১. জম্মু-কাশ্মীরে সেনার হেড কোয়ার্টারে জঙ্গি হামলা, নিহত ১৭ জওয়ান, খতম ৪ জঙ্গিউরি সেক্টরে ফের জঙ্গি হামলা ৷ রবিবার ভোররাতে জম্মু-কাশ্মীরে সেনার হেড কোয়ার্টারে আত্মঘাতী হামলা চালায় জঙ্গিরা ৷ হামলায় শহীদ হয়েছেন ১৭ জন জওয়ান ৷ আহত হয়েছেন বেশ কয়েকজন ৷ আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক ৷ গোটা রাজ্যে জারি করা হয়েছে হাই অ্যালার্ট ৷ জঙ্গি হামলার জেরে বিদেশ সফর বাতিল করলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। গুলির লড়াইয়ে খতম হয়েছে ৪ জঙ্গি ৷২. নিউ ইয়র্কের ম্যানহাটনে বিস্ফোরণ, জখম ২৫শনিবার রাতে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল নিউ ইয়র্কের ম্যানহাটন শহর ৷ ঘটনায় জখম হয়েছে কমপক্ষে ২৫ জন ৷ স্থানীয় সময় রাত ৮:৩০ নাগাদ বিস্ফোরণটি ঘেটেছে ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গোটা এলাকা ঘিরে ফেলেছে পুলিশ ও দমকল কর্মীরা ৷ আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের কারণ এখনও স্পষ্ট নয় ৷৩. ৮০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ ফরিদাবাদে
যৌন লালসার হাত থেকে রেহাই পেলেন না ৮০ বছরের প্রৌঢ়া ৷ ছেলের বন্ধুদের হাতে ধর্ষিত হতে হল ৮০ বছরের এক বৃদ্ধাকে ৷ জঘন্য এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ফরিদাবাদে।৪. মনোজকে করা এক নির্বাচকের একটা ফোনেই তোলপাড় বাংলার ক্রিকেট মহল !জাতীয় নির্বাচক মণ্ডলীর সদস্যদের মেয়াদ শেষ হয়েছে ৷ কিন্তু সদ্য প্রাক্তন হওয়া এক নির্বাচকের একটি ফোনে এখন তোলপাড় বাংলার ক্রিকেটমহল ৷ বিতর্কিত এই ফোনটি করেছিলেন পূর্বাঞ্চল থেকে সদ্য প্রাক্তন হওয়া নির্বাচক সাবা করিম ৷৫. প্যারালিম্পিকে দুর্ঘটনায় মৃত্যু সাইক্লিস্টের !প্যারালিম্পিকে দুঃসংবাদ ৷ ইভেন্ট চলাকালীন মৃত্যু হল ইরানের সাইক্লিস্ট বেহমান গোলবারনেজহাডের ৷ ৪৮ বছর বয়সী এই সাইক্লিস্ট সি৪-৫ ইভেন্ট চলাকালীন পাহাড় থেকে নীচে পড়ে যান ৷ তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পরই মৃত্যু হয় বেহমানের ৷ এই ঘটনায় স্বভাবতই শোকের ছায়া নেমে এসেছে রিওতে ৷ প্যারালিম্পিকের ৫৬ বছরের ইতিহাসে এই প্রথম ইভেন্ট চলাকালীন কোনও অ্যাথলিটের মৃত্যু হল ৷৬. মাত্র ১,৯৯৯ টাকায় মিলবে JioFi 4Gলঞ্চ হওয়ার পর থেকেই রিল্যায়েন্স জিও নিয়ে উত্তেজনা তুঙ্গে ৷ বাজারে জিও-র চাহিদা এতটাই বেড়ে যায় যে লম্বা লাইন দিয়েও রিল্যায়েন্স স্টোরে জিও সিম ও Wi-Fi হটস্পট পাওয়া প্রায় অসম্ভব হয়ে গিয়েছে ৷ জিও 4G পরিষেবা চালু করার পর বাজারে শোরগোল ফেলে দিয়েছিল রিল্যায়েন্স ৷ এবার এবার জিওফাই হটস্পট পরিষেবা নিয়ে এল তারা। পোর্টেবল JioFi 4G ডিভাইস লঞ্চ করল রিল্যায়েন্স ৷৭. স্কুটি ও গাড়ির রেষারেষির জেরে দুর্ঘটনা, মৃত ২ফের কলকাতায় পথ দুর্ঘটনার বলি ২ ৷ স্কুটি ও গাড়ির রেষারেষির জেরে দুর্ঘটনাটি ঘটে ৷ ঘটনায় জখম তিনজন ৷ গুরুতর আহত অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ ৷ গাড়িতে ২ মহিলা মত্ত ছিলেন বলে অভিযোগ ৷৮. মেওয়াতে গণধর্ষণ, বিরিয়ানিতে গোমাংস কোনও বড় ব্যাপার নয়: মনোহর লাল খট্টরগোমাংস খাওয়ার অপরাধে গণধর্ষণের শিকার হতে হয় দুই তরুণীকে ৷ সম্প্রতি এমনই ঘটনা ঘটে হরিয়ানার মেওয়াতে ৷ খবর প্রকাশ্যে আসার পর থেকেই বিতর্কের ঝড় উঠে ৷ এই প্রথম নয় ৷ এর আগেও বেশ কয়েকবার গোমাংস নিয়ে বিবাদের জেরে উত্তেজনা ছড়িয়েছে হরিয়ানার বিভিন্ন জায়গায় ৷ কিন্তু এই বিষয়ে হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টরকে জিজ্ঞাসা করলে তিনি জানায় এগুলো ছোটোখাটো ব্যাপার ৷ দেশের যে কোনও জায়গায় এই ঘটনা ঘটতে পারতো ৷৯. মেসির জোড়া গোল ! চুরমার লেগানেসদুরন্ত ছন্দ যেন ফিরে পেয়েছে বার্সেলোনা ৷ প্রায় প্রতি ম্যাচেই মাঠে নেমে তারা বিপক্ষকে চুরমার করছে ৷ লেগানেসকে পাঁচ গোলে বিধ্বস্ত করে এখন টগবগ করে ফুটছেন মেসিরা ৷ চ্যাম্পিয়ন্স লিগে সম্প্রতি সেল্টিককে সাত গোল দেওয়ার পর এবার লেগানেসকে পাঁচ গোল ৷ স্বপ্নের ফর্ম যেন হঠাৎ করেই ফিরে পেয়েছেন মেসি-সুয়ারেজরা ৷১০. নাদাল-জাদুতে হার ‘বুড়ো’ লিয়েন্ডারেরনাদালের হাতেই ডেভিস কাপে দৌড় থামল ভারতের। বিশ্ব গ্রুপের যোগ্যতা নির্ণায়ক প্লে-অফে শনিবার ডাবলসেও হেরে গেল ভারত। বিশ্রামের পর এদিন মার্কো লোপেজকে নিয়ে কোর্টে নেমেছিলেন রাফা। উল্টোদিকে ছিলেন বহু যুদ্ধের বুড়ো ঘোড়া লিয়েন্ডার। সঙ্গী সাকেত মিনানি। হাড্ডাহাড্ডি ম্যাচে প্রথম সেট ৬-৪ গেমে জিতে এগিয়ে যান লি-রা। দ্বিতীয় সেটেও সুবিধেজনক জায়গা থেকে অ্যাডভান্টেজ হাতছাড়া করেন অনভিজ্ঞ সাকেত। এখান থেকেই ম্যাচে ফেরেন নাদালরা। আর কে খান্না স্টেডিয়ামে শেষ পর্যন্ত চার সেটেই ফয়সালা হল ডাবলসের। স্কোর ৪-৬, ৭-৬, ৬-৪, ৬-৪। স্পেন টাইয়ে অনতিক্রম্য ৩-০ লিড নিয়ে ফেলায় নিয়মরক্ষার হয়ে দাঁড়াল রবিবারের ফিরতি সিঙ্গলসের লড়াই।
First published:
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।