১. উপত্যকায় জঙ্গি-সেনা গুলির লড়াই অব্যাহতউপত্যকায় জঙ্গি-সেনা গুলির লড়াই অব্যাহত ৷ পুঞ্চে এখনও চলছে গুলির লড়াই ৷ সোমবার সকাল থেকে শুরু হয় গুলির লড়াই ৷ রবিবার যেখানে চারজনের মৃত্যু হয়েছিল, এদিন সেখানেই ফের শুরু হয় সংঘর্ষ ৷২. সিঙ্গুর দিবসের প্রস্তুতি তুঙ্গে, সোমবার নবান্নে উচ্চপর্যায়ের বৈঠকতুঙ্গে সিঙ্গুর তৎপরতা। সোমবার নবান্নে উচ্চপর্যায়ের বৈঠক। চোদ্দই সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা। সেই সভার প্রস্তুতিতেই চূড়ান্ত ব্যস্ততা সিঙ্গুরে। দুর্গাপুর এক্সপ্রেসওয়ের উপর সানাপাড়ায় চলছে মঞ্চ তৈরির কাজ। সেদিনই চোদ্দোজন কৃষককে জমি ফেরত দেওয়া হবে। পনেরোজনকে দেওয়া হবে ক্ষতিপূরণ।৩. বাগুইআটিতে একই পরিবারের ৩ জনের রহস্যমৃত্য
একই পরিবারের ৩ জনের দেহ উদ্ধার ৷ সোমবার সকালে একই পরিবারের তিন জনের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল এলাকায় ৷ এদিন সকালে বাড়িতে থেকে উদ্ধার হয় বাবা, মা ও মেয়ের দেহ ৷ মৃতদের নাম জ্ঞানেন্দ্রনাথ মিত্র, বিমলা মিত্র ও সোমা মিত্র ৷ বাগুইআটির অর্জুনপুরের পশ্চিমপাড়ার ঘটনা ৷৪. মা ও ছেলেকে খুনের চেষ্টা,আত্মঘাতী ব্যক্তিISI পরীক্ষায় অকৃতকার্য ছেলে ৷ মেনে নিতে পারেননি এটা ৷ বেশ কয়েকদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন ৷ এই নিয়ে স্ত্রী ও ছেলের সঙ্গে অশান্তিও চলছিল ৷ এর জেরে স্ত্রী ও ছেলেকে কুপিয়ে খুন করার চেষ্টা করেন বিপ্লব চট্টোপাধ্যায় ৷ আগরপাড়ায় নীলগঞ্জ রোডের ঘটনা ৷৫. ঢোলাহাটকাণ্ডে গ্রেফতার ৪০ জনের বেশিঢোলাহাটকাণ্ডে গ্রেফতার ৪০ জনের বেশি গ্রেফতার ৷ রবিবার জনতা-পুলিশ খণ্ডযুদ্ধে রণক্ষেত্রে পরিণত দক্ষিণ চব্বিশ পরগনার ঢোলাহাট। কয়েকদিন আগে এলাকায় এক ব্যবসায়ী খুনের ঘটনাকে কেন্দ্র করে বিতর্কের সূত্রপাত। ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে ক্ষোভও বাড়ছিল স্থানীয়দের। রবিবার যা চরম আকার নিল।৬. মেয়ের সম্মান বাঁচাতে গিয়ে খুন মামেয়ের সম্মান বাঁচাতে গিয়ে খুন হলেন মা। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জের রঘুনন্দপুরে। চব্বিশ ঘণ্টা কেটে গেলেও কাউকে গ্রেফতার করেনি পুলিশ। শুক্রবার রাতে তিন ছেলে ও মেয়েকে নিয়ে বাড়িতে ঘুমোচ্ছিলেন মা। অভিযোগ হঠাৎ স্থানীয় তিন দুষ্কৃতী দরজা ভেঙে বাড়িতে ঢোকে। বড় মেয়েকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে তারা। বাধা দিতে গেলে মা-কে ভোজালির কোপ মারে দুষ্কৃতীরা। গুরুতর জখম অবস্থায় প্রথমে সামশেরগঞ্জ ব্লক স্বাস্থ্যকেন্দ্র ও পরে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হল ফতেমা বিবিকে। শনিবার সেখানেই মৃত্যু হয় তাঁর।৭. মহিলাকে বিবস্ত্র করে মারধর, স্থানীয় তৃণমূল কর্মীদের বিরুদ্ধে অভিযোগজমি সংক্রান্ত বিবাদের জের। আর তার জেরে এক মহিলাকে বিবস্ত্র করে এলাকায় ঘোরানোর অভিযোগ উঠল স্থানীয় বেশ কয়েকজন তৃণমূল কর্মী ও সমর্থকদের বিরুদ্ধে। ঘটনা জেরে উত্তেজনা ছড়িয়েছে এলাকায় ৷৮. মদন মিত্রের শারীরিক অবস্থা স্থিতিশীল, রাখা হয়েছে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণেবুকে ও গলায় ব্যথা, সঙ্গে শ্বাসকষ্টের সমস্যা। আছে ইনসমনিয়াও। রবিবার ফের অসুস্থ হয়ে পড়েন মদন মিত্র। চিকিৎসকের পরামর্শে হোটেলেই অক্সিজেন দেওয়া হচ্ছে প্রাক্তন মন্ত্রীকে। খবর পেয়ে তাকে দেখতে হোটেলে আসেন স্ত্রী ও পুত্রবধূ।৯. গোমাংস খাওয়ার অপরাধে ধর্ষণ, জানালেন নির্যাতিতাদু’সপ্তাহ আগে গণধর্ষণের শিকার দুই তরুণী ৷ নির্যাতিতাদের মধ্যে একজন সম্প্রতি জানিয়েছেন যে গোমাংস খাওয়ার অপরাধে তাদের ধর্ষণ করা ৷ ঘটনাটি ঘটেছে হরিয়ানার মেওয়াতে ৷১০. আসানসোলে গুলি করে খুন মহিলাআসানসোলে গুলি করে খুন মহিলা ৷ গুলিবিদ্ধ নিহত মহিলার স্বামী ৷ বাড়িতে ঢুকে হামলা চালায় দুষ্কৃতীরা ৷ জমি বিবাদের জেরে হামলা বলে অমুমান প্রতিবেশীদের ৷ জখম ব্যক্তি আসানসোল হাসপাতালে ভর্তি ৷ আসানসোলের কুলটি কলেজ মোড়ের ঘটনা ৷
First published:
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।