• Home
 • »
 • News
 • »
 • kolkata
 • »
 • সাহিত্যিক মহাশ্বেতা দেবীর শারীরিক অবস্থার অবনতি, ভর্তি নাসিংহোমে

সাহিত্যিক মহাশ্বেতা দেবীর শারীরিক অবস্থার অবনতি, ভর্তি নাসিংহোমে

অতি সঙ্কটজনক অবস্থায় বেসরকারী নার্সিংহোমে চিকিৎসাধীন প্রখ্যাত সাহিত্যিক মহাশ্বেতা দেবী ৷ মূত্র ও রক্তের সংক্রমণের সমস্যা নিয়ে নার্সিংহোমে গত ৫০ দিন ধরে ভর্তি তিনি ৷

অতি সঙ্কটজনক অবস্থায় বেসরকারী নার্সিংহোমে চিকিৎসাধীন প্রখ্যাত সাহিত্যিক মহাশ্বেতা দেবী ৷ মূত্র ও রক্তের সংক্রমণের সমস্যা নিয়ে নার্সিংহোমে গত ৫০ দিন ধরে ভর্তি তিনি ৷

অতি সঙ্কটজনক অবস্থায় বেসরকারী নার্সিংহোমে চিকিৎসাধীন প্রখ্যাত সাহিত্যিক মহাশ্বেতা দেবী ৷ মূত্র ও রক্তের সংক্রমণের সমস্যা নিয়ে নার্সিংহোমে গত ৫০ দিন ধরে ভর্তি তিনি ৷

 • Pradesh18
 • Last Updated :
 • Share this:

  #কলকাতা: সঙ্কটজনক শারীরিক অবস্থায় বেসরকারী নার্সিংহোমে চিকিৎসাধীন প্রখ্যাত সাহিত্যিক মহাশ্বেতা দেবী ৷ মূত্র ও রক্তের সংক্রমণের সমস্যা নিয়ে নার্সিংহোমে গত ৫০ দিন ধরে ভর্তি তিনি ৷ মঙ্গলবার রাত থেকে তাঁর অবস্থার অবনতি ঘটে ৷ চিকিৎসার জন্য ছয় সদস্যের মেডিক্যাল বোর্ড গড়া হয়েছে ৷

  গত মে মাসে ৯০ বছর বয়সী এই প্রখ্যাত লেখিকাকে মূত্র ও রক্তে সংক্রমণের সমস্যার কারণে মিন্টো পার্কের একটি নার্সিংহোমে ভর্তি করানো হয় ৷ বিকল হয়ে গিয়েছে তাঁর দুটি কিডনি ৷ সেই কারণে ডায়ালিসিস চলছে অনেকদিন ধরেই ৷ বার্ধক্যের কারণে চিকিৎসায় বেশ ধীরেই সাড়া দিচ্ছিলেন লেখিকা ৷ গত রাতে হঠাৎই তাঁর শারীরিক পরিস্থিতির অবনতি ঘটে ৷

  চিকিৎসকেরা জানিয়েছেন, এই মুহূর্তে মহাশ্বেতা দেবীর শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক ৷ চিকিৎসায় সেরকম সাড়া দিচ্ছেন না তিনি ৷ ৪৮ ঘণ্টার আগে কিছু বলা যাবে না বলে জানিয়েছেন চিকিৎসকেরা ৷ লেখিকাকে সুস্থ করে তোলার জন্য ৬ জন সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করেছে হাসপাতাল ৷ বোর্ডে রয়েছে মেডিসিন বিশেষজ্ঞ,গ্যাসট্রোলজি, নিউরোলোজি,গ্যাসট্রো নিউরোলজির বিশেষজ্ঞ চিকিৎসকেরা ৷

  হাজার চুরাশির মা, অরণ্যের অধিকার, অগ্নিগর্ভা, রুদালির মতো কালজয়ী সৃষ্টি তৈরি হয়েছে মহাশ্বেতা দেবীর কলমের আঁচড়ে ৷ শুধু লেখিকাই নন, একজন সমাজসেবী হিসাবেও পরিচিতি রয়েছে তাঁর ৷

  First published: