আজকের কাগজের সেরা খবর

প্রতিদিনের ব্যস্ততায় খবর কাগজ খুঁটিয়ে পড়া সম্ভব হয় না ৷ অনেক সময় গুরুত্বপূর্ণ খবর চোখ এড়িয়ে যায় ৷ তাছাড়া একাধিক কাগজও পড়ার মতো সময় কারোর হাতেই নেই ৷

  • Last Updated :
  • Share this:

    প্রতিদিনের ব্যস্ততায় খবর কাগজ খুঁটিয়ে পড়া সম্ভব হয় না ৷ অনেক সময় গুরুত্বপূর্ণ খবর চোখ এড়িয়ে যায় ৷ তাছাড়া একাধিক কাগজও পড়ার মতো সময় কারোর হাতেই নেই ৷ তাই আসুন এক নজরে, একজায়গায় দেখে নিন কলকাতার বিভিন্ন কাগজের সেরা খবর গুলি ৷ মঙ্গলবারের গুরুত্বপূর্ণ খবরগুলি হল-

    anandabazar11

    ১)রাজন-ধাক্কা সামাল দিতেই সংস্কার, বিদেশি বিনিয়োগ বাধাহীনরঘুরাম রাজনের বিদায়ে বিদেশি লগ্নিকারীরা মুখ ফিরিয়ে নেবেন বলে আশঙ্কা তৈরি হয়েছিল। আজ সকাল থেকে শেয়ার বাজারের মুখ ছিল ভার। টাকার দামও পড়তে শুরু করেছিল। ঠিক সেই মুহূর্তেই চমকের মতো বিদেশি লগ্নির দরজা আরও চওড়া করে খুলে দিল নরেন্দ্র মোদী সরকার। প্রতিরক্ষা, বিমান, ওষুধ, খাদ্য প্রক্রিয়াকরণ থেকে খুচরো ব্যবসার মতো একগুচ্ছ ক্ষেত্রে বিদেশি লগ্নির দরজা কার্যত উন্মুক্ত করে দেওয়া হয়েছে। খুচরো ব্যবসার ক্ষেত্রে বিভিন্ন শর্তও তুলে দেওয়া হয়েছে। এর ফলে এ দেশে আইফোন বিক্রির জন্য নিজস্ব বিপণি খুলতে পারবে অ্যাপল। এমনকী ভারতে আইফোন তৈরি করতেও পারবে। এত দিন নিরাপত্তার কারণে আর কেউ যে সাহস দেখায়নি, মোদী সরকার সেই প্রতিরক্ষা ক্ষেত্রেও একশো ভাগ বিদেশি লগ্নির ছাড়পত্র দিয়েছে। অনলাইনে খাদ্যপণ্য বিপণনে আসতে পারে বিদেশি লগ্নি।

    ২)সিপিএমে জোট-যুদ্ধ, বৈঠকে ইস্তফার কথা, পরে বহিষ্কার নেত্রীকে

    সোমবার সকালে এ কে গোপালন ভবনের দোতলায় কেন্দ্রীয় কমিটির বিতর্কের শেষে তখন ভোটাভুটি চলছে। আলোচনায় সভাপতিত্ব করছেন মানিক সরকার। পাশে প্রাক্তন সাধারণ সম্পাদক প্রকাশ কারাট। কেন্দ্রীয় কমিটি পশ্চিমবঙ্গের নির্বাচনী রণকৌশল সম্পর্কে কী অবস্থান নেবে, তা নিয়েই ভোটাভুটি। হঠাৎ উঠে দাঁড়ালেন জগমতী সঙ্গওয়ান। বললেন, ‘কেন্দ্রীয় কমিটি থেকে আমি পদত্যাগ করতে চাই।’ সকলেই অবাক। মানিকবাবু তাঁকে বলেন, ভোটাভুটি হয়ে যাক। পরে এই বিষয়ে আলোচনা হবে।

    ৩)ভারত নিয়ে কথা হবে না সোলে, দাবি চিনেরড্রাগনের দেশে গোপনে দূত পাঠিয়েছিল দিল্লি। তাতে সাফল্যও মিলেছে বলে দাবি করেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। কিন্তু পরমাণু সরবরাহকারী গোষ্ঠীতে (এনএসজি) ভারতের সদস্যপদের আশার সামনে থেকে চিনের প্রাচীর সরার লক্ষণ অন্তত দেখা যাচ্ছে না। দক্ষিণ কোরিয়ার রাজধানী সোলে এ দিনই শুরু হয়েছে এনএসজি-র প্লেনারি বৈঠক। তার আগে ভারতের সদস্যপদ সমর্থন করেছে আমেরিকা, সুইৎজারল্যান্ড-সহ বেশ কিছু দেশ। গত কাল সাংবাদিক বৈঠকে এ নিয়ে বিদেশমন্ত্রী জানান, চিন ভারতের সদস্যপদের পথে বাধা হবে না বলেই মনে করেন তিনি। সম্প্রতি এক গোপন সফরে বেজিং গিয়ে বিদেশসচিব এস জয়শঙ্কর চিনের সঙ্গে এই বিষয়ে কথা বলেছেন বলে জানান সুষমা। তাতে কিছুটা সাফল্য পাওয়া গিয়েছে বলেও ইঙ্গিত দিয়েছিলেন তিনি।

    ৪)প্রশ্নের আড়ালে নারদ, পড়াতে এসে সৌগত খেলেন পড়ুয়ার হুলক্লাস নিতে এসে এমন বিড়ম্বনায় পড়তে হবে, পোড় খাওয়া শিক্ষক তা বোধহয় আঁচ করতে পারেননি। তাই এক ঢোঁক জলের মতোই ছাত্রের খোঁচা হজম করতে হল তৃণমূলের বর্ষীয়ান সাংসদ সৌগত রায়কে। মূলে সেই নারদ-কাণ্ড। যাতে সৌগতবাবুর নামও জড়িয়েছে। আর তাঁকে হুল ফুটিয়েছে বিরোধী সিপিএম— নির্দিষ্ট করে বলতে গেলে উত্তর দমদমের সিপিএম বিধায়ক তন্ময় ভট্টাচার্য। তাঁর আপাত নিরীহ প্রশ্নের মোড়কে যে মোচড় যথেষ্টই ছিল, সৌগতবাবু তা মেনে নিয়েছেন। তন্ময়বাবুর হাবে-ভাবেও পরিষ্কার, হাতের সামনে এমন সুযোগ পেয়ে তাঁরা হাতছাড়া করতে চাননি।

    download

    ১) ভোটের মধুচন্দ্রিমায় ইতিকংগ্রেসের সঙ্গে নির্বাচনী সমঝোতা নয়, জানাল কেন্দ্রীয় কমিটি ৷ কংগ্রেসের সঙ্গে আন্দোলন হতে পারে, কিন্তু নির্বাচনী সমঝোতা চলবে না ৷ বিস্তর আলাপ-আলোচনার পর এটাই হল কেন্দ্রীয় কমিটির নিদান ৷

    ২) বিধায়ক ঘুষ নিচ্ছে জানলে কী করব স্যার?ক্লাস চলছে ৷ নতুন ছাত্রের সংখ্যাই বেশি ৷ প্রবীণ অভিজ্ঞ শিক্ষক ছাত্রদের দায়িত্ব ও কর্তব্য শেখাচ্ছেন ৷ হঠাৎ ক্লাসের পিছন দিক থেকে এক ছাত্রের প্রশ্ন, ‘স্যার, এই সভায় একদা বিধায়ক মহম্মদ ইলিয়াসের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনা হয়েছিল ৷ সংবাদমাধ্যমে জেনেছিলাম, আপনি সেই প্রস্তাব পেশ করেছিলেন৷ এই ধরনের ঘটনায় কী ভাবে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনা যায় বলবেন? এ ক্ষেত্রে পদ্ধতি কী? ’

    ৩) কোর্টই শেষ কথা নারদে মন্তব্য প্রধান বিচারপতিরনারদ নিয়ে শেষ কথা বলবে হাইকোর্টই ৷ তার বাইরে কে কী করল, কে কী বলল- সেটা গুরুত্বপূর্ণ নয় ৷ স্পষ্ট জানিয়ে দিলেন প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুর নিজেই ৷ নারদ কাণ্ডে সিবিআই চেয়ে দায়ের মামলায় শুনানি চলাকালীন হঠাৎ করে গত সপ্তাহে রাজ্য সরকার নারদ তদন্তের দায়িত্ব কলকাতা পুলিশকে দেওয়ায় সোমবার হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেন মামলাকারীদের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য ৷

    First published:

    Tags: Daily News Paper, News Paper, News Paper Headlines, Todays Newspaper