এই মুহূর্তের সেরা দশটি খবর

এই মুহূর্তের সেরা দশটি খবর

  • Last Updated :
  • Share this:

    ১.জঙ্গি হামলার আশঙ্কা, পাঁচ রাজ্যে জারি হাই অ্যালার্টসার্জিক্যাল স্ট্রাইকের ঘোর কাটলে পাল্টা হামলা চালাতে পারে ইসলামাবাদ। এই আশঙ্কায় সতর্ক ভারত। উরি ও সার্জিক্যাল অ্যাটাকের পর ক্রমেই দুই দেশের মধ্যে উত্তজনার পারদ চড়ছে ৷ গত কয়েকদিনে বেশ কয়েকবার সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান ৷২. হাওড়ার কদমতলা বাজারে বিধ্বংসী আগুন !পুজোর মুখে আগুনে পুড়ে গেল হাওড়ার কদমতলা বাজার। শনিবার ভোর পাঁচটা নাগাদ আগুন লাগে। দমকলের দশটি ইঞ্জিনের চেষ্টায় প্রায় চার ঘণ্টা পর আগুন নেভে। ততক্ষণে পুড়ে খাক শ'তিনেক দোকান। দমকল পৌঁছতে দেরি করায় ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়ে যায় বলে অভিযোগ ব্যবসায়ীদের। যদিও অভিযোগ উড়িয়েছে দমকল কর্তৃপক্ষ। ঠিক কী কারণে আগুন লাগে, তা জানা যায়নি।৩. পার্কস্ট্রিট গণধর্ষণকাণ্ড: কাদেরকে রাতভর জিজ্ঞাসাবাদে মিলল নয়া তথ্য

    শুক্রবার পার্কস্ট্রিট গণধর্ষণকাণ্ডে মূল অভিযুক্ত কাদের খানকে  গ্রেটার নয়ডা থেকে গ্রেফতার করে পুলিশ । ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করে বাজিমাত করল কলকাতা পুলিশের গোয়েন্দা দফতর। এদিন কলকাতায় নিয়ে আসা হয় ধৃতদের ৷ ব্যাঙ্কশাল আদালত ধৃতদের তোলা হলে চোদ্দ অক্টোবর পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয় ৷৪. ভারতের কূটনৈতিক জয়, সার্ক সম্মেলন আপাতত বাতিল করল কোণঠাসা পাকিস্তানসার্জিক্যাল অ্যাটাকের সাফল্যের পর বিশ্বমঞ্চেও বড়সড় কূটনৈতিক সাফল্য পেল ভারত ৷ আন্তর্জাতিক মঞ্চে কোণঠাসা পাকিস্তান ১৯ তম সার্ক সম্মেলন আপাতত বাতিল করতে বাধ্য হল ৷ তবে পাক বিদেশ মন্ত্রকের বিবৃতি দিয়ে জানানো হয়েছে, আপাতত বাতিল সার্ক সম্মেলন ৷ ইসলামাবাদে সার্ক সম্মেলনের নতুন দিন ঘোষণা হবে শীঘ্রই ৷ তবে নতুন দিন ঘোষণার সিদ্ধান্ত সার্কের চেয়ার রাষ্ট্র নেপালের উপর ছেড়ে দিয়েছে পাকিস্তান ৷৫. ফের সংঘর্ষ বিরতি লঙ্ঘন পাকিস্তানের, চলছে গুলির লড়াইফের সংঘর্ষ বিরতি লঙ্ঘন করল পাকিস্তান ৷  শনিবার সকালে জম্মু কাশ্মীরের পালানওয়ালার আখনুর সেক্টর লক্ষ্য করে গুলি ছুঁড়ল পাক সেনা। ভোর ৪টে থেকে চলছে গুলিবর্ষণ ৷ পাল্টা জবাব দেয় ভারতে ৷ শুরু হয় গুলির লড়াই ৷ এখনও শোনা যাচ্ছে গুলির লড়াই  ৷৬. পাক সেনার হাতে বন্দি ভারতীয় জওয়ান শেষ ফোনে কী বলেছিলেন ?অসাবধনাতাবশত নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পাক ভূমিতে প্রবেশের অপরাধে পাক সেনাবাহিনীর হাতে বন্দি ভারতীয় জওয়ান ৷ সেই জওয়ানের মুক্তির জন্য সমস্ত রকম চেষ্টা চালানো হচ্ছে বলে আশ্বস্ত করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ৷ বৃহস্পতিবার ভারতীয় সেনার ৩৭ RR গ্রুপের এক সশস্ত্র জওয়ান ভুলক্রমে Loc পেরিয়ে পাকিস্তানের এলাকায় চলে যান ৷ তাকে চন্দু বাবুলাল চোহান নামের ওই জওয়ানকে গ্রেফতার করে পাক সেনা ৷৭. দাম বাড়ল পেট্রোলের, কমল ডিজেলেরফের দাম বাড়ল পেট্রোলের ৷ শুক্রবার লিটার প্রতি ২৮ পয়সা দাম বাড়ল পেট্রোলের ৷ গত তিন মাসে এই নিয়ে তিনবার দাম বাড়ল পেট্রোলের ৷ অন্যদিকে সস্তা হল ডিজেল ৷ ডিজেলের ক্ষেত্রে এই নিয়ে একই মাসে দ্বিতীয়বার দাম কমল ৷ লিটার প্রতি ৭পয়সা কমল দাম ৷ নতুন দাম শুক্রবার মধ্যরাত থেকে কার্যকরী করা হয়েছে ৷৮. ভারত-পাক উত্তেজনা নিয়ে উদ্বিগ্ন বান কি মুনভারত-পাক উত্তেজনা নিয়ে উদ্বিগ্ন বান কি মুন ৷ দু’দেশের মধ্যে মধ্যস্থতাকারী হওয়ার প্রস্তাব রাষ্ট্র সঙ্ঘের মহাসচিবের ৷ ‘পরিস্থিতি আয়ত্তে আনতে পদক্ষেপ করুক দু’দেশ ৷ কূটনীতি ও আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধান’, জানালেন বান কি মুনের মুখপাত্র ৷৯. নবান্নর সামনে গ্যাস ট্যাঙ্কার উলটে বিপত্তিনবান্নর সামনে গ্যাস ট্যাঙ্কার উলটে বিপত্তি ৷ কোনা এক্সপ্রেসওয়ে হয়ে কাজিপাড়া যাচ্ছিল ৷ নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায় গ্যাস ট্যাঙ্কার ৷ অ্যাপ্রোচ রোডে বিঘ্নিত হয় যান চলাচল ৷ ক্রেন এনে ট্যাঙ্কারটি তোলা হল ৷১০. নিউটাউনে ধৃত গরুপাচার চক্রের পাণ্ডানিউটাউনে ধৃত গরুপাচার চক্রের পাণ্ডা ৷ ধৃত রাজকুমার মণ্ডলকে গ্রেফতার করল নিউটাউন থানার পুলিশ ৷ ধৃতের বিরুদ্ধে বাংলাদেশে গরু পাচারের অভিযোগ ৷ ধৃতকে আজ বারাসত আদালতে পেশ ৷

    First published:

    Tags: Bengali News, Best Top Ten News Of The Moment, ETV News Bangla, Top 10 news