#কলকাতা: কোনারকে ঘুরতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ গেল টলি প্রযোজক শ্রীকান্ত মোহতার বোন সুনীতা ঝাওয়াড়ের ৷ গত রবিবার সকালে স্বামী-ছেলেমেয়েকে সঙ্গে নিয়ে পুরীতে ঘুরতে গিয়েছিলেন সুনীতা ৷ পুরীতে পৌঁছে হোটেল চেকইন সেরেই কোনারকের রামচণ্ডী সৈকতে নৌকাবিহারে যান সুনীতা ও তাঁর পরিবার ৷ নৌকাবিহারে সময় হঠাৎ নৌকার রেলিং ভেঙে জলে পড়ে যান যাত্রীরা ৷ যার মধ্যে ছিলেন শ্রীকান্ত মোহতার বোন সুনীতাও ৷
সুনীতার পরিবারের তরফ থেকে জানা যায়, রেলিং খুলে যাওয়ার কারণেই হঠাৎই জলে পড়ে যান সুনীতা ৷ কিন্তু জলের গভীরতা খুব একটা বেশি ছিল না ৷ সুনীতাকে বাঁচানোর জন্য নৌকার মাঝি সঙ্গে সঙ্গেই জলে ঝাঁপ দেন ৷ কিন্তু জলের তলায় তাঁর কোনও চিহ্ন পাওয়া যায়নি ৷
খবর পেয়ে রবিবার রাতেই পুরীতে যান শ্রীকান্ত মোহতা ও অভিনেতা দেব ৷ রবিবার মধ্যরাত পর্যন্ত তল্লাশিও চলে ৷ এমনকী, ওই চত্বরে থাকা সেনা বাহিনীর ছাউনির বেশ কিছু সেনা খোঁজ করে সুনীতার ৷ তবে সারা রাত খোঁজার পরও খোঁজ মেলে না তাঁর ৷ শেষমেশ সোমবার দুর্ঘটনাস্থল থেকে প্রায় সাড়ে তিন কিলোমিটার দূরে ভেসে ওঠে সুনীতার মরদেহ ৷ সোমবারই কলকাতায় আনা হয় তাঁর দেহ ৷ শ্রীকান্ত মোহতা জানান, ‘আমাদের পরিবারের জন্য খুবই দুঃখজনক ঘটনা ৷ আমরা একেবারেই মেনে নিতে পারছি না ৷ ’
দুর্ঘটনার সময় নৌকায় ছিলেন ২০ জন মতো যাত্রী ৷ জল থেকে উদ্বার করা হয় ১৯ জনকে ৷ কিন্তু নিহত হন শ্রীকান্ত মোহতার বোন সুনীতা ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Boat Accident, Dead, Odisha, Puri