#কলকাতা: ৩০ সেপ্টেম্বর থেকে ইডেনে পুজোর আবহেই শুরু হয়ে যাচ্ছে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ ৷ ম্যাচকে আকর্ষণীয় করে তুলতে চেষ্টার কোনও ত্রুটি রাখছে না সিএবি ৷ টেস্টের পাঁচ দিন যেমন ঢাকের বাজনার ব্যবস্থা থাকছে, তেমনি বিখ্যাত ক্রিকেটারদের টক শো-র ব্যবস্থাও করেছে সিএবি ৷
লাঞ্চের সময় টক শো-টিতে অংশ নেবেন সুনীল গাভাস্কর এবং অনিল কুম্বলে ৷ এছাড়া কিডস জোন, বিভিন্ন এন্টারটেনমেন্ট শো এবং ফান গেমসেরও রাখার পরিকল্পনা রয়েছে সিএবি-র ৷ দেশে টি২০-র রমরমার যুগে টেস্টে আর সেভাবে এখন মানুষ ভিড় জমাচ্ছেন না ৷ ইডেনে এই টেস্টের জন্য টিকিট বিক্রির হারও এখনও পর্যন্ত খুব খারাপ ৷ কিন্তু প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় আশাবাদী ম্যাচের দিনগুলোতে ভালই দর্শক আসবেন মাঠে ৷ এর জন্য সিএবি-র তরফ থেকে সব রকম চেষ্টা করা হচ্ছে ৷ সৌরভ গঙ্গোপাধ্যায় জানান, ‘‘ইংল্যান্ড, অস্ট্রেলিয়ায় কিন্তু টেস্ট ম্যাচ দেখতে এখনও অনেক লোকে আসে। বিশেষ করে ইংল্যান্ডে। ভীষণ পেশাদারি মনোভাব নিয়ে সঠিক পদ্ধতিতে ওরা এগোয় ৷’’ এর পাশাপাশি গোলাপি বলই টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ মত মহারাজের ৷
এদিকে কানপুরে ভারত-নিউজিল্যান্ড প্রথম টেস্টে মাঠে আসার জন্য মহম্মদ আজহারউদ্দিনকে আমন্ত্রণ করেছে ভারতীয় বোর্ড। প্রথমে বাদ দেওয়া হলেও পরে তাঁকে তালিকায় রাখা হয়েছে ৷ প্রাক্তন অধিনায়ক আমন্ত্রণ গ্রহণও করেছেন। কানপুরে ২২ সেপ্টেম্বর শুরু ওই টেস্ট ভারতের পাঁচশোতম টেস্ট ম্যাচ। যা ঘিরে নানা অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Anil Kumble, Cricket Association of Bengal, Eden Gardens, Saurav Ganguly, Sunil Gavaskar, Talk Show