#কলকাতা: একদিকে ফের মামলার ফাঁসে জড়িয়ে পড়া টেট পরীক্ষার্থীরা যখন নিয়োগ স্থগিত হবে কিনা এই নিয়ে চিন্তিত ৷ তখনই সুখবর এল উচ্চ প্রাথমিকে টেট উত্তীর্ণ পরীক্ষার্থীদের জন্য ৷ খুব দ্রুতই শুরু হবে পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর শিক্ষক নিয়োগ ৷
স্কুল সার্ভিস কমিশন সূ্ত্রে খবর, শুক্রবার থেকেই শুরু হবে উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া ৷ ২৩ সেপ্টেম্বরই প্রকাশিত হবে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি ৷ তারপর থেকেই কমিশনের নির্দিষ্ট ওয়েবসাইটে অনলাইন আবেদনগ্রহণ শুরু হবে ৷
স্কুল সার্ভিস কমিশন জানিয়েছে, আপার প্রাইমারিতে মোট ১৪,০৮৮ টি শূন্যপদ রয়েছে ৷ ওই শূন্যপদে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু হবে আগামীকাল থেকেই ৷
অনলাইনে ফর্ম ফিলাপ শুরু হবে বিকেল ৫টা থেকে চলবে ৩ অক্টোবর বিকেল পাঁচটা পর্যন্ত ৷ টেট পরীক্ষায় সফল প্রশিক্ষিত ও অপ্রশিক্ষণপ্রাপ্ত উভয় প্রার্থীদেরই আবেদন পত্র গ্রহণ করা হবে ৷ শুধু ২০১৫ নয়, ২০১১ সালের টেট উত্তীর্ণ প্রার্থীরাও ইন্টারভিউয়ের জন্য আবেদন করতে পারবেন ৷
আবেদনপত্রের সঙ্গে পরীক্ষার ফি হিসেবে জেনারেল পরীক্ষার্থীদের দিতে হবে ২৫০ টাকা আর সংরক্ষিত প্রার্থীদের জন্য ৮০ টাকা ফিজ ধার্য করা হয়েছে ৷
স্কুল সার্ভিস কমিশন ফল প্রকাশের পরই জানিয়েছিল, পুজোর আগেই নিয়োগ প্রক্রিয়া শুরু করবে কমিশন ৷ নভেম্বরের মধ্যে নিয়োগ পত্র হাতে পাবে সফল পরীক্ষার্থীরা ৷
এবছর থেকে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগে নয়া বিধি চালু করেছে কমিশন ৷ ইন্টারভিউ চলাকালীনই দিতে হবে টিচিং ডেমনস্ট্রেশন ৷ প্রশিক্ষণের উপর বরাদ্দ করা হয়েছে ১০ নম্বর ৷ স্নাতক পরীক্ষার্থীদের জন্য বরাদ্দ ২০ নম্বর ৷
পরীক্ষার্থীরা যে রিজিয়ন থেকে পরীক্ষা দিয়েছেন সেই রিজিয়ন থেকেই পরীক্ষার্থীরা নিয়োগের ইন্টারভিউ দিতে পারবেন বলে জানিয়েছে কমিশন ৷
বহুদিন ধরে আইনি ফাঁসে আটকে ছিল উচ্চ প্রাথমিকের টেটের ফল ৷ ১৪ সেপ্টেম্বর আদালতের রায়দানের একঘণ্টার মধ্যেই নজিরবিহীন ভাবে উচ্চ প্রাথমিকে টেটের ফল প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন ৷ স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত হয় কলকাতা আপার প্রাইমারির টেটের ফল ৷ http://www.westbengalssc.com ওয়েবসাইটে ৫ লক্ষ ৪৩ হাজার পরীক্ষার্থীর রেজাল্ট আপলোড করা হয় ৷
রাজ্যের স্কুলগুলিতে শিক্ষক সঙ্কট তীব্র ৷ অবসরের বয়স এসে যাওয়ায় অবসর নিতে বাধ্য হচ্ছেন বহু শিক্ষক ৷ বিষয়াভিজ্ঞ শিক্ষকের পদ শূন্য ৷ অন্য বিষয়ের শিক্ষক-শিক্ষিকাকে নিতে হচ্ছে একাধিক বিষয়ের ক্লাস ৷ ইতিহাস শিক্ষকের শূন্যতা পূরণ করতে ইতিহাস ক্লাস নিচ্ছেন বাংলার শিক্ষিকা ৷ কখনও কখনও অঙ্কের শিক্ষিকাকে ভূগোল পড়ানোর দায়িত্ব নিতে হচ্ছে ৷ রাজ্যের বেশিরভাগ স্কুলে চিত্রটা এমনই ৷ নিয়োগ আইনি জালে অবস্থা সামাল দিতে অবসরপ্রাপ্ত শিক্ষকদের আরও ৬ মাসের জন্য নতুন করে নিয়োগ করার কথা ভাবছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ৷ কিন্তু ১৪ সেপ্টেম্বর আদালত টেটের ফলপ্রকাশের উপর থেকে স্থগিতাদেশ তুলে নিলে আশা জাগে উচ্চ প্রাথমিক শিক্ষকপদে আবেদনকারীদের মনে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Teachers Appointment, Upper Primary, Upper Primary Teachers Appointment, Upper Primary TET