প্রতিদিনের ব্যস্ততায় খবর কাগজ খুঁটিয়ে পড়া সম্ভব হয় না ৷ অনেক সময় গুরুত্বপূর্ণ খবর চোখ এড়িয়ে যায় ৷ তাছাড়া একাধিক কাগজও পড়ার মতো সময় কারোর হাতেই নেই ৷ তাই আসুন এক নজরে, একজায়গায় দেখে নিন কলকাতার বিভিন্ন কাগজের সেরা খবর গুলি ৷ মঙ্গলবারের গুরুত্বপূর্ণ খবরগুলি হল-
সৌমেনের পরে বদলি জাভেদও
ভারতে বড়সড় হামলার ছক হাফিজেরএকদিকে কূটনৈতিক শীতলতা। আর তার পাশাপাশি সন্ত্রাসের উসকানি। পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বিদেশনীতি সংক্রান্ত পরামর্শদাতা সরতাজ আজিজ স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, ‘ভারতের সঙ্গে বন্ধ হয়ে থাকা শান্তিপ্রক্রিয়ার বৈঠক ফের চালু করতে পাকিস্তান মোটেই মরিয়া নয়। ভারত চাইলে ভাবা যেতে পারে। পাকিস্তানের তরফে একতরফা অত আগ্রহ নেই।’ পাঠানকোট হামলার পর দুই দেশের মধ্যে আস্থাবর্ধক বৈঠকগুলি আচমকা বাতিল হয়ে যায়। এবং তারপর থেকে আজ পর্যন্ত ভারত ও পাকিস্তান কোনও পক্ষই আগ বাড়িয়ে শান্তিপ্রক্রিয়া নিয়ে উচ্চবাচ্য করছে না। বরং যথেষ্ট শীতলতা আবার ফিরে এসেছে। এবং ঠিক এর মধ্যেই পাকিস্তান সরকারের শান্তিপ্রক্রিয়া নিয়ে এহেন উদাসীন মন্তব্যের পাশাপাশি জামাত উদ দাওয়া সুপ্রিমো মুম্বই হামলার অন্যতম চক্রী হাফিজ সইদ আগ্রাসীভাবে ভারতে ফের হামলার ছক কষছে বলে জানা গিয়েছে।জাভেদ শামিমকে সরানো হল, বাড়তি দায়িত্ব ভারতীকেরাজ্য ও কলকাতা পুলিশের শীর্ষপর্যায়ে সোমবার ফের বড় ধরনের রদবদল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধাননগরের পুলিশ কমিশনার জাভেদ শামিমসহ মোট চারটি পুলিশ কমিশনারেটের কমিশনারদের সরিয়ে দেওয়া হয়েছে। অন্য যে তিন পুলিশ কমিশনারকে সরানো হয়েছে, তাঁরা হলেন, বারাকপুরের নীরজকুমার সিং, আসানসোল-দুর্গাপুরের সিদ্ধিনাথ গুপ্তা ও শিলিগুড়ির মনোজকুমার ভার্মা। চারজনকেই তুলনামূলক কম গুরুত্বপূর্ণ পদে বদলি করা হয়েছে। তবে সবথেকে কম গুরুত্বপূর্ণ পদ পেয়েছেন একসময় মুখ্যমন্ত্রীর অত্যন্ত প্রিয়পাত্র বলে পরিচিত জাভেদ শামিম। তাঁকে অর্থ দপ্তরের অধীনস্থ ইকনমিক অফেন্স উইংয়ের ডিরেক্টর করা হয়েছে।ভবানীপুরে বৃদ্ধার রহস্যমৃত্যু, নেপথ্যে কি প্রোমোটার চক্রশহরে ফের নিঃসঙ্গ বৃদ্ধার মৃত্যু। সোমবার সকালে ভবানীপুরের বকুলবাগান রোডের একটি বাড়ির ভিতরের ম্যানহোল থেকে উদ্ধার হল সুনন্দা গঙ্গোপাধ্যায় (৭০) নামে এক বৃদ্ধার দেহ। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, তাঁকে খুন করা হয়ে থাকতে পারে। যদিও শরীরের বাইরের অংশে কোনও আঘাতের চিহ্ন মেলেনি। তাই ঠিক কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, জানতে মৃতদেহের ময়নাতদন্ত করা হচ্ছে। তবে এর পিছনে প্রোমোটারচক্রের হাত থাকার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না পুলিশ। অভিযোগ, দীর্ঘদিন ধরেই তাঁকে বাড়ি ছেড়ে দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছিল। কিন্তু তিনি রাজি হননি। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, এই বাড়িতে একাই থাকতেন সুনন্দাদেবী।ফের শহরে বেপরোয়া গাড়ি ফুটপাতে পিষে দিল সবজি বিক্রেতাকেগড়িয়াহাটের পর এবার মানিকতলা। এ যেন মহানগরীতে পরপর মুম্বইয়ের ‘হিট অ্যান্ড রান কাণ্ডে’র পুনরাবৃত্তি। মধ্যরাতে মাঠবাজারে একটি বেপরোয়া প্রাইভেট গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে পিষে দিল এক সবজি বিক্রেতাকে। নাম আলি হোসেন (৫০)। বাড়ি নদীয়ার তেহট্টে। ঘটনায় জখম হয়েছেন আরও পাঁচজন। জখমদের মধ্যে ইশাক মণ্ডল নামে একজন আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। রবিবার মধ্যরাতে ঘটনাটি ঘটেছে উল্টোডাঙার মুচিবাজার সংলগ্ন মানিকতলা থানার ১০৯ নম্বর মাঠবাজারে। পুলিশ ওই প্রাইভেট গাড়ির চালককে গ্রেপ্তার করেছে।
প্রোমোটার চক্রের শিকার বৃদ্ধা, নালায় মিলল মৃতদেহশহরে ফের নিঃসঙ্গ বৃদ্ধা খুন ৷ এবার অভিযুক্ত এক প্রোমোটার চক্র ৷ বৃদ্ধাকে সরিয়ে তাঁর খালি বাড়িতে প্রোমোটিং করার উদ্দেশ্যেই সুনন্দা গঙ্গোপাধ্যায় নামে ৬০ বছরের বছরের ওই মহিলাকে খুন করা হয় বলে অভিযোগ ৷ ভবানীপুরের বকুলবাগান এই ঘটনা ঘটেছে ৷রণক্ষেত্র NRS, জুনিয়ার ডাক্তারদের পেটানোয় গ্রেফতার ৯চিকিৎসায় গাফিলতির অভিযোগ রণক্ষেত্রের চেহারা নিল NRS হাসপাতালে ৷ ৩ জুনিয়ার ডাক্তারকে পেটানোর অভিযোগ উঠল আত্মীয়দের বিরুদ্ধে ৷ এই ঘটনায় ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷বিশাল রদবদল পুলিশে, সরে যেতে হল জাভেদ শামিমকেভারতী ঘোষের মতো শাসকদল ঘনিষ্ঠ কয়েকজন আইপিএসকে বাড়তি দায়িত্ব দেওয়ার পাশাপাশি একধাক্কায় চার পুলিশ কমিশনার অপসারিত হলেন ৷রহমানের সুরে এবার গায়ক কোহলিবাইশগজে নিজেকে সেরা প্রমাণ করে ফেলেছেন ৷ বিরাট কোহলি সম্পর্কে যে কোনও বিশেষণই যেন ফিকে হয়ে যায় ৷ এবার শোনা যাবে বিরাটের গানও ৷ হ্যাঁ, বিরাট গান গাইবেন ৷ সুরকার এআর রহমান ৷ দুই জিনিয়াসের যুগলবন্দী ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Begali News, Bengali News, ETV News Bangla Live, Morning Digest, Morning Newspapers, Tuesday Morning Headlines