#কলকাতা: ব্যবসায়ীকে হুমকি ও কেবল লাইনের তার চুরি মামলায় গ্রেফতার বালির নিহত তৃণমূল নেতা তপন দত্তের স্ত্রী প্রতিমা। গতকাল হাওড়া আদালতে প্রতিমা দত্তের আগাম জামিনের আবেদন খারিজ হয়। আজ নিশ্চিন্দার বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ। তাঁকে গ্রেফতারের পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। পাল্টা চক্রান্তের অভিযোগ তুলেছেন প্রতিমা।
কেবল লাইন ব্যবসা নিয়ে বিবাদ। তার জেরেই শনিবার গ্রেফতার করা হয় বালির নিহত তৃণমূল কংগ্রেস নেতা তপন দত্তের স্ত্রী প্রতিমাকে। তাঁর বিরুদ্ধে জামিনঅযোগ্য ধারাতেও অভিযোগ আনা হয়েছে।
৩৪১ নম্বর ধারায় কাউকে জোর করে আটকে রাখার অভিযোগ করা হয়েছে এই ধারা জামিনযোগ্য
৪২৭ নম্বর ধারায় ক্ষতি করা, ৫০৬ নম্বর ধারায় হুমকি দেওয়ার অভিযোগ আনা হয়েছে দুটি ধারাই জামিনযোগ্য
৩৪ নম্বর ধারায় পরিকল্পনামাফিক অপরাধ ঘটানোর অভিযোগ করা হয়েছে এই ধারাও জামিনযোগ্য
এছাড়া, ৩৭৯ নম্বর ধারায় চুরির অভিযোগ করা হয়েছে এই ধারা অবশ্য জামিন অযোগ্য
এই মামলায় ৪১১ নম্বর ধারায় অভিযুক্তের থেকে চুরি যাওয়া জিনিসপত্র উদ্ধারের অভিযোগও নতুন করে জোড়া হয়েছে
- কাউকে গ্রেফতার করতে হলে সর্বোচ্চ সাজা ৭ বছর হবে এমন ধারায় অভিযোগ হওয়া চাই
- গ্রেফতারের আগে অভিযুক্তকে নোটিস দিতে হবে - অভিযুক্তের বয়ান ও নথিও নিতে হবে - প্রতিমাকে গ্রেফতারের ক্ষেত্রে এর কোনওটিই মানা হয়নি - আদালতও প্রতিমাকে গ্রেফতারের জন্য সরাসরি কোনও নির্দেশও দেয়নি
তাহলে কেন গ্রেফতার প্রতিমা?
তপন দত্ত হত্যা মামলায় পুনর্তদন্তের নির্দেশ বহাল রয়েছে সুপ্রিম কোর্টে। এরপর, প্রতিমা দত্তের বিরুদ্ধে এমন অভিযোগ কি প্রতিহিংসার জেরেই? সেই জল্পনাই ক্রমশ জোরালো হচ্ছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bengali News, Pratima Dutta Arrested, Tapan Dutta, TMC