#কলকাতা: রাজনীতির পুরনো পিচে তাঁকে নতুন করে অভ্যর্থনা জানাতে সেজে উঠেছিল রেড রোড ৷ রাজকীয় অভ্যর্থনাকে স্মরণীয় করে রাখতে আয়োজন বর্ণাঢ্য ৷ ঐতিহাসিক শপথ অনুষ্ঠানে সামিল হয়েছিলেন যারা , তাও অবাক করার মতো ৷ দেশ থেকে বিদেশ অতিথি অভ্যাগতদের তালিকাটা ছিল অনেক লম্বা ৷ সবাই না এলেও যারা এলেন তা অনেকটা অবাক করার মতো ৷
রাজ্য বিজেপি মুখ ফেরালেও মমতার শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির হলেন কেন্দ্রীয় বিজেপি নেতারা ৷ ভোট পরবর্তী হিংসার প্রতিবাদে ফল প্রকাশের পর থেকেই সরব রাজ্য বিজেপি ৷ জেলায় জেলায় তাদের দলের নেতা-কর্মীদের উপর আক্রমণের প্রতিবাদে, সর্বপরি কাকদ্বীপে বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়ের উপর আক্রমণের ঘটনার পর রাস্তায় নেমে প্রতিবাদ জানায় রাজ্য বিজেপি ৷
এমনকী, রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ মমতার শপথ অনুষ্ঠান বয়কট করার কথা বলেন ৷ ২৭ মে-কে কালা দিবস হিসেবে পালন করার পরিকল্পনার কথা জানান তিনি ৷ একই সঙ্গে দিলীপ ঘোষ দাবি করেন, পশ্চিমবঙ্গে না হলেও রাজ্যের বাইরে বিজেপির শাসন, তাই তিনি কেন্দ্রীয় মন্ত্রীদের শপথ অনুষ্ঠানে না পাঠানোর আর্জি জানাবেন দিল্লিতে ৷
কিন্তু এই সমস্ত দাবির পরোয়া না করে মুখ্যমন্ত্রীর শপথ অনুষ্ঠানে হাজির হলেন কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলি, অসামরিক বিমান পরিবহন মন্ত্রী অশোক গজপতি রাজু এবং বাবুল সুপ্রিয় ৷ শুধু তাই নয় সম্পূর্ণ শপথ অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত থেকে তৃণমূল নেতাদের সঙ্গে হাসি ঠাট্টায় মাততে দেখা গেল কেন্দ্রীয় নগরোন্নয়ন প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়কে ৷ এই ঘটনাগুলি রাজ্য বিজেপিকে অস্বস্তিতে ফেলে দেওয়ার পক্ষে যথেষ্ট ৷
ভোট পর্ব সমাপ্ত হওয়ার পর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কিঞ্চিৎ নরম কেন্দ্রীয় বিজেপি তথা নরেন্দ্র মোদি ৷ বৃহত্তর জোট গড়ার লক্ষ্যে মমতার সঙ্গে সন্ধির পথে এগোতে চাইছে বিজেপি ৷ সেই পথ প্রশস্ত করতেই কি রাজ্য বিজেপির আপত্তি সত্ত্বেও দিল্লির এদিনের পদক্ষেপ? রাজনৈতিক মহলে ঘুরছে এরকমই নানা সম্ভাবনার প্রশ্ন ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Arun Jailtley, Babul supriyo, Bengali News, BJP, ETV New Bangla, Mamata Oath, Mamata Oath Ceremony, West Bengal Assembly Election 2016, বিজেপি, মমতার শপথ