#নয়াদিল্লি: সময়ের দাবি মেনে সিলেবাসে বদল আনার ভাবনা ICSE বোর্ডের। প্রি-প্রাইমারি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ঢেলে সাজতে পারে সিলেবাস। বিদেশি ধাঁচে নয়া সিলেবাস তৈরির কথা ঘোষণা করলেন বোর্ড সচিব জেরি অ্যারাথন। দু'হাজার আঠারো থেকেই যা চালু করতে উদ্যোগী ICSE বোর্ড। প্রতিযোগিতামূলক পরীক্ষার দায়িত্ব শুধুমাত্র CBSE বোর্ডকে দেওয়া নিয়েও আপত্তি তোলেন ICSE বোর্ড সচিব।শিক্ষাক্ষেত্রে প্রতিযোগিতা বাড়ছে। বাড়ছে পঠনপাঠনের ধরনও। সেই বদলের সঙ্গে তাল মিলিয়েই এবার সিলেবাসে পরিবর্তন আনতে চলেছে ICSE বোর্ড। দু'হাজার আঠারোর মধ্যেই যা চালু হয়ে যেতে পারে। মঙ্গলবার কোলাঘাটে আইসিএসই বোর্ডের উত্তর-পূর্বের স্কুলগুলির অধ্যক্ষদের সঙ্গে বৈঠক করেন বোর্ড সচিব জেরি অ্যারাথন। সেখানেই সিলেবাস ঢেলে সাজার কথা ঘোষণা করেন তিনি।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bengali News, CBSE, ETV News Bangla, ICSE, ICSE-র সিলেবাসে বদলের ভাবনা, Syllabus Change