১. প্রতিক্ষার অবসান, প্রাথমিকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিতএকের পর এক মামলার ফাঁসে জড়িয়ে পড়ছে প্রাইমারি টেট ৷ তবুও শিক্ষা পর্ষদ আশ্বাস দিয়ে এসেছে যথা সময়েই শুরু হবে প্রাথমিকের নিয়োগ ৷ কলকাতা হাইকোর্টের নতুন করে টেট নিয়ে মামলা দায়ের হওয়া সত্ত্বেও নিয়োগ প্রক্রিয়ায় কোনও স্থগিতাদেশ দেয়নি আদালত ৷ তাই বিচারপতি সি এস কারনানের নির্দেশ অনুযায়ী যত তাড়াতাড়ি সম্ভব প্রাথমিকে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু করে দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ ৷২. ওয়াশিংটনের শপিং মলে বন্দুকবাজের হামলা, মৃত ৪ফের মার্কিন মুলুকে হামলা ৷শপিং মলে বন্দুকবাজের হামলায় মৃত্যু হয়েছে চারজনের ৷ ঘটনার জেরে আতঙ্কা ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে ৷ স্থানীয় সময় সন্ধে ৭টা নাগাদ হামলা চালানো হয় ৷ ওয়াশিংটনের বার্লিংটনে কাসকেড মলের ঘটনা ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে রেখেছে নিরাপত্তারক্ষীরা ৷৩. ফের শহরে গাড়ি-বাইক সংঘর্ষ, মৃত ১
পণ্ডিয়ার ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের বেপোরয়া গাড়ি ধাক্কায় দুর্ঘটনা ৷ শুক্রবার রাতে গাড়ি-বাইক সংঘর্ষে গুরুতর আহত হয়েছে দুই বাইক আরোহী ৷ ভবানী সিনেমা হলের সামনে ঘটনাটি ঘটেছে ৷ আহতদের চিত্তরঞ্জন মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ হাসপাতালে মৃত্যু হয় একজনের ৷ মৃত সজল করাই, আহত বিশ্বনাথ ঘোষ ৷৪. উবেরে তুলে ‘মারধর’ মহিলাকে, গ্রেফতার চালকহুমকি দিয়ে মহিলাকে গাড়িতে জোর করে তুলে মারধর করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে উবের চালককে ৷ শনিবার কসবায় তার বাড়ি থেকে গ্রেফতার করা হয় ধৃত চালককে ৷ গ্রেফতার করা হয়েছে লিলুয়া থানার পুলিশ ৷ ধৃত ব্যক্তি মহিলার পূর্ব পরিচিত বলে জানিয়েছে পুলিশ ৷ আজই ধৃতকে হাওড়া আদালতে পেশ করা হবে ৷ সম্পর্কের টানাপোড়েনের জেরে এই ঘটনা বলে প্রাথমিক তদন্তে দাবি পুলিশের ৷৫. রেজিস্ট্রি ম্যারেজ করেননি? তাহলে আবার বিয়ে করুনবিয়ে করেছেন? রেজিস্ট্রি ম্যারেজ করেননি? তাহলে আবার বিয়ে করুন। তবে বিয়ের পিঁড়িতে বসে বা টোপর পড়ে নয়। আপনার বিয়েকে নিবন্ধীকরন করান। কারণ সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী রেজিস্ট্রি ম্যারেজ বাদ্ধতামূলক। তাই মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরনায় সবার জন্য বিবাহ নিবন্ধীকরন ও জন সচেতনতা বৃদ্ধির জন্য পশ্চিমবঙ্গ সরকারের তরফে বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে ৷ আইন বিচার বিভাগের উদ্যোগে পুরুলিয়ার জেলা শাসকের দপ্তরে কনফারেন্স হলে হয়ে গেলো নব নিযুক্ত অফিসার দের প্রশিক্ষন ও কর্মশালা।৬. অজগড়ের সঙ্গে সেলফি তুলতে গিয়ে বিপত্তিসেলফি তুলতে গিয়ে ফের বিপত্তি। একবার নয় ৷ বারবার রোমাঞ্চকর সেলফির তোলার চেষ্টায় দুর্ঘটনার শিকার হয়ে বহু মানুষ ৷ তবুও আজকের প্রজন্মের সেলফি তোলার নেশায় ঘাটতি পড়েনি একটুও ৷ সেই কথাই আরও একবার প্রমাণ করে দিল এই ঘটনা ৷ এবার সেলফি তুলতে গিয়ে অজগরের কামড় খেল এক যুবক।৭. পুজোর আগে অটো-নীতি চালু করতে উদ্যোগী সরকারশহর ও শহরাঞ্চলে বেআইনিভাবে বাড়ছে অটো ভাড়া। অভিযোগ মেনে নিল পরিবহণ দফতর। বিভাগীয় তদন্ত করে পরিবহণ দফতরের দাবি, কলকাতার দশটি রুটে ভাড়া বেড়েছে। শুক্রবার শহরের একশ পঁচিশটি অটো রুটের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করে পরিবহণ দফতর। অবিলম্বে বাড়তি ভাড়া কমানোর প্রস্তাব দেওয়া হয়েছে। অটো দৌরাত্ম্য রুখতে প্রতি অটো স্ট্যান্ডে কমপ্লেন বক্স লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে।৮. দুর্গাপুরের বুদবুদে বাস উলটে আহত ৩০দুর্গাপুরের বুদবুদে বাস উলটে আহত ৩০ ৷ ২ নং জাতীয় সড়কে দুর্ঘটনা ৷ অন্য একটি বাসকে পাশ কাটাতে গিয়ে দুর্ঘটনাটি ঘটে ৷যাত্রীবাহী বাস পড়ে নয়ানজুলিতে ৷ মানকর গ্রামীণ হাসপাতালে ভর্তি আহতরা ৷৯. সন্ত্রাসবাদে মদত, বিপাকে পাকিস্তান‘হাক্কানি সন্ত্রাস বন্ধে উদ্যোগী নয় পাকিস্তান’, পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ আমেরিকার ৷ ৩০০ মিলিয়ন মার্কিন ডলারের সাহায্য স্থগিত ৷ সহযোগী সহায়তা তহবিলের টাকা স্থগিত রাখল মার্কিন প্রতিরক্ষা মন্ত্রক ৷১০. রেললাইনের পাশে মুণ্ডহীন দেহরেললাইনের পাশে মুণ্ডহীন দেহকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকায় ৷ মৃত যুবকের পরিচয় জানা যায়নি ৷ দত্তপুকুরের সুভাষনগর কলোনি এলাকায় উদ্ধার ৷
First published:
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।