#কলকাতা: প্রথম বছরেই দুর্দান্ত সাড়া পাওয়া গিয়েছিল ৷ এবছর ডিসেম্বরের শীতে তাই দ্বিগুণ উদ্যমে শহর মাতাতে আসছে টাটা স্টিল ২৫ কে ম্যারাথন ৷ ম্যারাথনের দিন নির্ধারণ হয়েছে ২০ ডিসেম্বর ৷ সেদিন দেশ-বিদেশের নামী অ্যাথলিট থেকে শুরু করে সেলিব্রিটি এবং সাধারণ মানুষ প্রত্যেকেই অংশগ্রহণ করবে এই মেগা ইভেন্টে ৷
মঙ্গলবার শহরের এক পাঁচতারা হোটেলে ম্যারাথনের দিন ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিকে বন্দ্যোপাধ্যায়, বচ্চেন্দ্রী পাল, দীপিকা কুমারি, আখতার আলি, দিব্যেন্দু বড়ুয়ার মতো ক্রীড়া ব্যক্তিত্বরা ৷ ছিলেন ফিল্ম জগতের কলাকুশলীরাও ৷ তবে অনুষ্ঠানের প্রধান চমক ছিল অবশ্যই প্রাক্তন ভারতীয় পেসার অজিত আগরকর ৷ গতবছরের মতো এবছরও ম্যারাথনের দিন ২৫ কিলোমিটার (এলিট এবং অ্যামেচার) দৌড় ছাড়াও থাকছে ১০ কিমি রান (অ্যামেচার), আনন্দ রান (৬ কিমি) , সিনিয়র সিটিজেনস রান (৪ কিমি) এবং চ্যাম্পিয়ন্স উইথ ডিসেবিলিটি (৪ কিমি) রান ৷
এবছর ম্যারাথনে মোট প্রাইজমানি হল ২২ লক্ষ ৮০ হাজার টাকা ৷ গতবছরের থেকে যা অনেকাংশেই বেশি ৷ এর ফলে অংশগ্রহণকারির সংখ্যাও গতবছরের থেকে এবছর বেশি হবে বলে আশা করছেন সংগঠকরা ৷ম্যারাথনের রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে মঙ্গলবার থেকেই ৷ যা চলবে আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত ৷অ্যাপ্লিকেশন ফর্ম পাওয়া যাচ্ছে www.tsk25.procamrunning.in ওয়েবসাইটে ৷
ছবি: সায়ক দাস
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Tata Steel 25k Marathon