#কলকাতা: সিঙ্গুর থেকে সুজাপুর। বিভিন্ন জেলায় আজ জোরকদমে প্রচার চালালেন প্রার্থীরা। কামারাহটি কেন্দ্রে দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন বিজেপি প্রার্থী কৃশানু মিত্র। সুজাপুর কেন্দ্রে তৃণমূল বনাম কংগ্রেসের লড়াই মূলত জ্যেঠু-ভাইপোর লড়াই। প্রচার সারলেন জ্যেঠু আবু নাসের খান চৌধুরী ও ঈশা খান উভয়েই।
সিঙ্গুর বিধানসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী রবীন দেব পঞ্চম দফা নির্বাচনী প্রচার করলেন শনিবার। গোপালনগর-সাউপাড়া থেকে প্রচার শুরু করে হাটতলার বিভিন্ন এলাকায় প্রচার চালালেন তিনি। তাঁর বিপরীতে হেভিওয়েট প্রার্থী পরপর তিনবারের বিধায়ক তৃণমূল কংগ্রেসের রবীন্দ্রনাথ ভট্টাচার্য।
মন্দিরে প্রণাম সেরে শনিবার প্রচার শুরু করেন খড়গপুর সদর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। খড়গপুরের ৩২ নম্বর ওয়ার্ডে তালবাগিচার ডিভিসি বাজারে প্রচার চালান তিনি। তাঁর বিরুদ্ধে কংগ্রেস প্রার্থী জ্ঞান সিং সোহন পাল গত ৯টি বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে আসছেন।
সাতগাছিয়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সোনালী গুহ কর্মীসভা করলেন গজাপুয়ালিতে। সমর্থনে কর্মীসভা। সারদাকাণ্ডের মতোই নারদকাণ্ডও ভোটে কোন প্রভাব ফেলবে না বলেও আশ্বাস দিলেন কর্মীদের। অন্যদিকে ফলতার তৃণমূল প্রার্থী তমোনাশ ঘোষ প্রচার সারেন তাঁর কেন্দ্রের বিভিন্ন এলাকায়।
আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রের রেলপাড় এলাকায় প্রচার সারলেন কংগ্রেস প্রার্থী ইন্দ্রানী মিশ্র। দলীয় কর্মীদের পাশাপশি বামেরাও ছিলেন তাঁর প্রচারে।
কামারহাটি কেন্দ্রের বিজেপি কৃশানু মিত্র দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন। তাঁর বিরুদ্ধে হেভিওয়েট তৃণমূল প্রার্থী মদন মিত্র জেলে। বিধায়ককে কাছে না পাওয়ায় এবার ছবি বদলাবেন এলাকার মানুষ এমনই আশা তাঁর।
মালদেহ সুজাপুর কেন্দ্রে এবার জ্যেঠু-ভাইপোর লড়াই। তৃণমূল প্রার্থী আবু নাসের খান চৌধুরী। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন কংগ্রেস প্রার্থী ইশা খান চৌধুরী। এদিন সকাল থেকেই ২ প্রার্থী ভোটারদের কাছে মন জয় করতে নেমে পড়েন। ইশা খান প্রচার চালান সুজাপুরের মসিমপুর বামনগ্রাম, পাহাড়পুর এলাকায়। সঙ্গে ছিলেন বাম কর্মী সমর্থকেরাও। অন্যদিকে আবু নাসের প্রচার চালান গয়েশবাড়ি এলাকার বিভিন্ন অঞ্চলে।
বীরভূমের সাঁইথিয়া কেন্দ্রে প্রচার সারেন তৃণমূল প্রার্থী নীলাবতী সাহা। মহম্মদ বাজারের বেশ কিছু আদিবাসী অধ্যুষিত গ্রামে প্রচার সারলেন সকালে। আদিবাসী অধ্যুষিত গ্রামগুলিতে প্রচার চালান। জেতার ব্যাপারে একশোভাগ আশাবাদী।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Campaign bjp, Campaign cpm, Campaign tmc, Vote campaign, West Bengal Assembly Election 2016