয়েছে তৃণমূল। বিষয়টি নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছে বিরোধী রাজনৈতিক দলগুলি। বিষয়টি নিয়ে এদিন বিজেপিকে কটাক্ষ করেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ।

কুণাল ঘোষ বলেন, "জাতীয় স্তরের স্বীকৃতি আসা যাওয়া করে। এর সঙ্গে নামের কোনও সম্পর্ক নেই। আর আগামী দিনে স্বীকৃতি ফিরে পাব। বিজেপির আবার জনসভা! আসলে গোরুর গাড়ির হেডলাইট। সংগঠন, সভা আবার কি? বাইরের লোক ঢুকিয়ে অশান্তি করার চেষ্টা করছে।"

 

গিরিরাজ সিংয়ের চিঠি প্রসঙ্গে কুণাল ঘোষ বলেন, "গিরিরাজ সিংয়ের চিঠি নিয়ে রুচিবিরুদ্ধ কথা বলছেন। শুভেন্দু অধিকারীকে এতগুলো দফতরে রেখেছিলেন মমতা বন্দোপাধ্যায়। কোনো কাজ শেখেননি শুভেন্দু অধিকারী। গিরিরাজ সিংয়ের হাতে কটা দফতর আছে, তার সঙ্গে ওই চিঠির সম্পর্ক নেই৷ ফরোয়ার্ড লেটারের কপি দেওয়া তো উচিত ছিল সুদীপ বন্দোপাধ্যায়কে।"

আরও পড়ুন, দেশের ৮ ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করল RBI, আপনার অ্যাকাউন্ট এখানে নেই তো

আরও পড়ুন, চ্যাট-কল লিস্ট, সব রহস্য কি প্রবীরের মোবাইলে লুকিয়ে, উত্তর খুঁজছে CBI

সিপিএমকে নিশানা করে কুণাল বলেন, "কতবড় মিথ্যাচার করতে পারে মহঃ সেলিম। রাজনৈতিক কর্মসূচীর সঙ্গে আইনত কি হতে পারে? উনি তো ভ্রাম্যমাণ হেরে বেড়ান। উনি সিপিএমের রাহুল সিনহা। ঘুরে ঘুরে হারেন। অভিষেক বন্দোপাধ্যায় ডায়মন্ড হারবারে দাঁড়ান সেখানেই জেতেন। আর মহঃ সেলিম ঘুরে ঘুরে হারেন।"

Published by:Suvam Mukherjee
First published:

Tags: Kunal Ghosh