এই মুহূর্তের সেরা দশটি খবর

এই মুহূর্তের সেরা দশটি খবর

  • Last Updated :
  • Share this:

    ১. এলগিন রোডের হোটেলে অসুস্থ হয়ে পড়লেন মদন মিত্রজামিনের আদেশনামায় গেরো। একুশ মাসের বন্দিদশা কাটলেও বাড়ি ফিরতে পারেননি মদন মিত্র। জামিনের শর্তানুযায়ী থাকতে হয়েছে ভবানীপুর এলাকায়। তাই আলিপুর জেল থেকে বেরিয়ে সোজা এলগিন রোডের হোটেলে উঠেছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী। কিন্তু শনিবার রাতে হোটেলে অসুস্থ হয়ে পড়েন তিনি ৷ তড়িঘড়ি তাঁর স্বাস্থ্য পরীক্ষা করেন চিকিৎসক ৷ শ্বাসকষ্ট, গলা ব্যথা, পেটে ব্যথার কারণে তার ব্যক্তিগত চিকিৎসককে ডেকে পাঠানো হয় ৷ ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়ানো হয় ৷ ঘুম না হওয়াতেই অসুস্থ্ হয়ে পড়েছেন মদন মিত্র বলে জানিয়েছিলেন চিকিৎসক ৷২. কাশ্মীরে জঙ্গি-পুলিশ গুলির লড়াইয়ে মৃত ১ পুলিশকর্মীফের জঙ্গির গুলিতে পুলিশকর্মীর মৃত্যু ৷ রবিবার সকালে পুঞ্চ এলাকায় জঙ্গি-পুলিশ গুলির লড়াইয়ের সময় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় এক পুলিশকর্মীর ৷ সূত্রের খবর, এদিন সকাল ৭:৪০ নাগাদ সেনার ৯৩ ব্রিগেড হেডকোয়াটরের কাছে গুলির লড়াই শুরু হয় জঙ্গি ও পুলিশের মধ্যে ৷৩. বিভিন্ন রাজনৈতিক দল থেকে ৮০০ জন যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে

    বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন প্রায় ৮০০ জন কর্মী ৷ জলপাইগুড়ির ধূপগুড়ি ব্লকের গয়েরকাটায় তৃনমূল যুব কংগ্রেসের একটি বিশেষ সভার মধ্যে দিয়ে বিভিন্ন রাজনৈতিক দল সিপিআইএম, বিজেপি, কেপিপি ,আরএসপি থেকে ৮০০ জন কর্মী তৃনমূল কংগ্রেসে যোগদান করলেন ।৪. সন্দীপ কুমারের পর আমানাতুল্লা, যৌন কেলেঙ্কারিতে নাম জড়াল আরেক AAP নেতারফের যৌন হেনস্থার অভিযোগ উঠল আরেক আপ বিধায়কের বিরুদ্ধে ৷ সন্দীপ কুমারের পর এবার আমানাতুল্লা খান ৷ শনিবার তার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ জানালেন তারই পরিবারের সদস্য ৷ দিল্লির জামিয়ানগর থানায় FIR দায়ের করেন আপ বিধায়কের শ্যালিকা ৷ ওয়াফ বোর্ডে নিয়োগ কেলেঙ্কারিতে তার নাম জড়ানোর পর থেকেই বিতর্কের মুখে পড়তে হয়েছে আমানাতুল্লাকে ৷ তারই মাঝে শ্লীলতাহানির অভিযোগ তার অস্বস্তি যে আরও বাড়িয়ে দিয়েছে ৷৫. কোলাঘাট থেকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার ভিন রাজ্যের স্বর্ণ ব্যবসায়ীবুকে গুলিবিদ্ধ অবস্থায় এক ব্যক্তি উদ্ধার কোলাঘাটে ৷ ভিন রাজ্যের এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলিবিদ্ধ অবসস্থায় উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানা বড়দাবাড় এলাকায় ।৬. বিধাননগর থেকে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার ২রবিবার সকালে বিধাননগর থেকে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার করা হয়েছে দু’জনকে ৷ বিধাননগরের এ ই ব্লক থেকে তাদের গ্রেফতার করা হয়েছে ৷ ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল ধৃতরা বলে অনুমান পুলিশের ৷৭. টেটের ভবিষ্যত জানা যাবে আগামী বুধবারঅবশেষে কী প্রতিক্ষার অবসান ঘটবে বুধবার ? TET প্রার্থীদের এতদিনের অপেক্ষা শেষ হতে চলেছে বুধবার ৷ প্রশিক্ষিত না অপ্রশিক্ষিত কারা সুযোগ পাবেন এনিয়ে বেশ কয়েকদিন ধরেই চলে আসছে বিতর্ক ৷ ২০১৬ সালের ৩১ মার্চের পর অপ্রশিক্ষিত টেট প্রার্থীদের নিয়োগের বিরোধিতা করে হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন কিছু প্রশিক্ষিত টেট পরীক্ষার্থী ৷ প্রশিক্ষিতরা কী আগে সুযোগ পাবেন না কী প্রশিক্ষিত-অপ্রশিক্ষিত মিলে অভিন্ন মেধা তালিকা তৈরি হবে ? এই সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া যেতে পারে বুধবার ৷ মামলার জেরে আটকে রয়েছে TET পরীক্ষার্থীদের ভাগ্য ৷ তাই বুধবারের দিকে তাকিয়ে সকলে ৷ অবশেষে কী জট খুলবে মামলার ? টেট নিয়ে মামলার জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে দুই পক্ষই ৷ বুধবার সেই মামলারই রায় দেবে আদালত বলে জানা গিয়েছে ৷৮. উড়িয়ে দেওয়া হবে নবান্ন, সতর্কবার্তা মহিলারউড়িয়ে দেওয়া হবে নবান্ন ৷  ফোন করে সর্তক করলেন এক মহিলা ৷ ১০০ ডায়ালে ফোন করে মহিলা জানান, ‘নবান্ন উড়িয়ে দেওয়া হবে, এই তথ্য রয়েছে ৷’ ফোন পাওয়ার পর শিবপুর থানায় ডেকে পাঠানো হয় ওই মহিলাকে ৷ তার কাছে কী তথ্য রয়েছে ? তা জানতেই মহিলাকে থানায় তলব করা হয় ৷ শনিবার সন্ধে ৬.৪৫ নাগাদ ফোন করে খবরটি জানায় মহিলা ৷ এরপরই নবান্নে তল্লাশি চালায় পুলিশ ৷ পর পর এরকম হুমকি আসায় আতঙ্কিত হয়ে পড়েছেন অফিসের কর্মচারীরা ৷৯. ফের হাওড়ায় প্রতিবাদী খুনবাড়ির সামনে মদ্যপের গালিগালাজের প্রতিবাদ করায় ইজরায়েল খানকে কুপিয়ে খুন ৷ অভিযুক্ত প্রতিবেশী শেখ রফিক ধৃত ৷ পাঁচলার সাহাপাড়ার ঘটনা ৷১০. দুর্গাপুরে বেনাচিতি গুলিকাণ্ডে গ্রেফতার ৪দুর্গাপুরে বেনাচিতি গুলিকাণ্ডে চারজনকে গ্রেফতার করা হয়েছে ৷ ধৃতদের তোলা হল দুর্গাপুর মহকুমা আদালতে ৷ গ্রেফতার কয়লা কারবারী পিন্টু শর্মা ৷ গ্রেফতার চন্দন প্রসাদ, শ্রীনিবাস ঠাকুর ও মরান দাস ৷ ধৃতদের বিরুদ্ধে ৩০২, ৩০৭, ৩২৪, ৩২৬ ধারায় মামলা ৷  ১৪৭,১৪৮,১৪৯ এবং ১২০ বি ধারাতেও মামলা রুজু ৷ অস্ত্র আইনের ২৫/২৭ ধারাও যুক্ত করা হয়েছে ৷

    First published:

    Tags: Bangla Khobor, Bengali News, Best top Ten, ETV News Bangla, Top 10 News Of the Moment, Top Ten News