১. অত্যাধুনিক ফির্চাস নিয়ে বাজারে এল iPhone 7, iPhone 7 Plus
সান ফ্রান্সিসকোর বিল গ্রাহাম সিভিক অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে বহু প্রতীক্ষিত আইফোন-৭ এবং আইফোন ৭ প্লাস প্রকাশ করলেন অ্যাপল-এর সিইও টিম কুক ৷ পাশাপাশি আই ওয়াচ ২ লঞ্চ করা হয় এদিন ৷ লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে তা বিশ্বের বাজারে নিয়ে আসেন টিম কুক ও তার সঙ্গীরা।সদ্য উদ্বোধন হওয়া এই ফোনটি অ্যাপলের সর্বাধুনিক ফোন। আইফোন-৬ মুক্তি পাওয়ার এক বছরের মধ্যে আজ মুক্তি পেতে চলেছে অ্যাপলের এই নতুন ফোন ৷ আইফোন ৭ নিয়ে গ্যাজেট প্রেমিদের মধ্যে উৎসাহ তুঙ্গে ৷২. আন্তর্জাতিক মঞ্চে টাটা গোষ্ঠীকে শিল্পস্থাপনের আহ্বান জানালেন মুখ্যমন্ত্রীসিঙ্গুর নিয়ে বিতর্কের মাঝেই বিদেশের মাটিতে রাজ্যের হয়ে সওয়াল টাটা গোষ্ঠীর। মিউনিখ শিল্প সম্মেলনে বাংলার সম্ভাবনার কথা তুলে ধরলেন টাটা স্টিলের এমডি টিভি নরেন্দ্র। পালটা অনুষ্ঠান মঞ্চ থেকে টাটা গোষ্ঠীকেও শিল্পস্থাপনের আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী। আন্তর্জাতিক মঞ্চেও সিঙ্গুর ইস্যুর এক অসাধারণ সমাপতন হল।৩. বৃষ্টি থামলেও এখনও জলমগ্ন হাওড়া, টিকিয়াপাড়া কারশেড
বৃষ্টি থামলেও নামছে না জল। এখনও বানভাসি হাওড়ার বেশ কিছু ওয়ার্ড। এখনও জলমগ্ন হাওড়া, টিকিয়াপাড়া কারশেড ৷ এর জেরে বিপর্যস্ত রেল পরিষেবা ৷ বাতিল করতে হয়েছে বেশ কয়েকটি ট্রেন ৷ কোন কোন রুটে বাতিল করা হয়েছে ট্রেন ?৪. কাশ্মীরে শান্তি ফেরাতে রাষ্ট্রপুঞ্জ, ভারত ও পাকিস্তানকে একযোগে কাজ করার আবেদন মালালারকাশ্মীরের পরিস্থিতি নিয়ে এবার মুখ খুললেন মালালা ইউসুফজাই ৷ অশান্ত উপত্যকায় শান্তি ফেরাতে রাষ্ট্রপুঞ্জকে অনুরোধ জানালেন পাকিস্তানের নোবেলজয়ী তরুণী মালালা ইউসুফজাই ৷ শান্তির জন্য নোবেল পুরস্কার দেওয়া হয় এই পাকিস্তানি কিশোরীকে ৷ কাশ্মীরে শান্তি ফেরাতে রাষ্ট্রপুঞ্জ, ভারত ও পাকিস্তানকে একসঙ্গে কাজ করতে হবে বলে জানিয়েছেন তিনি ৷ কাশ্মীরে ঘটে যাওয়া অমানবিক ঘটনা বন্ধ করার আবেদন জানান মালালা ৷৫. মহিলাকে হেনস্থা করার অভিযোগে দলিত ব্যক্তিকে বিবস্ত্র করে বেধড়ক মারধরইভ টিজিংয়ের অভিযোগে দলিত ব্যক্তির উপর নৃশংস অত্যাচারের ঘটনা ঘটল ৷ ঘটনাটি ঘটেছে রাজস্থানের দৌসা জেলায় ৷ স্থানীয়রা ওই ব্যক্তিকে প্রথমে দড়ি দিয়ে বেঁধে বেধড়ক মারধর করে ৷ এরপর জুতোর মালা পরিয়ে তাকে বিবস্ত্র করে গোটা গ্রামে ঘোরানো হয় ৷৬. স্মার্টফোনের লক কোড না দেওয়ায় বন্ধুদের দিয়ে স্ত্রীকে খুন করালেন স্বামীস্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার যে এমন পরিণতি হবে তা কে ভেবেছিল ? স্ত্রী তার স্মার্টফোন লক করে রাখেন ৷ স্বামী তাকে বহুবার ফোনের লক কোড জানতে চাইলেও তিনি জানাননি ৷ এই অপমান সহ্য করতে পারেননি ৷ রাগে অভিমানে বন্ধুর সাহায্যে শ্বাসরোধ করে খুন করে ফেলেন নিজের স্ত্রীর ৷ ঘটনার পর অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে উত্তরপ্রদেশ পুলিশ ৷৭. শিক্ষক বদল! দাদার বদলে চাকরি করছেন ভাইচাকরি করার কথা দাদার।চাকরি করছেন তাঁর ভাই। উত্তর দিনাজপুরের চাকুলিয়ার কালারাম প্রাথমিক বিদ্যালয়ে এরকম ঘটনাই ঘটেছে। স্কুলের প্রধান শিক্ষকের দাবি, এই ঘটনার কথা SI পর্যন্ত জানেন। তবে ঘটনা প্রকাশ্যে আসতেই তদন্তে নেমেছে জেলা প্রাথমিক শিক্ষা পর্ষদ।৮. এটিএম জালিয়াতি, ধৃত ২ কলেজছাত্রএটিএম কাউন্টার থেকে টাকা চুরি করতে এসে জনতার হাতে ধরা পড়ে যায় দুই কলেজ পড়ুয়া ৷ বুধবার বেলা এগারোটা নাগাদ বারুইপুর স্টেশনের চার নম্বর প্লাটফর্ম সংলগ্ন কানাড়া ব্যাঙ্কের এটিএম কাউন্টারের সামনে সন্দেহজনক ভাবে দুই যুবককে অনেকক্ষণ ঘোরাঘুরি করতে দেখে স্থানীয়রা ৷ তাদের সন্দেহ হতেই পুরপিতা বাপি ভদ্রর নেতৃত্বে কিছু যুবক দুজনকে ধরে ফেলে ৷৯. ডার্বি ভেস্তে যাওয়ার পর এবার গঠনতন্ত্রই পরিবর্তনের ভাবনা আইএফএরডার্বি না খেলেই হাসতে হাসতে কল্যাণী স্টেডিয়াম ছেড়েছিলেন ইস্টবেঙ্গল ফুটবলাররা ৷ কারণ নিয়মমাফিক ৩০ মিনিট অপেক্ষা করেও কোনও লাভ হয়নি ৷ ম্যাচ খেলতেই আসেনি মোহনবাগান ৷১০. ম্যানেজমেন্ট কোটার সিট ‘বিক্রি’র অভিযোগ দুর্গাপুর মেডিক্যালেকেপিসি মেডিক্যাল কলেজের পর ভর্তি নিয়ে দুর্নীতির ছায়া এবার দুর্গাপুর আইকিউ সিটি মেডিক্যাল কলেজেও। বুধবার হাইকোর্ট দুর্গাপুরের ওই কলেজের মেধাতালিকা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে। কোনও অসঙ্গতি থাকলে তা আদালতের নজরে আনার জন্য মৌখিক নির্দেশও দেওয়া হয়েছে। ভর্তিতে দুর্নীতির অভিযোগ তুলে আদালতে মামলা করেন এক অভিভাবক।
First published:
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।