এই মুহূর্তের সেরা দশটি খবর

এই মুহূর্তের সেরা দশটি খবর

  • Last Updated :
  • Share this:

    ১. রাষ্ট্রসংঘের মঞ্চে পাকিস্তানের বিরুদ্ধে ‘কড়া’ ভারতরবিবারের উরি সন্ত্রাসের পর থেকে ভারত ও পাকিস্তানের সম্পর্কে নতুন করে তৈরি হয়েছে উত্তেজনা ৷ উরি সন্ত্রাসের জবাব হিসেবে বিশ্ব মঞ্চে কূটনৈতিক চালে প্রতিবেশী রাষ্ট্রকে একঘরে করার নীতি নিয়েছে কেন্দ্র ৷ সন্ত্রাস থামানোর প্রশ্নে কোণঠাসা হয়ে পড়ায় কাশ্মীর ইস্যু নিয়ে মন্তব্য করে ফের একবার বিতর্ক উস্কে দিল পাকিস্তানের মুখ্যমন্ত্রী ৷২. ভারতের সব চেয়ে ধনী ব্যক্তি মুকেশ আম্বানি : ফোর্বসভারতের শীর্ষ ধনী রিল্যায়েন্স ইন্ডাস্ট্রির চেয়ারম্যান মুকেশ আম্বানি। বিখ্যাত ফোর্বস ম্যাগাজিনের প্রকাশিত ভারতের সেরা ধনীদের তালিকায় নিজের জায়গাটা ধরে রেখেছেন আম্বানি ৷ তার মোট সম্পত্তির আনুমানিক মূল্য হচ্ছে ২২.৭ বিলিয়ন  ৷৩. মদ্যপ অবস্থায় দিঘা সমুদ্রে তলিয়ে গেল ২ পর্যটক

    সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেল দু’জন পর্যটক ৷ মন্দারমণিতে কলকাতার তিন তথ্যপ্রযুক্তির কর্মীর মৃত্যুর ঘটনার এক সপ্তাহ কাটতে না কাটতেই ফের মদ্যপ অবস্থায় দিঘাতে স্নান করতে গিয়ে তলিয়ে গেল দুই পর্যটক। একজনকে মৃত অবস্থায় ও একজনকে জীবিত অবস্থায় উদ্ধার করেছে নুলিয়া।৪. ভূস্বর্গে জঙ্গিহানা অব্যাহত, নিরাপত্তারক্ষীর গুলিতে হত ১ জঙ্গিভূস্বর্গে জঙ্গিহানা অব্যাহত ৷ বৃহস্পতিবার সকালে নিরাপত্তারক্ষী ও জঙ্গিদের মধ্যে গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে এক জঙ্গির ৷ জম্মু ও কাশ্মীরের বন্দিপুরায় সেনা-জঙ্গির সংঘর্ষে নিহত হয়েছে এক জঙ্গি ৷৫. SRFTI-তে র‍্যাগিংয়ের অভিযোগ, বহিষ্কার ১১ জন পড়ুয়াফের বিতর্কে SRFTI ৷  র‍্যাগিংয়ের অভিযোগ উঠল সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইন্সটিটিউটের ছাত্রদের বিরুদ্ধে ৷ হোস্টেলে মধ্যে ছাত্রদের র‍্যাগিং করা হয় বলে অভিযোগ জানিয়েছে প্রথম বর্ষের পড়ুয়ারা ৷৬. স্কুল শিক্ষকের প্রচেষ্টায় বন্ধ হল নাবালিকার বিয়েক্লাসে রোল কল হওয়ার সময় ‘ইয়েস স্যার’ বলে উত্তর দেয়নি সাকিনা। সাধারণত স্কুল কামাই করে না ষষ্ঠ শ্রেণীর ছাত্রী সাকিনা গাজী। তাই কেন এই মেধাবী মেয়েটি এদিন স্কুলে এলোনা ৷ সহপাঠীদের কাছে সেই প্রশ্নই করেন বাংলার শিক্ষক আখের আলি। উত্তরে সহপাঠীরা জানায় সাকিনার বিয়ে তাই সে স্কুলে আসেনি। আর কোনদিন আসবে না।৭. পুকুর থেকে উদ্ধার যুবতীর মৃতদেহপুকুর থেকে উদ্ধার যুবতীর মৃতদেহ ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায় ৷ চারদিন ধরে নিখোঁজ থাকার পর উদ্ধার ৷ ২০ বছরের মৃত যুবতীর নাম ফুলমালা বিশ্বাস ৷ হাবরার গোয়ালবাটি এলাকার ঘটনা ৷ হাবরার শ্রীনগর এলাকার বাসিন্দা মৃত যুবতী ৷ তদন্তে হাবরা থানার পুলিশ ৷৮. হাইকোর্টে স্বস্তি মদন মিত্রেরহাইকোর্টে স্বস্তি মদন মিত্রের ৷ এখনই শুনানি হচ্ছে না জামিন খারিজ মামলার ৷ ৫ অক্টোবর মামলার শুনানির সম্ভাবনা জানাল বিচারপতি নিশীতা মাত্রের ডিভিশন বেঞ্চ ৷ CBI-এর জরুরি শুনানির আবেদন মঞ্জুর মঞ্জুর করল না ডিভিশন বেঞ্চ ৷৯. হলদিয়ায় ব্যবসায়ীকে ‘মার-বোমাবাজি’হলদিয়ায় ব্যবসায়ীকে ‘মার-বোমাবাজি’ ৷ ১ ব্যবসায়ীকে আটক করেছে জিজ্ঞাসাবাদ ৷ জখম ব্যবসায়ীর কর্মচারী ছিল আটক ব্যক্তি ৷ এখন আলাদা ব্যবসা করে ৷ ব্যবসায়িক রেষারেষির জেরে হামলার অভিযোগ ৷১০. মহিষবাথানে আক্রান্ত ২ তৃণমূলকর্মীমহিষবাথানে আক্রান্ত ২ তৃণমূলকর্মী ৷ ধারালো অস্ত্রের কোপে গুরুতর জখম ৷ রাস্তাজুড়ে বালির গাড়ি রাখার প্রতিবাদ করায় হামলা ৷ অভিযোগ ৪ সিন্ডিকেট কারবারির বিরুদ্ধে ৷ ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় অভিযোগ দায়েরকরা হয়েছে ৷

    First published:

    Tags: Bengali News, Best Top 10 News, ETV News Bangla, Top Ten Stories Of The Moment