corona virus btn
corona virus btn
Loading

অবিবাহিত ‘কাপল’রাও এবার সহজেই পাবেন হোটেল রুম

অবিবাহিত ‘কাপল’রাও এবার সহজেই পাবেন হোটেল রুম

দেশের জনপ্রিয় হোটেল চেন ‘OYO Rooms’ এবার থেকে চালু করছে ‘রিলেশনশিপ মোড’ ৷

  • Share this:

#কলকাতা:  ঘুরতে হোক বা অন্য কোনও কাজে আপনি অন্য শহরে গিয়েছেন ৷ সঙ্গে সঙ্গিনী রয়েছেন ৷  চাইছেন সময় একসঙ্গে কাটানোর ৷ কিন্তু রাতে হোটেল রুম পাচ্ছেন না ৷ কারণ আপনি অবিবাহিত ৷

কোনও হোটেলের রুম বুক করার সময় আপনার সঙ্গে মহিলা থাকলেই অদ্ভূত কু-নজরে দেখে থাকেন হোটেলের রিসেপশনিস্ট ৷ পারলে মহিলার মাথায় সিঁদুর বা মঙ্গলসূত্র আছে কিনা, সেটাও দেখে নেন তাঁরা ৷ রাত-বিরেতে এমন হয়রানি শিকার হতে কারই বা ভাল লাগে বলুন ৷ কিন্তু এদেশে অবিবাহিত নারী-পুরুষের জন্য যে অধিকাংশ হোটেলগুলিই একেবারে ‘নো-এন্ট্রি’ বোর্ড ঝুলিয়ে রাখে ৷ আর যুবক-যুবতী যদি একই শহরের হয়, তাহলে  তো রুম পাওয়ার কথা ভুুলেই যাওয়া উচিৎ ! কিন্তু এই ‘হয়রানি’-র যুগ অবশেষে শেষ হতে চলেছে ৷ কারণ দেশের জনপ্রিয় হোটেল চেন ‘OYO Rooms’ এবার থেকে চালু করছে ‘রিলেশনশিপ মোড’ ৷ যেখানে অবিবাহিত যুগলরাও সহজেই বুক করতে পারবেন হোটেল রুম ৷

14080084_1818387025063580_523841993711924488_n_1472215096_725x725

দু’মাস আগে পাইলট প্রজেক্ট হিসেবে এই উদ্যোগ শুরু করেছিল সংস্থা। তা সফল হওয়াতেই এবার গোটা দেশের প্রায় একশোটি শহরে এই পরিষেবা চালু করতে চলেছে OYO Rooms। সংস্থার চিফ গ্রোথ অফিসার কবিক্রুত বলেন, ‘‘ আমাদের প্রত্যেক অতিথি যাতে হোটেলে এসে সেরা পরিষেবাটা পান, সেটাই আমাদের লক্ষ্য ৷ অবিবাহিত কাপলদের হোটেল রুম পাওয়ার সমস্যা মেটাতে আমরা তাই উদ্যোগী হয়েছিলাম ৷ অবিবাহিত কাপলরা নিজেদের বা অন্য শহরে হোটেল রুম বুক করতে পারবেন না এমন কোনও আইন নেই এদেশে ৷ তাই এই নতুন ব্যবস্থা Oyo Rooms-র পক্ষ থেকে ৷ ’’

সংস্থার ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপের সাহায্যে এই বুকিং করতে পারবেন অবিবাহিত পুরুষ এবং মহিলারা। তাঁদের সচিত্র পরিচয়পত্র দিয়ে সহজেই রুম বুকিং করা যাবে। দেশের প্রায় ২০০টি শহরে এই সংস্থার মাধ্যমে ৭০ হাজার হোটেল রুম বুক করার সুযোগ রয়েছে। সংস্থার দাবি, তাদের সঙ্গে যে হোটেলগুলির চুক্তি রয়েছে, তার মধ্যে প্রায় ৬০ শতাংশ হোটেলেই এখন অবিবাহিতরা নিজেদের সঙ্গীকে নিয়ে থাকার জন্য রুম বুক করতে পারবেন। দেশের সমস্ত মেট্রো শহরগুলি-সহ পর্যটনকেন্দ্রগুলিতেও এই পরিষেবা পাওয়া যাবে।  অনেক হোটেলই আইনি জটিলতার ভয়ে অবিবাহিত যুগলদের ঘর দিতে চাইত না। ধীরে ধীরে সেই প্রবণতা কাটছে। OYO Rooms এই পরিষেবা শুরু করার পরে একই ধরনের অন্যান্য সংস্থাগুলিও গ্রাহক টানতে একই পরিষেবায় নামবে বলে আশা করাই যায়।

First published: August 27, 2016, 11:08 AM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर