প্রতিদিনের ব্যস্ততায় খবর কাগজ খুঁটিয়ে পড়া সম্ভব হয় না ৷ অনেক সময় গুরুত্বপূর্ণ খবর চোখ এড়িয়ে যায় ৷ তাছাড়া একাধিক কাগজও পড়ার মতো সময় কারোর হাতেই নেই ৷ তাই আসুন এক নজরে, একজায়গায় দেখে নিন কলকাতার বিভিন্ন কাগজের সেরা খবর গুলি ৷ রবিবারের গুরুত্বপূর্ণ খবরগুলি হল-
১) যুদ্ধের পথে জবাব নয়, গরিবি হটানোর লড়াই হোক, বললেন মোদী
নিজেই নিজেকে আজ ‘ভুল’ প্রমাণ করলেন নরেন্দ্র মোদী!লোকসভা ভোটের আগে পাকিস্তান নিয়ে লাগাতার গর্জন করে গিয়েছেন তিনি। জঙ্গি হামলার পরে মনমোহন সিংহের সরকারকে উপহাস করে বলেছেন, পাকিস্তানকে প্রেমপত্র নয়, তাদের ভাষাতেই কড়া জবাব দিতে হবে। ফলে পঠানকোট, উরির ঘটনার পরে স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠেছে, কড়া জবাবের কী হল? এবং কোঝিকোড়ে দলীয় সভায় আজ নরেন্দ্র মোদীকে ঢোক গিলে বলতে হল, তাঁর সরকার পাকিস্তানকে কূটনৈতিক ভাবে একঘরে করার পথেই হাঁটবে। ঠিক যে পথে হাঁটত আগের কংগ্রেস সরকার। উরির সেনা ঘাঁটিতে জঙ্গি হানায় ১৮ জন সেনার মৃত্যুর পরে পাকিস্তানের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি প্রবল হয়েছে গোটা দেশে। বিজেপি এবং সঙ্ঘ পরিবারের একাংশও সেই পথে চলার পক্ষপাতী। কিন্তু প্রধানমন্ত্রীর কুর্সিতে বসে মোদী বিলক্ষণ বুঝছেন, জনসভায় দাঁড়িয়ে পাকিস্তানের বিরুদ্ধে গরম গরম কথা বলা এক জিনিস। আর ময়দানে নেমে তাদের মোকাবিলা করা আর এক। উরির ঘটনার পরেই সেনাবাহিনীর কর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি এবং কেন্দ্রীয় সরকারের অন্য শীর্ষ কর্তারা। সেই বৈঠকে সামরিক কর্তারা স্পষ্ট বুঝিয়ে দেন, দু’টি পরমাণু শক্তিধর দেশের মধ্যে যুদ্ধ কোনও অবস্থাতেই সম্ভব নয়। সন্ত্রাসবাদ প্রসঙ্গে আমেরিকা, ব্রিটেন বা জার্মানির মতো শক্তিধর দেশ যতই ভারতের পাশে দাঁড়াক, যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে তারাই বাধা দেবে। এমনকী সীমান্ত বা নিয়ন্ত্রণরেখা পেরিয়ে জঙ্গি ঘাঁটি ভেঙে দিয়ে আসাও সম্ভব নয় বলে মোদীকে জানিয়ে দেন সেনাকর্তারা। বিশদে পড়ুন................
২) ক্ষোভ দু’দিকেই, সীমান্তের কাঁটাতারে আটকে পড়ল সাংস্কৃতিক আদানপ্রদানও!উরির জঙ্গিহামলার জেরে এক দিকে পাক অভিনেতা অভিনেত্রীদের দেশ ছাড়ার ফতোয়া দিচ্ছে রাজনৈতিক সংগঠন, তেমনই সীমান্তের ওপারে বলিউডের সিনেমা অবিলম্বে বন্ধ করার আর্জি জমা পড়ছে আদালতে! মাসকয়েক আগেই মুম্বইয়ে শিবসেনার বিরোধিতায় বন্ধ হয়ে গিয়েছিল পাকিস্তানের গজল গায়ক গুলাম আলির অনুষ্ঠান। সে বারও কাশ্মীর সমস্যা এবং সীমান্তে বার বার পাক সেনার হামলার খবর সামনে এনেই এমন ফতোয়া জারি করেছিল শিবসেনা। আর এ বার কাশ্মীরের উরিতে জঙ্গি হানায় ১৮ জন ভারতীয় জওয়ানের মৃত্যু, রাষ্ট্রপুঞ্জে পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বক্তৃতায় কাশ্মীরের ‘আজাদি’কে সমর্থন করে বুরহান ওয়ানিকে যোদ্ধার তকমা দেওয়ায় চড়েছে উত্তেজনার পারদ। বিশদে পড়ুন................
৩) কাশ্মীরে লাগাতার অত্যাচারের ফলেই উরির হামলা, মত শরিফেরকাশ্মীরে লাগাতার অত্যাচারের কারণে উরির সেনাঘাঁটিতে হামলা হয়ে থাকতে পারে বলে মন্তব্য করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ।আজ কোঝিকোড়ে উরির ঘটনার জন্য আরও একবার পাকিস্তানকে কাঠগড়ায় তুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগেই লন্ডনে সাংবাদিক বৈঠকে ফের সব দায় ঝেড়ে ফেলেন শরিফ। উল্টে ভারতের দিকেই অভিযোগের আঙুল তুলে তিনি বলেন, ‘‘উরির হামলা কাশ্মীরে অত্যাচারের প্রতিক্রিয়াতে হতে পারে। কারণ গত দু’মাসে কাশ্মীরে যাঁরা মারা গিয়েছেন বা অন্ধ হয়েছেন, তাঁদের কাছের মানুষরা ক্ষুব্ধ, ব্যথিত।’’ বিশদে পড়ুন..........
৪) ম্যাচ ঘুরিয়ে দিল রবিচন্দ্রন অশ্বিনের একটা বলভারত ৩১৮ ও ১৫৯-১নিউজিল্যান্ড ২৬২প্রখ্যাত ক্রিকেট-লিখিয়ে সিএলআর জেমস টেস্ট ক্রিকেটের ব্যাখ্যায় অসামান্য একটা কথা লিখেছিলেন। ক্রিকেট-পূজারী যদিও তিনি একা নন। বিভিন্ন সময়ে, বিভিন্ন বিখ্যাত, বিভিন্ন ভাবে ক্রিকেটের রূপ-রস-মোহ-অনিশ্চয়তা ব্যাখ্যা করে গিয়েছেন। কিন্তু সিএলআর জেমসের বর্ণনাটা বোধহয় একটু স্বতন্ত্র, কিছুটা আলাদা। ক্রিকেট ইজ ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আ ড্রামাটিক স্পেক্টাক্যাল। ইট বিংলস উইথ থিয়েটার, ব্যালে, অপেরা অ্যান্ড দ্য ডান্স!বিশদে পড়ুন..........
১) জঙ্গি ঘাঁটি ধ্বংসে মরিয়া ভারতসকালে সামরিক বাহিনীর তিন সুপ্রিমোর সঙ্গে সাউথ ব্লকের মিলিটারি অপারেশনের ওয়ার রুমে গোপন বৈঠক করেই আজ সন্ধ্যায় পাকিস্তানকে চরম হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কোনও রাখঢাক না করে পাকিস্তানের নাম করে মোদি চ্যালেঞ্জ ছুঁড়েছেন, পাকিস্তান যেমন ভারতের সঙ্গে হাজার বছর ধরে যুদ্ধের হুমকি দিয়েছে তার জবাব দিতে ভারতও তৈরি আছে। প্রধানমন্ত্রী আজ পাকিস্তানের উদ্দেশে একপ্রকার সতর্কবার্তা জারি করেই বলেছেন, আমরা কিন্তু উরির ক্ষত ভুলব না।
২) যুদ্ধ পরিস্থিতি হলে পাশে থাকব, চীনের আশ্বাস পাকিস্তানকেযুদ্ধ পরিস্থিতিতে পাকিস্তানকেই সমর্থন জোগাবে চীন। শনিবার সরকারিভাবে বেজিংয়ের এই আশ্বাসবার্তা পৌঁছাল ইসলামাবাদে। উরির সেনাঘাঁটিতে জঙ্গিহামলার পরিপ্রেক্ষিতে ভারত-পাকিস্তানের মধ্যে যে যুদ্ধের আবহ তৈরি হয়েছে, তাতে চীনের এই মন্তব্য যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মত ওয়াকিবহাল মহলের।
৩) উন্নয়ন নিয়ে চ্যালেঞ্জ গুরুংকে, মোর্চা ভেঙে বহু সদস্য তৃণমূলেটাকার হিসাব নিয়ে রাজ্য-মোর্চা দাবি পালটা দাবিতে শুক্রবারই সরগরম ছিল পাহাড়। শনিবার কার্যত তাতে ঘৃতাহুতি হল। এদিন কালিম্পংয়ে তৃণমূলের এক জনসভায় দলের তরফে পাহাড়ের পর্যবেক্ষক তথা পূর্তমন্ত্রী অরূপ বিশ্বাস মোর্চা প্রধান বিমল গুরুংকে পালটা চ্যালেঞ্জ ছোঁড়েন।
৪) কসবায় ভয়াবহ আগুনে ছাই ধূপকাঠির গুদামকসবা থানা এলাকার বোসপুকুর প্রান্তিকপল্লির একটি দোতলা বাড়িতে আগুন লাগায় আতঙ্ক ছড়াল এলাকায়। ১০৭ নম্বর ওয়ার্ডের ওই বাড়ির উপরের তলায় ধূপকাঠির গুদাম ছিল। সকাল সাড়ে দশটা নাগাদ তার একটি ঘরে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই লেলিহান শিখা গ্রাস করে গোটা তলা। সেই সময় একতলায় এক বৃদ্ধা এবং এক মহিলা ছিলেন। তাঁদের স্থানীয়রাই নিরাপদ জায়গায় বের করে আনেন। দমকলের চারটি ইঞ্জিন এবং ল্যাডার ঘণ্টা তিনেকের চেষ্টায় ওই আগুনকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এর মধ্যে কয়েক দফায় জলও ভরে আনতে হয় ইঞ্জিনগুলিকে। কেউ হতাহত হননি।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Daily News Paper, Morning Headline, Morning News Paper, Morning Newspaper, Sunday NewsPaper