র‍্যান্টির পর কে ? প্রশ্ন ইস্টবেঙ্গল তাঁবুতেই

র‍্যান্টির পর কী এবার ডু ডং ? এবার এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে লাল-হলুদ ক্লাব-তাঁবুতে। ব্রিটিশ কোচ ট্রেভর জেমস মর্গ্যানের দ্বিতীয় ইনিংস পাকাপাকি ভাবে শুরু আগেই শুধুই ডামাডোল ইস্টবেঙ্গলে। কোচকে অতিরিক্ত গুরুত্ব দেওয়ায় কর্তাদের উপর ক্ষোভ বাড়ছে সমর্থকদের।

আরও পড়ুন...
  • Last Updated :
  • Share this:

    #কলকাতা: বৃহস্পতিবারই ক্লাবকে গুডবাই করেছেন র‍্যান্টি মার্টিন্স। এবার কি কোরিয়ান ডু ডং ? শুক্রবারের ময়দানে লাল-হলুদ তাঁবুতে এই প্রশ্নটাই ঘুরছে। উঠছে আরও একাধিক প্রশ্ন। মরশুম শুরুর আগেই সদস্য সমর্থকদের টার্গেট কর্তারাই। তাই তাঁদের প্রশ্ন, কালিদাসরা কি বাগান থেকে ইস্টবেঙ্গলে ভীড় করছেন ? ডুবিয়েছে মাঝমাঠ। তার উপর আই লিগের সর্বোচ্চ গোলদাতাকে ছেড়ে দেওয়ার কী মানে, তা কর্তাদের থেকে জানতে চেয়েছেন তাঁরা। ফুটবলার নির্বাচন থেকে বিদেশি আনা, সবেতেই ফ্লপ কর্তারা। তাই এই মরশুমে সব দায়িত্ব ছেড়ে দিয়েছেন ব্রিটিশ কোচ মর্গ্যানের উপরে। স্পনসর মন্দার বাজারে কেন ব্রিটিশ কোচের পিছনে কোটি টাকা খরচ হচ্ছে, তা নিয়েও তোলা হয়েছে প্রশ্ন। দ্বিতীয় ইনিংসের শুরুটা মোটেই ভাল হয়নি মর্গ্যানের। হাতে সময় পাননি ঠিক কথা, কিন্তু পেশাদার কোচের মতো দলকে গুছোতে পারেননি। তাই সমর্থকদের আশঙ্কা ফের বুমেরাং হওয়ার। পাশাপাশি টিজেএম দায়িত্বে মানে দলের হাফ বুড়োদের দাপাদাপি। এই অবস্থায় আরও নেতিয়ে যাবে না তো মশাল ? কোচ এবং কর্তাদের হাবভাব দেখে সেই সিঁদুরে মেঘই যেন দেখতে পারছেন কয়েক হাজার লাল-হলুদ সদস্য সমর্থক।

    First published:

    Tags: Du Dong, East Bengal, Football, Kolkata Football, Ranti Martins, Trevor James Morgan