রাজ্য ইঞ্জিনিয়ারিং ও ফার্মাসি জয়েন্টের ফলাফল প্রকাশিত

অবশেষে প্রতীক্ষার অবসান ৷ প্রকাশিত হল রাজ্য ইঞ্জিনিয়ারিং জয়েন্টের ফলাফল ৷ পাশাপাশি ফার্মাসি জয়েন্টেরও ফলপ্রকাশ হয়েছে এদিন ৷

  • Last Updated :
  • Share this:

    #কলকাতা:  অবশেষে প্রতীক্ষার অবসান ৷  প্রকাশিত হল  রাজ্য ইঞ্জিনিয়ারিং জয়েন্টের ফলাফল ৷ পাশাপাশি  ফার্মাসি জয়েন্টেরও ফলপ্রকাশ হয়েছে এদিন ৷বিকেল ৪টের পর  ওয়েবসাইটে পাওয়া যাবে রেজাল্ট ৷ www.wbjeeb.nic.in ওয়েবসাইটে পাওয়া যাবে র‍্যাঙ্ক কার্ডও ৷  তবে সেটা সোমবার দুপুর দু’টোর পর পাওয়া যাবে ৷  মেধাতালিকায় প্রথম হয়েছেন রাজারহাট ডিপিএস স্কুলের ছাত্র যশবর্ধন দিদওয়ানিয়া ৷ পাশাপাশি ছাত্রীদের মধ্যে প্রথম হয়েছেন পিয়ালি মান্না ৷ বিজিএভি সল্টলেক স্কুলের ছাত্রী পিয়ালির র‍্যাঙ্ক ৯১ ৷

    ইঞ্জিনিয়ারিং-এর মেধাতালিকা:-প্রথম : যশবর্ধন দিদওয়ানিয়া  (ডিপিএস রাজারহাট )দ্বিতীয় :  অভিষেক দত্ত ( কল্যাণী মডেল স্কুল )
    তৃতীয় : অর্পণ কোঙার  ( বিধানচন্দ্র ইনস্টিটিউশন )চতুর্থ :  সৌনক নাথ  (হেমশিলা মডেল স্কুল ,দুর্গাপুর)পঞ্চম :  সমন্বয় সাধু (হেমশিলা মডেল স্কুল ,দুর্গাপুর)ষষ্ঠ :  তমোঘ্ন ঘোষ  ( সাউথ পয়েন্ট স্কুল )সপ্তম :  সুজয় ঘোষ (জিএভি পাবলিক, ধানবাদ)অষ্টম :   অর্ক দেব সেনগুপ্ত  ( ডন বসকো, পার্ক সার্কাস)নবম:  আকাশ মণ্ডল ( ক্যালকাটা বয়েজ স্কুল )দশম :  ঐশিক পাঁজা ( সাউথ পয়েন্ট স্কুল
    First published:

    Tags: Engineering, Joint Entrance Examination, Joint Entrance Examination 2016, Joint Entrance Examination Result, Pharmacy, Rank Chart, Result Out, WBJEE Result