#কলকাতা: বেআইনি পুলকারের সংখ্যা ক্রমে বেড়েই চলেছে শহর কলকাতায় ৷ এদের দমনে এবার কোমর বেঁধে নামল রাজ্য পরিবহণ দফতর ও ট্রাফিক পুলিশ ৷ মঙ্গলবার কলকাতার পাঁচ জায়গায় অভিযান চালিয়ে একাধিক বেআইনি পুলকার আটক করতে সফল তারা ৷ আটক প্রায় ৭০টি গাড়ি। অধিকাংশ গাড়ি প্রয়োজনীয় নিয়ম মানছে না। স্কুল পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে স্কুল কর্তৃপক্ষকে আরও সজাগ হতে বলল রাজ্য পরিবহণ দফতর। নিয়ম না মেনে স্কুল পড়ুয়াদের নিয়ে যাতায়াতের অভিযোগ পুলকারগুলির বিরুদ্ধে ৷ যে সমস্ত বিষয়গুলি পুলকারগুলির ক্ষেত্রে এদিন খতিয়ে দেখা হয়েছে ৷ সেগুলি হল-
----গাড়ির দুদিকেই লুকিং গ্লাস আছে কি না ----গাড়ির সামনের কাঁচ ভাঙা ----চাকায় তাপ্পি মারা ----গাড়িতে কোনও First Aid কিট আছে কি না ----বাচ্চাদের যে সামনের সিটে বসানো হচ্ছে , তাতে সিট বেল্ট বাধা হচ্ছে কি না ৷ ----স্কুলের গাড়ি চালানোর জন্য যে অনুমতি দরকার সেটা আছে কিনা ----প্রাইভেট গাড়িকে বাণিজ্যিকভাবে ব্যবহার করা হচ্ছে ----গাড়ির ফিট সার্টিফিকেট নেই ----পার্মিটে একাধিক গলদ
বেআইনি পুলকারের অভিযানে নেমে স্কুলের শিশুদের নিরাপত্তাই প্রাধান্য দিচ্ছে রাজ্য পরিবহণ দফতর। প্রত্যেক দিন যাতায়াতের জন্য অভিভাবকরা যে পুলকারের ওপর নির্ভর করেন, অধিকাংশ ক্ষেত্রেই সেই পুলকার রাস্তায় চলাচলের অনুমতি নেই বলে জানা যাচ্ছে ৷ তাতেও কীভাবে রাস্তায় চলছে ওই বেআইনি পুলকারগুলি ? রাজ্য পরিবহন দফতরের বক্তব্য , এভাবে কোনও গাড়ি রাস্তায় নামতে দেওয়া হবে না ৷ দিনের পর দিন নিয়ম না মেনেই রাস্তায় চলছে বেআইনি পুলকারগুলি ৷ তা ঠেকাতে এবার আরও বেশি তৎপর পরিবহন দফতর ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Illegal Pool Car, Pool Car, School Students, West bengal, West Bengal State Transport Department