#কলকাতা: কমেছে বৃষ্টির দাপট। নতুন করে বৃষ্টি না হওয়ায় কলকাতার বেশিরভাগ এলাকায় জল নেমেছে। তবে এখনও জল জমে রয়েছে বেহালা, খিদিরপুর ও তপসিয়ার কিছু অংশে। জমা জলের জন্য বন্ধ বেহালার ক্ষেত্রমোহন বিদ্যামন্দির। ছাত্রীরা না আসায় ক্লাস হয়নি বেহালার শ্যামাসুন্দরী বিদ্যাপাঠে। জল জমে রয়েছে স্থ্ানীয় কাউন্সিলরের বাড়িতেও। জোয়ারের জলে নতুন করে জলমগ্ন হয় কালীঘাটের কিছু এলাকাও।
জল থইথই স্কুল। সোমবার এলেও মঙ্গলবার স্কুল মুখোই হলেন না শিক্ষকরা। চতুর্থশ্রেণির কর্মীর কাছ থেকে ফোনে খবর নেওয়ার পরই ছুটি ঘোষণা। বেহালার ক্ষেত্রমোহন বিদ্যামন্দিরে এই হঠাৎ ছুটিতে খুশি পড়ুয়ারা।
একই ছবি পাশের শ্যামাসুন্দরী বিদ্যাপীঠেরও। সেখানে ছাত্রীরা না আসায় স্কুল ছুটি দিয়ে দেওয়া হয়। সেখানে অবশ্য এদিন শিক্ষিকারা এসেছিলেন।
বেহালার পাশাপাশি খিদিরপুর ও তপসিয়ার বেশ কিছু এলাকায় এখনও জল জমে রয়েছে। খিদিরপুরের রমানাথ পাল রেডে যেখানে সোমবার নৌকা চলছিল। এদিনও সেখানে জল জমে রয়েছে।
এদিন জোয়ারের সময় গঙ্গার জলে কালীঘাটের কিছু এলাকা জলমগ্ন হয়।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bengali News, Heavy Rainfall, Kolkata Weather Forecast, Kolkata Weather Update, Monsoon, Waterlogged Streets