#কলকাতা: শহরে ফের পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক শহরবাসীর ৷ বৃহস্পতিবার এক্সাইড মোড়ে বাসে চাপা পড়ে মৃত্যু হয় এক যুবকের ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই যুবকের ৷
সূত্রের খবর, বৃহস্পতিবার সকালে সরকারি বাসে উঠেন ওই যুবক ৷ বাসটি এজেসি বোস রোডের দিকে যাচ্ছিল। এক্সাইড মোড়ের কাছে বাসটি পৌঁছতেই চলন্ত বাস থেকে নামার চেষ্টা করেন ওই যুবক ৷ সেই সময়ই দুর্ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে ৷ বাসের চাকায় পিষে যান ওই যুবক ৷ গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bus Accident, Exide Crossing, Road Accident, Youth Died In Road Accident, Youth Died On Spot