এই মুহূর্তের সেরা দশটি খবর

এই মুহূর্তের সেরা দশটি খবর

  • Last Updated :
  • Share this:

    ১. আজ কোজাগরী লক্ষ্মীপুজো, ঘরে ঘরে চলছে ধনদেবীর আরাধনা

    লক্ষ্মীপুজোয় ফের উৎসবের আমেজ ৷ আজ কোজাগরী লক্ষ্মীপুজো। ঘরে ঘরে ধনদেবীর আরাধনা। নারকেল নাড়ু, তক্তি থেকে ধানের শীষ। লক্ষ্মীর ঘট থেকে কড়ি বসানো কুনকে, লক্ষ্মীর পাঁচালি। পাঁচ রকম ভাজা, খিচুড়ি, পোলাও ভোগে অতিথি আপ্যায়ন। সব মিলিয়ে মা লক্ষ্মীকে বরণ করতে প্রস্তুত বাঙালী। হোক না বাজার আগুন। অগ্নিমূল্য ফুল, সবজি, ডাল, ফল। সাধ্যের মধ্যে সাধপূরণে কাটছাঁট করতে হয়েছে বাজেটে। তবুও লক্ষ্মীলাভের আশায় ঘরে ঘরে সকাল থেকেই জোর প্রস্তুতি।

    ২.বধূহত্যার ঘটনায় উত্তপ্ত পার্কসার্কাস, ক্ষোভ-অবরোধ তুলতে পুলিশের লাঠিচার্জ

    মহিলাকে পুড়িয়ে হত্যার ঘটনায় রণক্ষেত্র পার্ক সার্কাস এলাকা। দোষীদের গ্রেফতারের দাবিতে গত দেড় ঘণ্টা ধরে অবরুদ্ধ পার্ক সার্কাস ৷

    ৩. ব্রিকসের মঞ্চে পাকিস্তানকে একঘরে করতে তৎপর ভারত

    অর্থনীতি নয়। দক্ষিণ এশিয়ার সন্ত্রাস-পরিস্থিতিই গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠতে চলেছে ব্রিকসে। কাল থেকে গোয়ায় শুরু হচ্ছে ব্রিকস গোষ্ঠীর অষ্টম বার্ষিক সম্মেলন। সেখানে সন্ত্রাস ইস্যুতে পাকিস্তানকে আরও একঘরে করাই লক্ষ্য নয়াদিল্লির। তবে পাক-প্রশ্নে চিনকে কতটা পাশে পাওয়া যাবে, তা নিয়ে সন্দেহ খোদ সাউথ ব্লকের অন্দরেই।

    ৪. হেস্টিংসে পথদুর্ঘটনায় মৃত ২

    ভোরের শহরে দুর্ঘটনা। ফের বেপরোয়া গতির বলি দুই। আজ ভোরে হেস্টিংস মোড়ে দ্রুত গতিতে আসা দুটি মাল বোঝাই ট্রাকের মাঝে পিষ্ট হয়ে যায় একটি ছোট গাড়ি।  ধাক্কা লাগে একটি ট্যাক্সিতেও। সিগনাল এড়াতে দ্রুত গতিতে যেতে গিয়েই দুর্ঘটনা বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের। চার জনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ স্থানীয়দের।

    ৫. ২০০ কোটি টাকার সাপের বিষ উদ্ধার

    ফের বড়সড় সাপের বিষ পাচার চক্রের হদিশ পেল জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর বনদফতরের ডিভিশনের ব্যালাকোবা রঞ্জের বন দফতরের আধিকারিকরা।  শুক্রবার জলপাইগুড়ি থেকে ২০০ কোটি টাকার সাপের বিষ উদ্ধার করল বেলাকোবা রেঞ্জের বনাধিকারিকরা ৷ ৩১ নং জাতীয় সড়কের ফুলবাড়ি এলাকার ঘটনা ৷ পুলিশ জানিয়েছে,উদ্ধার হওয়া বিষের বর্তমান বাজার মূল্য প্রায় ২০০ কোটি টাকা।

    ৬. মোবাইলে কথা বলতে বারণ, শাশুড়িকে খুন করল সদ্যবিবাহিতা

    মোবাইল ফোনে ব্যবহার করতে না দেওয়ায় শাশুড়িকে খুন করার অভিযোগ উঠল নববিবাহিত মহিলার বিরুদ্ধে ৷ হরিয়ানার ভিওয়ানি জেলার ঘটনা ৷ শুক্রবার দিন ঘটনাটি ঘটেছে ৷

    ৭. প্রথম বছরেই শহরবাসীকে মাতিয়ে দিল ‘বিসর্জন কার্নিভাল’

    উৎসবের শেষ হয় না ৷ তার রেশ যেন চলতে থাকে গোটা বছর ধরে ৷ আর তা আঁকড়ে ধরেই পরের বছরের জন্য অপেক্ষা ৷ শুক্রবার রেড রোডে ‘বাংলা ব্র্যান্ড কার্নিভ্যাল’ যেন কিছুটা এই ইঙ্গিতই দিয়ে গেল ৷ জমজমাট ভঙ্গিতে, গানে, নাচে, ঠাকুর দর্শনে এ যেন ঠাকুর দেখার রিক্যাপ ! শহরের বাছাই করা ৩৯টি বারোয়ারি পুজো শোভাযাত্রায় একেবারে তাক লাগিয়ে দিল ৷ প্রত্যেক বারোয়ারি নিজের ভঙ্গিতে শোভাযাত্রায় তুলে ধরল নতুন শৈলি ৷

    ৮. মেঘে ঢাকা তারা-র সিনেম্যাটোগ্রাফারের দাবিহীন দেহ পড়ে রয়েছে মর্গে

    মেঘে ঢাকা তারাই থেকে গেলেন মহেন্দ্র কুমার। নিঃশব্দে চলে গেলেন ঋত্বিক ঘটকের ছায়াছবির সিনেম্যাটোগ্রাফার।

    ৯. বিজেপির আজব অনুরোধ সংবাদমাধ্যমকে

    উত্তর কোরিয়ায় একনায়ক কিম জং উন-এর নির্দিষ্ট ছবি ব্যবহারের নির্দেশ রয়েছে। কিন্তু গান্ধি-নেহরুর গণতান্ত্রিক ভারতে এমন ফতোয়া এর আগে কখনও শোনা যায়নি। দলীয় স্তরে আজ এমনই আজব নির্দেশ জারি করল বিজেপি। দলীয় প্রচার ও দফতরে প্রধানমন্ত্রী এবং বিজেপি সভাপতির কয়েকটি নির্দিষ্ট ছবি ব্যবহারের নির্দেশিকা জারি করা হয়েছে।  শুধু তাই নয়, সংবাদমাধ্যমকেও সেই ছবিগুলি ব্যবহারের অনুরোধ করা হয়েছে।

    ১০. অনলাইনে বিনামূল্যে জিও সিম কিনছেন নাকি !

    রিল্যায়েন্স জিও লঞ্চ হওয়ার পর থেকেই মানুষের মধ্যে উৎসাহ তুঙ্গে ৷ চারিদিকে রিল্যায়েন্স ফিভার ৷ রিল্যায়েন্স জিও আবির্ভাবেই সবাইকে চমকে দিয়েছে ৷ কিন্তু জিওর সিম পাওয়া নিয়ে সমস্যার মুখে পড়তে হয়েছে গ্রাহকদের ৷ দীর্ঘক্ষণ লাইন দিয়েও পাওয়া যাচ্ছে না সিম ৷ জিও সিম পেতে কী না করছে গ্রাহকরা ৷ তাদের সমস্যার দুর করতে চলে এসেছে একটি ওয়েবসাইট ৷  এবার জিও পাওয়া যাবে http://aonebiz.in/  ওয়েবসাইটে ৷ তাও আবার বিনামূল্যে ৷

    First published:

    Tags: Bengali News, Best Top 10 News, ETV News Bangla, Top 10 news, Top Ten News Of The Moment