এই মুহূর্তের সেরা দশটি খবর

এই মুহূর্তের সেরা দশটি খবর

  • Last Updated :
  • Share this:

    ১. নারদকাণ্ডে আদালতের নির্দেশে প্রবল অস্বস্তিতে খোদ নারদ কর্তা ম্যাথুনারদকাণ্ডে হাইকোর্টের বিচারপতিদের প্রশ্নে অস্বস্তিতে ম্যাথু স্যামুয়েল। ভারপ্রাপ্ত বিচারপতিদের ডিভিশন বেঞ্চের মত, ভিডিও দেখে বোঝা যাচ্ছে না টাকা নেওয়া অবৈধ। শুক্রবার কলকাতা হাইকোর্টের অস্থায়ী বিচারপতি গিরিশ গুপ্ত ও অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ এই মন্তব্য করে।২. দাম বাড়ল পেট্রোলের, কমল ডিজেলেরফের দাম বাড়ল পেট্রোলের ৷ বৃহস্পতিবার পেট্রোলের প্রতি লিটারে দাম বাড়ল ৫৮ পয়সা ৷ অন্যদিকে ডিজেলের দাম কমল লিটারে ৩১ পয়সা ৷ বৃহস্পতিবার মধ্যরাত থেকে লাগু হতে চলেছে নতুন দাম ৷ ৬৩,৪৭ টাকা থেকে দাম বেড়ে পেট্রোলের দাম হল ৬৪.০৫ টাকা ৷ একই ভাবে ডিজেলের দাম ৫২.৯৪ টাকা থেকে কমে হল ৫২.৬৩ পয়সা ৷৩. রাজধানীতে ২ কিশোরীকে গণধর্ষণের অভিযোগ, আটক ৪

    নির্ভয়াকাণ্ডের স্মৃতি উসকে ফের দিল্লিতে গণধর্ষণ। আমন বিহারে দুই কিশোরীকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হল চার যুবককে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আমন বিহার এলাকায় বন্ধু-বান্ধবীদের সঙ্গে একটি পার্কে বসেছিলেন ওই দুই কিশোরী। তাঁদের ওপর আচমকা হামলা চালায় পাঁচ অপরিচিত যুবক। দুই বান্ধবীকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন দুই কিশোরীর বন্ধুরাও। ওই দুই নির্যাতিতাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের বয়ানও রেকর্ড করা হয়েছে। ঘটনার পরেই দিল্লির আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কেন্দ্র-রাজ্য চাপানউতোর শুরু হয়েছে।  ৷ ঘটনার পর  দিল্লিতে মহিলাদের নিরাপত্তা নিয়ে ফের একবার প্রশ্ন উঠেছে ৷৪. SSKM-এ দালালচক্র, এবার নজরে নেফ্রোলজি বিভাগের ২ চিকিত্সকদালালচক্রের ধরপাকড়ে উত্তপ্ত এসএসকেএম। দালালচক্র এবার নজরে নেফ্রোলজি বিভাগের ২ চিকিত্সক ৷ দালালচক্রে ধৃতদের থেকে জেরা করে এই তথ্য উঠে এসেছে ৷ জেরায় নেফ্রোলজি বিভাগের ২ চিকিত্সকের বিরুদ্ধে তথ্য মিলেছে ৷ ২ চিকিত্সকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ বলে জানা গিয়েছে ৷ হাসপাতালের সঙ্গে কথা বলেছে পুলিশ ৷ সহযোগিতার আশ্বাস দিয়েছে  SSKM ৷৫. কোহলিতে নিজের ছায়া দেখছেন সৌরভক‍্যাপ্টেন হিসেবে হোক বা ব্র‍্যান্ড আইকন। কোহলির মধ‍্যে নিজেরই ছায়া দেখছেন সৌরভ গঙ্গোপাধ‍্যায়। স্পিনের পরীক্ষায় অজিদের চেয়ে ভাল কিউইদের বেশি নম্বর দিচ্ছেন মহারাজ। তাই তাঁর ধারণা, একপেশে নয়, জমজমাট হবে নিউজিল‍্যান্ড সিরিজ।৬. ২.২৫ কোটি টাকার আইফোন বোঝাই ট্রাক লুঠ!আইফোন বোঝাই ট্রাক লুঠ! ২.২৫ কোটি টাকার ৯০০ টি iPhone 5s মোবাইল লুঠ করার অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ ৷ একজনকে দক্ষিণ দিল্লির মাহিপালপুর ও অন্যজনকে রঙপুরী এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ ৷ ধৃতদের নাম মেহতাব আলম (২৪) ও আরমান (২২) ৷ দু’জনেই মাহিপালপুরের বাসিন্দা বলে জানা গিয়েছে ৷৭. শহরে বেপরোয়া অটোর বলি এক ছাত্রীশহরে বেপরোয়া অটোর বলি এক ছাত্রী ৷ মৃত ছাত্রীর নাম পুজা পাল ৷ পুজা জয়পুরিয়া কলেজের ছাত্রী ৷ শুক্রবার গৌরীবাড়ি থেকে উল্টোডাঙায় যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে ৷ সিগন্যাল না মানায় দুর্ঘটনাটি ঘটে ৷ সকাল সাড়ে ৬টা নাগাদ ঘটনাটি ঘটে ৷ অটোর সামনে বসেছিল পুজা ৷৮. ডাম্পারের ধাক্কায় একই পরিবারের ৪ জন মৃতডাম্পারের ধাক্কায় একই পরিবারের ৪ জন মৃত ৷ মঙ্গলকোটের বক্সিনগরের কাছে দুর্ঘটনাটি ঘটেছে ৷  মোটরবাইকে ডাম্পারের ধাক্কায় মৃত্যু হল চার বাইক-আরোহীর। তার মধ্যে দুটি শিশু রয়েছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ৷৯. বাঁকুড়ায় ফের হাতির হানায় মৃত্যুবাঁকুড়ায় ফের হাতির হানায় মৃত্যু ৷  বাঁকুড়ার বড়জোড়ার বেলাসোল গ্রামের ঘটনা ৷ বড়জোড়া রেঞ্জের বেলাসোল গ্রামে হাতির হানায় মৃত্যু হল ফটিক বাউরি নামে স্থানীয় এক বাসিন্দার। শুক্রবার সকালে ভোরে বাড়ি থেকে বেরিয়ে গ্রামের পাশের একটি পুকুরে যাচ্ছিলেন তিনি। সেই সময় দুটি হাতি তার উপর হামলা চালায়।১০. কানপুরে ভারতের ৫০০ তম টেস্টে আমন্ত্রিতদের তালিকায় বাদ আজহার !নিমন্ত্রিতদের তালিকায় সবাই রয়েছেন ৷ বাদ শুধু তিনি ৷ নামটি অনুমান করাও হয়তো খুব একটা কঠিন নয় ৷ তিনি ভারতের বিতর্কিত প্রাক্তন অধিনায়রক মহম্মদ আজহারউদ্দিন ৷

    First published:

    Tags: Bengali News, Best Top Ten News Of The Moment, ETV News Bangla, Top 10 news