#কলকাতা: বিরোধী জোটকে উড়িয়ে দিয়ে ২৯৪ আসনের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বিপুল জনসমর্থনে একাই জিতে নিলেন ২১১ টি আসন ৷ দ্বিতীয়বারের জন্য ফের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কিন্তু বিধানসভার ২৯৪ সদস্যের মধ্যে মহিলা বিধায়কের সংখ্যা মাত্র ৪০ ৷ এই ৪০ জন মহিলা বিধায়কের ২৯ জন হচ্ছেন তৃণমূল কংগ্রেসের ৷ বাকিদের মধ্যে চার জন বিধায়ক কংগ্রেসের, ছ’জন সিপিএমের ও এক জন গোর্খা জনমুক্তি মোর্চার সদস্য ৷
মমতা বন্ধ্যোপাধ্যায় ছাড়া মাত্র একজন মহিলা মন্ত্রী এবছরের বিধানসভা নির্বাচনে পুনর্নির্বাচিত হয়েছেন ৷ শিশু কল্যাণ এবং সমাজকল্যাণ মন্ত্রী শশী পাঞ্জা এবছরের নির্বাচনে শ্যামপুকুর থেকে জয়ী হয়েছেন ১৩,০০০ এর বেশি ভোটে ৷
এছাড়া বাকি দুই মহিলা মন্ত্রী সাবিত্রী মিত্র ও চন্দ্রিমা ভট্টাচার্য্য ২০১৬ বিধানসভা নির্বাচনে পরাজিত হয়েছেন ৷ এবছররের নির্বাচনে নতুন দুই মহিলা প্রার্থী ছিলেন বৈশালী ডালমিয়া ও মহয়া মৈত্র ৷ এবছরের নির্বাচনে রাজনীতিতে প্রথম পা রাখলেন ডালমিয়া কন্যা ৷
অন্যদিকে, ২০০৮ সালেই ইনভেস্টমেন্ট ব্যঙ্কারের চাকরি ছেড়ে রাজনীতিতে যোগ দিয়েছিলেন মহুয়া মৈত্র ৷ করিমপুর থেকে ১৫,৯৮৯ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন মহুয়া ৷
রায়ধিঘীতে ফের জয়ী অভিনেত্রী দেবশ্রী রায় ৷ এছাড়াও নিজেদের আসন ধরে রাখতে সফল হয়েছেন যে মহিলা প্রার্থীরা তারা হলেন নয়না বন্ধ্যোপাধ্যায়, স্মিতা বক্সী ও সোনালি গুহ
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Battle For The States, Bengal Polls, Bengali News, ETV News Bangla, MLA, TMC, West Bengal Assembly Election 2016, Women Legislators, মহিলা বিধায়ক