১. ডালাসে বিক্ষোভের সময় পুলিশকে গুলি ২ স্নাইপারের, হত ৪ কৃষ্ণাঙ্গ খুনের প্রতিবাদে ডালাসে বিক্ষোভ চলাকালীন বৃহস্পতিবার পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় দু’জন স্নাইপার ৷ গুলিতে প্রাণ হারিয়েছেন ৪ পুলিশকর্মী ৷ জখম হয়েছেন আরও ৭ ৷ ঘটনার পর থেকেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ৷ বন্দুকবাজদের খোঁজে ডালাসজুড়ে ব্যাপক তল্লাশি চালাচ্ছে পুলিশ ৷ ২. একই সপ্তাহে কর্নাটকে দুই পুলিশ আধিকারিকের রহস্যমৃত্যু কর্নাটকে ফের পুলিশ আধিকারিকের অস্বাভাবিক মৃত্যু ৷ একই সপ্তাহে কর্নাটকে রহস্যজনক ভাবে মৃত্যু হল দুই পুলিশ আধিকারিকের ৷ মৃত পুলিশ আধিকারিকের নাম এম কে গণপতি (৫১) ৷ বৃহস্পতিবার একটি লজ থেকে এম কে গণপতির ঝুলন্ত দেহ উদ্ধার করা হয় ৷ তাঁর মৃতদেহর কাছে একটি সুইসাইড নোটও পাওয়া গিয়েছে ৷ তবে পুলিশ ওই নোটে কী লেখা আছে সে বিষয়ে এখনও কিছু জানায়নি ৷ ৩. অ্যাপ নির্ভর ক্যাবে যাত্রী সুরক্ষা নিশ্চিতে কড়া রাজ্য ওলা বা উবেরের মতো অ্যাপ নির্ভর ক্যাব পরিষেবায়, যাত্রী সুরক্ষা নিশ্চিত করতে কড়া পরিবহণ দফতর। অভিযোগ, সরকারি নির্দেশিকা প্রয়োগে গড়িমসি করছে সংস্থাগুলি। এই পরিস্থিতিতে ১৫ অগাস্ট পর্যন্ত চূড়ান্ত সময়সীমা বেঁধে দেওয়া হল। না মানলে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি। ৪. CCTV ফুটেজে ধরা পড়ল রাজস্থানের নির্দল বিধায়কের ছেলের কীর্তি সম্প্রতি একটি সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে তিনজন যুবক একটি বারে বসে মদ্যপান করছেন ৷ দিনটি হল ২ জুলাই রাত ১২:৩০টা নাগাদ ৷ জানা গিয়েছে, সেদিন বিকেল ৬:১৫ থেকে ওই তিন যুবক বিভিন্ন বারে ঘুরে বেড়াচ্ছিলেন ৷ এরপর ওই তিনজন আরও একজনের সঙ্গে হোটেল থেকে বেড়িয়ে একটি গাড়িতে গিয়ে উঠেন ৷ এর ঠিক দু’ঘণ্টার মধ্যে বিএমডব্লু গাড়িটি একটি অটো রিক্সায় গিয়ে ধাক্কা মারে ৷ ঘটনায় মৃত্যু হয় তিনজনের ৷ ৫. সোশ্যাল সাইটে মহিলাদের হেনস্থা রুখতে সক্রিয় মানেকা গান্ধি সোশ্যাল সাইটে মহিলাদের হেনস্থা রুখতে সক্রিয় কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ মন্ত্রী মানেকা গান্ধি। এ ব্যাপারে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের সঙ্গে কথা বলবেন তিনি। আলোচনা করবেন ফেসবুক ও টুইটার কর্তৃপক্ষের সঙ্গেও। ৬. ইউরোয় বিশ্বচ্যাম্পিয়নদের দৌড় শেষ ! জোড়া গোল করে ফ্রান্সকে ফাইনালে তুললেন গ্রিজম্যান দুই অর্ধে দুটি গোল ! বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিও কুপোকাৎ ৷ ঘরের মাঠে ফের একটা ইউরো কাপের ফাইনালে উঠল ফ্রান্স ৷ প্রথমার্ধে ওটাই ছিল বল-এ শেষ টাচ। এবং সেটাই ইউরো ২০১৬-র দ্বিতীয় সেমিফাইনালে ফ্রান্সকে অতীব গুরুত্বপূর্ণ ‘লি়ড’ এনে দেয় বৃহস্পতিবার রাতে। তার আগেই জার্মানি পেনাল্টি বক্সে অধিনায়ক সোয়াইনস্টাইগার বিশ্রী হ্যান্ডবল করে বসেন। ঠিক ইতালির বিরুদ্ধে তাদের আগের কোয়ার্টার ফাইনালে বোয়াতেংয়ের নরম হ্যান্ডবলের মতোই! এ দিনও বিপক্ষকে পেনাল্টি দিতে বিন্দুমাত্র দ্বিধা করেননি ইতালীয় রেফারি রিজোলি। যার থেকে ন্যয়ারকে উল্টো দিকে ফেলে গোল করে ফ্রান্সকে এগিয়ে দেন গ্রিজম্যান। ৭. মান্নানের বিরুদ্ধে তোপ মানস ভুঁইয়ার বিরোধী দলনেতার পদ খুইয়েছেন। পিএসি-র চেয়ারম্যানের পদ নিয়েও চলছে টানাপোড়েন। এ জন্য আব্দুল মান্নানকে তীব্র আক্রমণ ক্ষিপ্ত মানস ভুঁইয়ার। মান্নানের বিরুদ্ধে কার্যত চক্রান্তের অভিযোগ সবংয়ের বিধায়কের। বামেদের সমর্থনে জেতার দেড় মাসের মাথাতেই বলছেন, দরকার নেই জোটের। ৮. ছবি তোলায় ‘আপত্তি’ ছবি তোলায় ‘আপত্তি’ ৷ ক্ষিপ্ত গজরাজ ধাওয়া করল পর্যটকদের ৷ ক্যামেরা দেখেই খেপে যায় হাতিটি ৷ লাটাগুড়ির ৩১ নং জাতীয় সড়কের কাছে ঘটনা ৷ পর্যটকদের সতর্ক করল বনদফতর ৷ ৯. ১৬ জুলাই আন্তঃ স্টেট কাউন্সিলের বৈঠক ১৬ জুলাই আন্তঃ স্টেট কাউন্সিলের বৈঠক ৷ প্রধানমন্ত্রীর নেতৃত্বে হবে বৈঠক ৷ বৈঠকে আমন্ত্রণ জানানো হবে সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের ৷ বৈঠকে কেন্দ্র-রাজ্য সমন্বয়, অভ্যন্তরীণ সুরক্ষা নিয়ে আলোচনার সম্ভাবনা ৷ বৈঠকে উপস্থিত থাকবেন রাজনাথ সিং ৷ থাকবেন অরুণ জেটলি, বেঙ্কাইয়া নাইডু, সুষমা স্বরাজ, মনোহর পরিকর ও নীতিন গডকরি ৷ ১০. লালা কমিশন মামলার রায়দান আজ লালা কমিশন মামলার রায়দান আজ ৷ রায়দান করবেন বিচারপতি দীপঙ্কর দত্ত ৷ মামলা করেন কান্তি গঙ্গোপাধ্যায় ৷ লালা কমিশনের বৈধতা নিয়ে মামলা ৷ আনন্দমার্গী হত্যার অনুসন্ধানে গঠিত লালা কমিশন ৷ কমিশন গড়ে রাজ্য সরকার ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bengali News, Best Top 10 News, Best Top Ten Stories, Dog ETV News Bangla, Top Ten News Of The Moment