#কলকাতা: ভোট প্রচার মানেই আর খাদির পাঞ্জাবি, মাথায় টুপি, হাতে দলীয় পতাকা নয় ৷ দিন বদেলেছে, কর্পোরেট হয়েছে ভোট প্রচার ৷ তা স্লোগানেই হোক বা ভোট বিজ্ঞাপনে ৷ স্মার্ট, স্টাইলিং নিয়ে সব দলের মধ্যেই এক নতুন লড়াই ৷ কীভাবে সাধারণ মানুষের কাছে সহজে পৌঁছে যায়, কীভাবেই বা চটকদার হওয়া যায় ৷ তা নিয়েই নতুন নতুন ভাবনায় প্রার্থীরা ৷ ঠিক যেমন তৃণমূল প্রার্থী সৌমিত্র রায় ৷ পেশায় তিনি গায়ক ৷ জনপ্রিয়তা এসেছে গান থেকেই ৷ তাই গানকেই প্রচারের হাতিয়ার বানালেন সৌমিত্র রায় ৷ ভোট প্রচার সেরে ফেললেন গানে গানে, হালকা মেজাজে ৷ প্রচারের শুরুতেই একেবারে পাড়ার ছেলের কায়দায়, মোড়ের চায়ের দোকান থেকে চায়ের ভাঁড়ে চুমুক দিয়ে একেবারে আড্ডার মেজাজে চাঁচল এলাকায় শুরু করলেন ভোট প্রচার ৷ গানও গাইলেন সুযোগ খুঁজে ৷
ভোটে দাঁড়িয়েছেন তো কী হয়েছে? আদবে তো সিনেমার নায়ক ! একেবারে হিরোর কায়দায় বড়জোড়ায় এন্ট্রি নিলেন সোহম ৷ লিলেনের সাদা পাঞ্জাবি পরে, ফুরফুরে মেজাজে বাইকেই সেরে ফেললেন প্রচার ৷ হাতের সামনে নায়ককে পেয়ে খোশমেজাজে বড়জোড়ার সাধারণ মানুষ ৷ অন্যদিকে নায়িকা লকেট চট্টোপাধ্যায়ের ভোট প্রচার শুরু হল কালীঘাটের মন্দিরে পুজো দিয়েই ৷ শুধু নায়ক-নায়িকা নয়, খেলোয়াড় ভাইচুং ভুটিয়াও একেবারে নিজের কায়দায় সেরে ফেললেন ভোট প্রচার ৷ শুক্রবার সকাল ৯টা নাগাদ পৌঁছে গেলেন শিলিগুড়ির সূর্যনগরে ফ্রেন্ডস ইউনিয়ানের মাঠে ৷ প্রাতভ্রমণে আসা মানুষদের সঙ্গে শুরু করলেন জনসংযোগ ৷ শুধু তাই নয়, কচিকাঁচা ফুটবলারদের সঙ্গে মেতে উঠলেন ফুচবল খেলায় ৷ যত্ন করে তাঁদের শেখালেন ড্রিবলিং, পাস ৷ রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ও প্রচার শুরু করলেন দেওয়াল লিখনের মাধ্যমে ৷ বরবারই ভোটের প্রচারে নামার আগে নিজের হাতে দেওয়াল লিখেই প্রচার শুরু করেন ৷ সেই প্রথা নেমেই একডালিয়া এভারগ্রিন ক্লাবের সামনে তুলি হাতে নিয়ে নিজের নামের উপর কালি বোলান সুব্রত ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Kolkata, New Style, State Election, TMC, Vote campaign