#কলকাতা: সবে ফেব্রুয়ারির তৃতীয় দিন এখনই কলকাতার কপালে ঘাম ৷ ঠাণ্ডা ভাবকে দূরে তাড়িয়ে বাংলাদেশের ঘূর্ণাবর্তের জেরে রাজ্যজুড়ে কায়াশার দাপট। বুধবার সকাল থেকেই ঘন কুয়াশায় আচ্ছন্ন কলকাতাসহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যাওয়ায় আকাশও মেঘলা। শীতের মরসুমের সবচেয়ে উষ্ণতম দিন ছিল মহ্গলবার । সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ছয় ডিগ্রি বেশি।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বাংলাদেশে দু’দিন আগে যে ঘূর্ণাবর্ত তৈরি হয়, তা বিস্তৃতি ঘটিয়েছে উত্তরবঙ্গ হয়ে সিকিম পর্যন্ত। ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢোকায় কলকাতায় বেড়েছে কুয়াশার দাপট। আর তার জেরেই বাড়ছে তাপমাত্রা। কলকাতা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বুধবার ভোরে ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে যায়। কুয়াশার কারণে সকালে কলকাতা বিমানবন্দরে বিমান পরিষেবাও ব্যাহত হয়। দিল্লি-গুয়াহাটি-শিলচর-বেঙ্গালুরুগামী বিমান দেরিতে ওড়ে। সকাল দশটার পর বিমান পরিষেবা ধীরে ধীরে স্বাভাবিক হয়। আবহাওয়ার এই পরিবর্তনে গত কয়েকদিন ধরেই তাপমাত্রা একটু একটু করে বাড়ছিল। আগামী ৪৮ ঘন্টা এরকমই আবহাওয়া থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Fog, Kolkata, Weather Report, Weather Update