কলকাতাতেও বউ বদল !

কথায় আছে কেঁচো খুঁড়তে কেউটে ! কিন্তু এবার যা ঘটল, তা তো একেবারে সমুদ্র থেকে বের হয়ে এল গোটা কলকাতার রাত ! চমকে যাবেন না ৷ এক ভরাতীয় নৌসেনার প্রাক্তণ বউ যদি খোঁচা না দিত, তাহলে তা টেরই পাওয়া যেত না আসলে গপ্পোটা কি চলে নৌসেনা বাহিনীর অন্দরে ৷ আবার সঙ্গে সঙ্গে এটাও জানা যেত না, খোদ কলকাতাতেও ঘটে চলেছে এই সব? ভাবছেন কী সব? কী নিয়ে কথা হচ্ছে ! আগে শুনুন, আসল গপ্পোটা ৷

আরও পড়ুন...
  • Last Updated :
  • Share this:

    #কলকাতা: কথায় আছে কেঁচো খুঁড়তে কেউটে ! কিন্তু এবার যা ঘটল, তা তো একেবারে সমুদ্র থেকে বের হয়ে এল গোটা কলকাতার রাত ! চমকে যাবেন না ৷ এক ভরাতীয় নৌসেনার প্রাক্তণ বউ যদি খোঁচা না দিত, তাহলে তা টেরই পাওয়া যেত না আসলে গপ্পোটা কি চলে নৌসেনা বাহিনীর অন্দরে ৷ আবার সঙ্গে সঙ্গে এটাও জানা যেত না, খোদ কলকাতাতেও ঘটে চলেছে এই সব? ভাবছেন কী সব? কী নিয়ে কথা হচ্ছে ! আগে শুনুন, আসল গপ্পোটা ৷

    সালটা ২০১৩ ৷ ব্রহ্মার মতোই সব গোপন তথ্যই জানতেন কোচির এক নৌসেনার প্রাক্তন বউ ৷ কোচির নৌসেনা বাহিনীর পার্টিতে নাকি খুব সহজেই ঘটে যেত বউ বদল ৷ কখনও চাকরীতে উন্নতি, কখনও শুধু খেলার ছলেই সিনিয়র অফিসার ছিনিয়ে নিতেন জুনিয়ারের বউকে ৷ আবর ঘটত উল্টোটাও ৷ এ যেন এক নতুন খেলা ৷ অভিযোগকারিণী প্রাক্তন নৌসেনার বউয়ের আপত্তি সত্ত্বেও, তাঁর সঙ্গেও ঘটেছে এরকম কাণ্ড ৷ কিন্তু তিনি অন্যান্যদের মতো চুপ করে মেনে নেয়নি ৷ উলটে প্রতিবাদ করেছিলেন ৷ অভিযোগ করেছিলেন পুলিশের কাছেও ৷ কিন্তু লাভ হয়নি ৷ শেমমেশ, এই ঘটনার কথা কানে যায় প্রতিরক্ষা মন্ত্রী একে অ্যান্টনি ৷ তিনি কড়া ব্যবস্থার নির্দেশও দেন ৷ তবে নৌসেনার তরফে মন্ত্রককে জানানো হয়, অভিযোগের কোনও ভিত্তি নেই। এরপরে ব্যাপারটা ধামাচাপা পড়ে গেলেও, থামেননি অভিযোগকারিণী ৷ চালিয়ে যান লড়াই ৷ শেষমেশ বৃহস্পতিবার পুরনো কাসুন্দি ঘেঁটে সুপ্রিম কোর্টে ফের ওঠে ‘বউ বদল’ বিতর্ক ৷ প্রধান বিচারপতি টিএস ঠাকুর এবং বিচারপতি আর ভানুমতী কেরল পুলিশকে নির্দেশ দিয়েছেন, বিশেষ তদন্তকারী দল গঠন করে এই অভিযোগের তদন্ত করতে।

    ঠিক এই ঘটনাকে সঙ্গে নিয়েই, কলকাতার নামী-দামী ক্লাবগুলোর দিকে আঙুল ওঠে ৷ গুঞ্জনে রয়েছে, শুধু ভারতীয় নৌসেনা নয়, কলকাতার এই ক্লাবগুলোতেও খুল্লাম-খুল্লা চলে বউ বদল খেলা ৷ ক্লাবে ঢুকে কাচের পাত্রে পুরুষরা রেখে দেন গাড়ির চাবি ৷ আর পার্টিতে উপস্থিত মহিলারা সেই পাত্র থেকে বেছে নেন, একটি চাবি ! চাবি দিয়েই বেছে নেওয়া হয় সেই রাতের পার্টনার ৷ পুরো ব্যাপারটিই ঘটে সবার সম্মতি নিয়ে ৷ এই খেলার একটই নিয়ম ৷ যদি খেলেন, বউ বদল করতেই হবে ! নইলে আপনি শুধুই দর্শক !

    First published:

    Tags: Bengali News, ETVNewsBangla, IndianNavy, Kolkata, Wife Swapping