corona virus btn
corona virus btn
Loading

ISC-তে দেশের মধ্যে প্রথম সোদপুরের কৌশিকী

ISC-তে দেশের মধ্যে প্রথম সোদপুরের কৌশিকী
কৌশিকী দাশগুপ্ত চৌধুরী। ছবি: নিউজ এইটিন বাংলা ৷
  • Share this:

#কলকাতা: ঘোষিত হল ২০১৮ সালের আইসিএসই ও আইএসসি পরীক্ষার ফল। গত বছরের মতো এবছরও ছেলেদের ছাপিয়ে বেশি ভাল ফল করেছে মেয়েরা। সোমবার দুপুর ২টো নাগাদ ফল ঘোষণা করেন কাউন্সিল ফর ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট একজামিনেশন (সিআইএসসিই)।

৯৯.০৫ শতাংশ নম্বর পেয়ে দ্বাদশ শ্রেণিতে যুগ্মভাবে শীর্ষস্থান দখল করেছে সাত পরীক্ষার্থী। এদের মধ্যে দু’জন বাঙালি। একজন— মুম্বইয়ের অভিজ্ঞান চক্রবর্তী। অপরজন, পানিহাটির কৌশিকী দাশগুপ্ত চৌধুরী।

কৌশিকী সোদপুর সেন্ট জেভিয়ার্সের ছাত্রী ৷ এই অসাধারণ ফলের পিছনে স্কুল শিক্ষক থেকে শুরু করে বাড়ির প্রত্যেকটি সদস্যের অবদান রয়েছে বলে জানিয়েছেন কৌশিকী ৷

ISC-MERIT

কৌশিকীর পাশাপাশি আরও ছ’জন আইএসসি পরীক্ষায় প্রথম স্থান দখল করে নিয়েছেন ৷ তাঁরা হলেন -মুম্বইয়ের অভিজ্ঞান চক্রবর্তী, লখনউয়ের রাধিকা চন্দ্র, লখনউয়ের সনম ওয়াহিদ, লখনউয়ের বাসিন্দা সাক্ষী প্রদুনান, লখনউয়ের লিপিকা আগরওয়াল এবং মুম্বইয়ের তানসা কার্তিক শাহ ৷

First published: May 14, 2018, 8:39 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर