#কলকাতা: ষষ্ঠীর সন্ধ্যায় কলকাতাশ্রী প্রতিযোগিতায় বিজয়ীদের নাম ঘোষণা করলেন কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম এবং দেবাশীষ কুমার। প্রথমে মোট ১০০ টি পুজোকে এই প্রতিযোগিতার তালিকায় রাখা হয়েছিল। পরে আরও পাঁচটি নতুন পুজোকে করা হয় তালিকায়। তবে ফিরহাদ হাকিম দেবাশীষ কুমারদের এলাকা বলে পরিচিত চেতলা অগ্রনী, ত্রিধারা ও ৯৫পল্লীকে এই প্রতিযোগিতার বাইরে রাখা হয়েছিল। দেখে নেওয়া যাক কারা কী বিভাগে পুরস্কৃত হলেন-
সেরার সেরা সমাজকল্যাণ পুজো
১ সুরুচি সংঘ ২ টালা প্রত্যয় ৩ নাকতলা উদয়ন সংঘ ৪ বেলেঘাটা ৩৩ পল্লী
সেরা সমাজ কল্যাণ বিষয়ক পুজো
১ রাজডাঙ্গা নবোদয় সংঘ ২ টালা বারোয়ারি ৩ খিদিরপুর পল্লী শারদীয়া ৪ বকুল বাগান সার্বজনীন
সেরা পরিবেশ
১ ভবানীপুর দুর্গোৎসব ২ অজয় সংহতি 3 ২৫ পল্লী খিদিরপুর ৪ প্রিয়নাথ মল্লিক রোড
সেরা সাংগঠনিক পুজো
১ বেহালা নতুন দল ২ ভবানীপুর ৭৫ পল্লী ৩ অবসর সর্বজনীন ৪ সমাজসেবী সংঘ
সেরা সমাজসচেতন পুজো ১ হিন্দুস্থান পার্ক ২ কালীঘাট নেপাল ভট্টাচার্য স্ট্রিট ৩ বালিগঞ্জ কালচারাল২০১১ সাল থেকেই এই কলকাতাশ্রী প্রতিযোগিতা হয়ে আসছে। এই প্রতিযোগিতায় সেরা সমাজকল্যাণ পুজো, সেরা সুরক্ষিত পুজো, সেরা সতর্কীকরণ বার্তা, সেরা পরিবেশ, সেরা পরিচ্ছন্ন পুজো ইত্যাদি মোট নয়টি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়। প্রতি বিভাগে মোট চারটি করে পুজো কমিটিকে পুরস্কৃত হয়। বিজয়ী কমিটি ৫০ হাজার টাকা করে পুরস্কার পায়। পুজো কমিটিগুলোকে পুরস্কৃত করার মূল্য দেয় সিইএসসি।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Durga Puja 2021