#কলকাতা: গুলি, গ্রেনেডে রক্তাক্ত প্রতিবেশী রাজ্য ৷ আইএস জঙ্গি নিশানায় সহবাগ আন্দোলনের আঁতুরঘর ৷ বাংলাদেশের জঙ্গি হানার ঘটনায় আতঙ্কের হিমশীতল স্রোত ঝাপটা দিল ভারতেও ৷
ঢাকায় জঙ্গি হানার পর সতর্ক এনআইএ। প্রতিবেশী দেশ থেকে সীমান্ত এরাজ্যেও ঢুকতে পারে জঙ্গিরা বলে, আশঙ্কা করছে এই তদন্তকারী সংস্থা। এদিকে গুলসনে নাশকতার পর নিরাপত্তা আঁটোসাটো করা হয়েছে কলকাতা ও রাজ্যের সীমান্তবর্তী এলাকাগুলি। বিশেষ করে জলপথ গুলিতে নিরাপত্তাব্যবস্থা আরও কঠোর করেছে বিএসএফ। বাড়তি নজরদারির ঘোরাটোপে কলকাতা বিমানবন্দর।
তুরস্কের বিমানবন্দরে জঙ্গি হামলার পরই কলকাতা বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা আটোঁসাটোঁ করা হয়। সপ্তাহ ঘুরতে না ঘুরতে ফের জঙ্গি হামলা ঘরের দোরগোড়ায়।
জঙ্গি প্রবেশ ঠেকাতে বিমানবন্দরে পাঁচ স্তরীয় নিরাপত্তা ব্যবস্থা জারি করেছে সিআইএসএফ ৷ বিশেষ করে বাংলাদেশগামী বিমানগুলিতে তল্লাশি করা হচ্ছে ৷ বিমানবন্দরে ঢোকার মুখেই তল্লাশি করা হচ্ছে যাত্রীদের ৷
এছাড়াও শহরের বিভিন্ন জনবহুল এলাকা, বিশেষ করে দর্শনীয় স্থান, নামী রেস্তোরাঁগুলিতে নজরদারি বাড়িয়েছে কলকাতা পুলিশ। নজর রাখা হচ্ছে হাওড়া, শিয়ালদহ স্টেশনের মতো শহরে ঢোকার জায়গাগুলিতে।
শহরে নজরদারিতে মোতায়েন করা হয়েছে স্পেশালাইজড কমব্যাক ফোর্স ৷ পার্ক স্ট্রিট, ভিক্টোরিয়া মেমোরিয়াল, চৌরঙ্গী, হেদুয়া পার্ক, মৌলালি ক্রসিং, সিঁথি সেকেন্ড ব্যাটলিয়নের কাছে নজরদারি চালাচ্ছে জওয়ানরা ৷ গড়িয়াহাটের মতো জনবহুল চত্বর কমব্যাক ফোর্সের নজরবন্দি ৷এনআইএ-র আশঙ্কা, বাংলাদেশ থেকে এরাজ্য হয়ে জঙ্গিরা ভারতে ঢুকতে পারে। তাই কলকাতার পাশাপাশি ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকাগুলিতে নিরাপত্তা বাড়ানো হয়েছে।
ঈদ উপলক্ষে আগেই কয়েক দিন আগেই উত্তর চব্বিশ পরগনার পেট্রাপোল সীমান্ত ও বসিরহাটে বাড়তি সতর্কতা জারি করেছে বিএসএফ। ঢাকায় বিস্ফোরণের পর যা আরও কঠোর করা হয়েছে। সুন্দরবনের জলসীমান্তেও কড়া প্রহরার ব্যবস্থা করেছে প্রশাসন ৷
মালদহে ভারত-বাংলাদেশ সীমান্ত ১৭১ কিলোমিটার দীর্ঘ। তার মধ্যে মাত্র ৮১ কিমি সীমান্তে কাঁটাতার রয়েছে। দুই দেশের মধ্যে জলসীমা ৩০ কিলোমিটার। কাঁটাতারবিহীন সীমান্তগুলি বরাবরই বিএসএফ-এর মাথাব্যথার কারণ। ঢাকায় জঙ্গি হামলার পর যা আরও বেড়েছে। জলপথেই বাড়তি নজর দিচ্ছে বিএসএফ ৷
সীমান্তবর্তী আরেক জেলা উত্তর দিনাজপুরেও সতর্কতা জারি করা হয়েছে। সীমান্তবর্তী থানা এলাকাগুলিতে বাড়ানো হয়েছে নজরদারি বাড়িয়েছে পুলিশ ও বিএসএফ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Dhaka Terror Attack, Kolkata, Kolkata Security, Terrorist Attack, West bengal