কী বলছে আজকের খবরের কাগজ ? দেখে নিন

আসুন এক নজরে, একজায়গায় দেখে নিন কলকাতার বিভিন্ন কাগজের সেরা খবর গুলি ৷

  • Last Updated :
  • Share this:

    প্রতিদিনের ব্যস্ততায় খবর কাগজ খুঁটিয়ে পড়া সম্ভব হয় না ৷ অনেক সময় গুরুত্বপূর্ণ খবর চোখ এড়িয়ে যায় ৷ তাছাড়া একাধিক কাগজও পড়ার মতো সময় কারোর হাতেই নেই ৷ তাই আসুন এক নজরে, একজায়গায় দেখে নিন কলকাতার বিভিন্ন কাগজের সেরা খবর গুলি ৷ মঙ্গলবারের গুরুত্বপূর্ণ খবরগুলি হল-

    anandabazar11সৌমেনের পরে বদলি জাভেদওনির্বিঘ্নে বিধানসভা ভোট করিয়ে আমজনতার তারিফ কুড়িয়েছিলেন দু’জনেই। ভোটের ফল বেরনোর ৪৮ ঘণ্টার মধ্যে সরতে হয়েছিল কলকাতার পুলিশ কমিশনার সৌমেন মিত্রকে। এসেছিলেন মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ বলে পরিচিত রাজীব কুমার। তার ১৬ দিনের মাথায় সরিয়ে দেওয়া হল বিধাননগরের পুলিশ কমিশনার জাভেদ শামিমকে। নতুন কমিশনার হচ্ছেন জ্ঞানবন্ত সিংহ। জাভেদকে দেওয়া হয়েছে রাজ্যের আর্থিক অপরাধ দমন শাখার অধিকর্তার দায়িত্ব। সম্প্রতি পদটি তৈরি হয়েছে। সোমবার ২২ জন পুলিশ অফিসারকে বদলির তালিকা প্রকাশ করেছে নবান্ন। ভোটের ফল প্রকাশের পর থেকে এ নিয়ে প্রায় ৫০ জন আইপিএস বদলি হলেন।এনএসজিতে ঢুকতে সুইস সমর্থন ভারতকেসে দেশের মার্টিনা হিঙ্গিসের সঙ্গে জুটি বেঁধে সানিয়া মির্জা ও  লিয়েন্ডার পেজ গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন অনেক বার। এঁদের জুড়ি ভারত ও সুইৎজারল্যান্ডের সম্পর্কের প্রতীক। টেনিস কোর্টের বাইরে অন্যান্য ক্ষেত্রেও সাফল্য আনতে জুটি বেঁধে এগোবে এই দু’দেশ। জেনিভায় পা দিয়ে আজ এমনটাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর কথায়, ‘‘আমি নিশ্চিত দু’দেশের মানুষের মধ্যে যোগসূত্র, মূল্যবোধ এবং দায়বদ্ধতার সংযোগ আমাদের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে।’’ তবে শুধু কূটনৈতিক গালভরা কথাই হয়নি, মোদীর এই সফরে হাতেকলমেও লাভবান হয়েছে নয়াদিল্লি। কিছুটা হলেও অগ্রগতি হয়েছে অন্তত তিনটি বিষয়ে।

    সাত বৈঠক আর অগুনতি ফোন কল: নতুন যুগে ভারত-মার্কিন সম্পর্কদূরত্বটা ১২ হাজার কিলোমিটারেরও বেশি। সময় ছিল মাত্র দু’বছর। এই সময়ের মধ্যেই অন্তত সাত বার ওই বিপুল দূরত্ব মুছে ফেললেন দুই রাষ্ট্রনায়ক। তাতেই অবশ্য শেষ নয়। এই দু’জন নিজেদের মধ্যে গত দু’বছরে কত বার ফোনালাপ করেছেন, তা গুণে বলা যাচ্ছে না। সরকারি সূত্রে শুধু বলা হচ্ছে ‘অসংখ্য বার’।এ বার ব্যাগ বিলি প্রাথমিক পড়ুয়াদেরইকেল, জুতোর পর এ বার স্কুল ব্যাগ। রাজ্যের প্রাথমিক স্তরে প্রায় ৪০ লক্ষ পড়ুয়াকে স্কুল ব্যাগ দেওয়ার সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্নে স্কুল শিক্ষা দফতরের সঙ্গে ‘ভবিষ্যৎ পরিকল্পনা’ বৈঠকে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন তিনি। এ জন্য প্রায় ২০০ কোটি টাকা খরচ হতে পারে বলে অনুমান করছেন শিক্ষা কর্তারা। একই সঙ্গে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের পাঁচ হাজার স্কুলে কম্পিউটার শিক্ষার পরিকাঠামো তৈরি ও প্রোজেক্টর মেশিন দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা দফতর। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে অবিলম্বে এই কাজ শুরুর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রশাসনের একাংশ অবশ্য এমন সিদ্ধান্তের নেপথ্যে ২০১৮ সালের পঞ্চায়েত ভোটের প্রস্তুতিই দেখছেন। বৈঠকের পর শিক্ষামন্ত্রী বলেন, ‘‘আগামী দিনে শিক্ষা দফতর কী ভাবে কাজ করবে, মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে তার পরিকল্পনা করা হয়েছে।’’

    bartaman_big11

    ভারতে বড়সড় হামলার ছক হাফিজেরএকদিকে কূটনৈতিক শীতলতা। আর তার পাশাপাশি সন্ত্রাসের উসকানি। পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বিদেশনীতি সংক্রান্ত পরামর্শদাতা সরতাজ আজিজ স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, ‘ভারতের সঙ্গে বন্ধ হয়ে থাকা শান্তিপ্রক্রিয়ার বৈঠক ফের চালু করতে পাকিস্তান মোটেই মরিয়া নয়। ভারত চাইলে ভাবা যেতে পারে। পাকিস্তানের তরফে একতরফা অত আগ্রহ নেই।’ পাঠানকোট হামলার পর দুই দেশের মধ্যে আস্থাবর্ধক বৈঠকগুলি আচমকা বাতিল হয়ে যায়। এবং তারপর থেকে আজ পর্যন্ত ভারত ও পাকিস্তান কোনও পক্ষই আগ বাড়িয়ে শান্তিপ্রক্রিয়া নিয়ে উচ্চবাচ্য করছে না। বরং যথেষ্ট শীতলতা আবার ফিরে এসেছে। এবং ঠিক এর মধ্যেই পাকিস্তান সরকারের শান্তিপ্রক্রিয়া নিয়ে এহেন উদাসীন মন্তব্যের পাশাপাশি জামাত উদ দাওয়া সুপ্রিমো মুম্বই হামলার অন্যতম চক্রী হাফিজ সইদ আগ্রাসীভাবে ভারতে ফের হামলার ছক কষছে বলে জানা গিয়েছে।জাভেদ শামিমকে সরানো হল, বাড়তি দায়িত্ব ভারতীকেরাজ্য ও কলকাতা পুলিশের শীর্ষপর্যায়ে সোমবার ফের বড় ধরনের রদবদল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধাননগরের পুলিশ কমিশনার জাভেদ শামিমসহ মোট চারটি পুলিশ কমিশনারেটের কমিশনারদের সরিয়ে দেওয়া হয়েছে। অন্য যে তিন পুলিশ কমিশনারকে সরানো হয়েছে, তাঁরা হলেন, বারাকপুরের নীরজকুমার সিং, আসানসোল-দুর্গাপুরের সিদ্ধিনাথ গুপ্তা ও শিলিগুড়ির মনোজকুমার ভার্মা। চারজনকেই তুলনামূলক কম গুরুত্বপূর্ণ পদে বদলি করা হয়েছে। তবে সবথেকে কম গুরুত্বপূর্ণ পদ পেয়েছেন একসময় মুখ্যমন্ত্রীর অত্যন্ত প্রিয়পাত্র বলে পরিচিত জাভেদ শামিম। তাঁকে অর্থ দপ্তরের অধীনস্থ ইকনমিক অফেন্স উইংয়ের ডিরেক্টর করা হয়েছে।ভবানীপুরে বৃদ্ধার রহস্যমৃত্যু, নেপথ্যে কি প্রোমোটার চক্রশহরে ফের নিঃসঙ্গ বৃদ্ধার মৃত্যু। সোমবার সকালে ভবানীপুরের বকুলবাগান রোডের একটি বাড়ির ভিতরের ম্যানহোল থেকে উদ্ধার হল সুনন্দা গঙ্গোপাধ্যায় (৭০) নামে এক বৃদ্ধার দেহ। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, তাঁকে খুন করা হয়ে থাকতে পারে। যদিও শরীরের বাইরের অংশে কোনও আঘাতের চিহ্ন মেলেনি। তাই ঠিক কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, জানতে মৃতদেহের ময়নাতদন্ত করা হচ্ছে। তবে এর পিছনে প্রোমোটারচক্রের হাত থাকার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না পুলিশ। অভিযোগ, দীর্ঘদিন ধরেই তাঁকে বাড়ি ছেড়ে দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছিল। কিন্তু তিনি রাজি হননি। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, এই বাড়িতে একাই থাকতেন সুনন্দাদেবী।ফের শহরে বেপরোয়া গাড়ি ফুটপাতে পিষে দিল সবজি বিক্রেতাকেগড়িয়াহাটের পর এবার মানিকতলা। এ যেন মহানগরীতে পরপর মুম্বইয়ের ‘হিট অ্যান্ড রান কাণ্ডে’র পুনরাবৃত্তি। মধ্যরাতে মাঠবাজারে একটি বেপরোয়া প্রাইভেট গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে পিষে দিল এক সবজি বিক্রেতাকে। নাম আলি হোসেন (৫০)। বাড়ি নদীয়ার তেহট্টে। ঘটনায় জখম হয়েছেন আরও পাঁচজন। জখমদের মধ্যে ইশাক মণ্ডল নামে একজন আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। রবিবার মধ্যরাতে ঘটনাটি ঘটেছে উল্টোডাঙার মুচিবাজার সংলগ্ন মানিকতলা থানার ১০৯ নম্বর মাঠবাজারে। পুলিশ ওই প্রাইভেট গাড়ির চালককে গ্রেপ্তার করেছে।

    ei samay

    প্রোমোটার চক্রের শিকার বৃদ্ধা, নালায় মিলল মৃতদেহশহরে ফের নিঃসঙ্গ বৃদ্ধা খুন ৷ এবার অভিযুক্ত এক প্রোমোটার চক্র ৷ বৃদ্ধাকে সরিয়ে তাঁর খালি বাড়িতে প্রোমোটিং করার উদ্দেশ্যেই সুনন্দা গঙ্গোপাধ্যায় নামে ৬০ বছরের বছরের ওই মহিলাকে খুন করা হয় বলে অভিযোগ ৷ ভবানীপুরের বকুলবাগান এই ঘটনা ঘটেছে ৷রণক্ষেত্র NRS, জুনিয়ার ডাক্তারদের পেটানোয় গ্রেফতার ৯চিকিৎসায় গাফিলতির অভিযোগ রণক্ষেত্রের চেহারা নিল NRS হাসপাতালে ৷ ৩ জুনিয়ার ডাক্তারকে পেটানোর অভিযোগ উঠল আত্মীয়দের বিরুদ্ধে ৷ এই ঘটনায় ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷বিশাল রদবদল পুলিশে, সরে যেতে হল জাভেদ শামিমকেভারতী ঘোষের মতো শাসকদল ঘনিষ্ঠ কয়েকজন আইপিএসকে বাড়তি দায়িত্ব দেওয়ার পাশাপাশি একধাক্কায় চার পুলিশ কমিশনার অপসারিত হলেন ৷রহমানের সুরে এবার গায়ক কোহলিবাইশগজে নিজেকে সেরা প্রমাণ করে ফেলেছেন ৷ বিরাট কোহলি সম্পর্কে যে কোনও বিশেষণই যেন ফিকে হয়ে যায় ৷ এবার শোনা যাবে বিরাটের গানও ৷ হ্যাঁ, বিরাট গান গাইবেন ৷ সুরকার এআর রহমান ৷ দুই জিনিয়াসের যুগলবন্দী ৷

    First published:

    Tags: Begali News, Bengali News, ETV News Bangla Live, Morning Digest, Morning Newspapers, Tuesday Morning Headlines