#কলকাতা: পুজোর আগেই চাই বকেয়া মহার্ঘভাতা ৷ একইসঙ্গে ষষ্ঠ বেতন কমিশন অবিলম্বে কার্যকর করার দাবি উঠল ৷ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন, চলতি মাসে অর্থাৎ জুলাই অথবা অগাস্ট মাসের মধ্যে ডিএ ১৫ শতাংশ থেকে ২০% করার দাবী তুলেছে ৷ সোমবার এই সমস্ত দাবি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চিঠি জমা দিলেন তৃণমূল প্রভাবিত রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন ৷
ইতিমধ্যেই সপ্তম বেতন কমিশনের সুপারিশে দফায় দফায় ডিএ বেড়েছে কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের ৷ কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সে গুড়ে বালি ৷
বর্তমানে রাজ্যের সরকারি কর্মচারীদের ৪৮ শতাংশ ডিএ বকেয়া পড়ে রয়েছে ৷ অন্যদিকে, রাজ্য ও কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের DA-এর ফারাক বেড়ে দাঁড়িয়েছে ৫৬ শতাংশেরও বেশি ৷ গত সপ্তাহেই নতুন করে আবারও বাড়ি ভাড়া সহ বিভিন্ন ভাতা বৃদ্ধি পেয়েছে ৷ পয়লা জুলাই থেকেই নয়া হারে বেতন পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৷
২০১৬ সালে রাজ্য সরকারি কর্মচারীদের বেতন পরিকাঠামো সংস্কারের জন্য সরকার অভিরূপ সরকারের নেতৃত্বে ষষ্ঠ বেতন কমিশন গঠন করলেও এখনও তা কার্যকর হয়নি ৷ রাজ্যের ষষ্ট বেতন কমিশনের মেয়াদ কতদিন বাড়ানো হবে তা নিয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি নবান্ন। ফলে কর্মচারীদের মধ্যে বেতন নিয়ে ধোঁয়াশা জিইয়ে রয়েছে ৷
গত বছরের ৩০ ডিসেম্বর রাজ্য সরকারি কর্মীদের জন্য ১০ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷
কেন্দ্রের জন্যই ডিএ বাড়াতে সমস্যা হচ্ছে। রাজ্যের অনেক টাকা কেটে নিচ্ছে কেন্দ্র। বন্ধ করে দিয়েছে উন্নয়নমূলক প্রকল্পের টাকা। এর আগে ডিএ বাড়ানো নিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের ক্ষোভের মু্খে পড়ে কেন্দ্রের বিরুদ্ধেই তোপ দেগেছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: CM Mamata Banerjee, DA, Dearness Allowance, Pending DA, Pending State Government Employees DA