#কলকাতা: অতি খাসা মিহি সুতি/ ফিনফিনে জামা, ধূতি/ পরনে লপেটা জুতি জরিদার। সুকুমার রায়ের এই ছড়ায় উঠে এসেছে একজনই। তিনি বাবু। এই বাবুয়ানি নানা রূপে উঠে আসবে চক্রবেরিয়ার মণ্ডপে। পুজোর এই থিমের মাস্টারমাইন্ড অনির্বাণ দাস।
বঙ্কিমচন্দ্র তাঁর লোকরহস্য প্রবন্ধে লিখেছিলেন, চিত্রবসনা, উদরবিলাসি, সন্দেশ্রিয়, পরভাষাপারদর্শী, মাতৃভাষাবিরোধী যাঁরা, তাঁরাই বাবু। তবে এই বাবু কালচার দু্’শ বছর আগে কলকাতার মানুষকে যে আমোদিত করেছিল, তা বলার অপেক্ষা রাখে না। পায়রা উড়িয়ে আর বাজি পুড়িয়ে তাঁদের দিন গুজরান হত। সেই বাবুয়ানি এবার চক্রবেরিয়ার পুজোর থিম।
চিৎপুর এবং চক্রবেরিয়া এই ছিল বাবুদের আড্ডাখানা। জুরিগাড়ি আর বাইচি নাচের অনুসঙ্গের নানা রূপে উঠে আসবে। কতগুলো পিলার দিয়ে সাজানো হচ্ছে মণ্ডপটি।জুতো থেকে ট্যাকঘড়ি--বাবুয়ানির নানা মোটিফ থাকবে মণ্ডপে। পুজোর থিমের ভাবনা শিল্পী অনির্বাণ দাস।
চক্রবেরিয়া একসময়ে বাবুকালচারের প্রধান পিঠস্থান ছিল। ফলে এই ভাবনা দর্শকের ভাল লাগবে বলেই মনে করছে পুজো উদ্যোক্তারা।
টাইম মেসিনে চড়ে বাবুয়ানির হাল হকিকত, যদি দেখতে চান, তাহলে আপনাকে একবার ঢু মারতেই হবে চক্রবেরিয়ায়।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bengali News, Durga Puja 2017, Puja Theme, Theme Of Chakraberia