#কলকাতা: অবশেষে প্রতীক্ষার অবসান ৷ প্রকাশিত হল রাজ্য ইঞ্জিনিয়ারিং জয়েন্টের ফলাফল ৷ পাশাপাশি ফার্মাসি জয়েন্টেরও ফলপ্রকাশ হয়েছে এদিন ৷বিকেল ৪টের পর ওয়েবসাইটে পাওয়া যাবে রেজাল্ট ৷ www.wbjeeb.nic.in ওয়েবসাইটে পাওয়া যাবে র্যাঙ্ক কার্ডও ৷ তবে সেটা সোমবার দুপুর দু’টোর পর পাওয়া যাবে ৷ মেধাতালিকায় প্রথম হয়েছেন রাজারহাট ডিপিএস স্কুলের ছাত্র যশবর্ধন দিদওয়ানিয়া ৷ পাশাপাশি ছাত্রীদের মধ্যে প্রথম হয়েছেন পিয়ালি মান্না ৷ বিজিএভি সল্টলেক স্কুলের ছাত্রী পিয়ালির র্যাঙ্ক ৯১ ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Engineering, Joint Entrance Examination, Joint Entrance Examination 2016, Joint Entrance Examination Result, Pharmacy, Rank Chart, Result Out, WBJEE Result