#কলকাতা: বৃষ্টিভেজা পাহাড়ে আশার আলো। আজ মুখ্যমন্ত্রীর ডাকে নবান্নে পাহাড় বৈঠক। মোর্চার টানা বনধে অচলাবস্থা পাহাড়ে। নবান্নের সর্বদলে রফাসূত্র বেরনোর আশায় পাহাড়বাসী।
পুজোর সিজনে জমজমাট থাকে পাহাড়। কিন্তু মোর্চার জঙ্গি আন্দোলনে পাহাড়ের চেনা ছবিটা উধাও। বিস্ফোরণ-আগুন-বারুদের গন্ধে ঘুম ছুটেছে পাহাড়বাসীর। খাবার না মেলায় পরিস্থিতি আরও খারাপ হয়েছে। খাবার লুঠের মত ঘটনাও ঘটেছে।
মঙ্গলবার নবান্নে পাহাড় বৈঠক। সর্বদলে পাহাড়ে শান্তি ফেরাতে রফাসূত্র বের হবে বলে আশাবাদী পাহাড়বাসী।
ইতিমধ্যে মোর্চার অন্তর্দ্বন্দ্ব নিয়ে তৈরি হয়েছে বিতর্ক ৷ পাহাড় রাজনীতিতে কোণঠাসা গুরুং? নিজের দলের নেতাদের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুলে তারই ইঙ্গিত দিলেন মোর্চা প্রধান। রাজ্যের সঙ্গে গোপন আঁতাঁতে তাঁকে ফাঁসানোর চক্রান্ত করছেন পাহাড়েরই কয়েকজন নেতা। গোপন ডেরা থেকে বিবৃতি দিয়ে দাবি গুরুঙের।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: All Party Meet, Hill Unrest, Nabanna