#কলকাতা: ভরদুপুরেই অন্ধকার মহানগর ৷ আলো না জ্বাললে পাঁচ হাত দূরের গাড়ি দেখা মুশকিল ৷ দুপুর তিনটের সময় চড়চড়ে রোদের মুখ ঢেকে আকাশ ঢাকল ঘন কালো মেঘে ৷ আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাসকে সত্যি করেই বেলা বাড়তেই শুরু হল আকাশ ভাঙা বৃষ্টি ৷
ঘূর্ণাবর্ত ‘নাদা’ অর্থাৎ শিশির-এর জেরে কলকাতা সহ হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণায় হাল্কা থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর ৷ সেই পূর্বাভাস অনুযায়ীই ভারী বৃষ্টিতে ভিজল শহর ৷ ঘণ্টাখানেকেরও কম সময়ের বৃষ্টিতে জল থই থই অবস্থা কলকাতার ৷ বৃষ্টিতে কলকাতা জুড়ে ব্যাপক যানজট ৷ ধীরে চলছে গাড়ি ৷ জল জমে বহু রাস্তায় ব্যাহত যান চলাচল ৷
জলমগ্ন মুক্তারাম বাবু স্ট্রিট ৷ ঠনঠনিয়া কালীবাড়ির সামনে গোড়ালি অবধি জল জমেছে ৷ বৃষ্টির জেরে কলকাতার প্রধান রাস্তাগুলিতে ব্যাপক যানজট তৈরি হয়েছে ৷ এজেসি বোস রোড, শরৎ বোস রোড, মা ফ্লাইওভার, বিবেকানন্দ রোড, এজেসি বোস রোড ও স্ট্র্যান্ড রোডের একাংশে সার দিয়ে জ্যামে দাঁড়িয়ে রয়েছে গাড়ি ৷
ঘূর্ণাবর্তের জেরে আগামী ৪৮ ঘণ্টায় মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে আলিপুর আবহাওয়া দফতর ৷
নিম্নচাপের বৃষ্টিতে নাজেহাল শহরবাসী ৷ বিকেল ৪টে পর্যন্ত শহরের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পরিমাণ-
আলিপুরে বৃষ্টি হয়েছে ৩৫.৩ মিমি তপসিয়ায় বৃষ্টি হয়েছে ৩০ মিমি বালিগঞ্জে বৃষ্টি হয়েছে ৪০ মিমি মোমিনপুর বৃষ্টি হয়েছে ৩৮ মিমি চেতলায় বৃষ্টি হয়েছে ২০ মিমি কালীঘাটে বৃষ্টি হয়েছে ৪৭ মিমি
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Heavy Rain, Heavy Rain In Kolkata, Kolkata, Rain, Traffic Jam, Water logged