#কলকাতা: জঙ্গি রসদের চাঞ্চল্যকর হদিশ মিলল খাস কলকাতায় ৷ নথি ছাড়াই কলকাতায় মিলছে প্রি-অ্যাকটিভেটেড সিম। সোমবার গোপন সূত্রে খবর পেয়ে বেলেঘাটায় অভিযান চালিয়ে এরকমই একটি চক্রের কাছ থেকে প্রায় এক হাজার প্রি-অ্যাকটিভেটেড সিম কার্ড উদ্ধার করল পুলিশ। গ্রেফতার করা হয়েছে এক ডিস্ট্রিবিউটরকেও। জঙ্গি কার্যকলাপের সঙ্গে এই চক্রের কোনও যোগসূত্র আছে কিনা, খতিয়ে দেখছেন গোয়েন্দারা। এই ঘটনার খোঁজ খবর নিচ্ছে এনআইএও। উল্লেখ্য, কিছু মাস আগেই কলকাতা থেকে আইসিস জঙ্গি যোগে গ্রেফতার হয়েছিলেন বেশ কয়েকজন ৷
ভুয়ো নথিতে বা কখনও বিনা নথিতেই খাস কলকাতায় মিলছে একটি সংস্থার প্রি অ্যাকটিভেটেড সিম কার্ড। বিধাননগর কমিশনারেটের কাছে বেশ কিছুদিন ধরেই এই খবর ছিল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রদফতর ও বিভিন্ন গোয়েন্দা সংস্থাও এব্যাপারে সতর্ক করেছিল কলকাতা পুলিশকে। বেশ কিছুদিন ধরে নজরদারি ও তথ্য সংগ্রহের পর নজরে আসে এই চক্র ৷ সব সূত্র মিলিয়ে বেলেঘাটার এক ডিস্ট্রিবিউটরের ওপর নজর পড়ে পুলিশের । তারপরই গত মঙ্গলবার আঁটঘাঁট বেঁধে অভিযানে নামে পুলিশ। উদ্ধার হয় ৯৬৬ প্রি অ্যাকটিভেটেড সিম কার্ড, ৭৩৬টি ভুয়ো ডকুমেন্টে দেওয়া সিম কার্ড, ৪৯টি ভুয়ো ভোটার কার্ড এবং সিপিইউ, স্ক্যানার ও প্রিন্টার ৷
ডিস্ট্রিবিউটর মহেশ সাউকে অভিযানের সময়ই জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় । ওই মোবাইল সংস্থার কলকাতার কর্তাদের বিধাননগর কমিশনারেটে ডেকে পাঠানো হয় । মুখোমুখি বসিয়ে জেরায় বিষয়টি কার্যত স্বীকার করে নেন তাঁরাও। এরপরই গ্রেফতার করা হয় মহেশ সাউকে। গোয়েন্দারা জানতে পেরেছেন, বিভিন্ন সময়ে নানা নাশকতা বা দুষ্কৃতীমূলক কাজকর্মে ব্যবহার হওয়া বিভিন্ন সিম কার্ড নেওয়া হয়েছে এই ডিস্ট্রিবিউটরের কাছ থেকেই। আর তাতেই গোয়েন্দাদ্র কপালে পড়েছে চিন্তার ভাঁজ। তাঁরা এখন খোঁজ নিয়ে দেখছেন, এখান থেকে কারা সিম নিয়েছেন? কোথায় কোথায় গিয়েছে সেই সিমগুলি? কারা, কোথায় ব্যবহার করছে এই সিম? যে কোনও তদন্তে প্রাথমিক হাতিয়ার সিম কার্ড ও মোবাইলের কল ডিটেলস। সেই কারণেই এই সিম চক্রের সঙ্গে জঙ্গি যোগ খতিয়ে দেখা হচ্ছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Kolkata, Sim Card, Sim card Seized, Terrorist Link