প্রতিদিনের ব্যস্ততায় খবর কাগজ খুঁটিয়ে পড়া সম্ভব হয় না ৷ অনেক সময় গুরুত্বপূর্ণ খবর চোখ এড়িয়ে যায় ৷ তাছাড়া একাধিক কাগজও পড়ার মতো সময় কারোর হাতেই নেই ৷ তাই আসুন এক নজরে, একজায়গায় দেখে নিন কলকাতার বিভিন্ন কাগজের সেরা খবর গুলি ৷ শুক্রবারের গুরুত্বপূর্ণ খবরগুলি হল-
প্রতিদিনের ব্যস্ততায় খবর কাগজ খুঁটিয়ে পড়া সম্ভব হয় না ৷ অনেক সময় গুরুত্বপূর্ণ খবর চোখ এড়িয়ে যায় ৷ তাছাড়া একাধিক কাগজও পড়ার মতো সময় কারোর হাতেই নেই ৷ তাই আসুন এক নজরে, একজায়গায় দেখে নিন কলকাতার বিভিন্ন কাগজের সেরা খবর গুলি ৷ রবিবারের গুরুত্বপূর্ণ খবরগুলি হল-
১) হাতাহাতি, সভাই বাতিল ট্রাম্পের
সমর্থক ও বিরোধীরা হাতাহাতিতে সংঘর্ষ বাড়ার সম্ভাবনায় শিকাগোয় সভা বাতিল করলেন রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প৷ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে এটি এক বিরল ঘটনা ৷২) কানহাইয়াকে গুলি করুন, ফের পোস্টারজওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নেতা কানহাইয়া কুমারকে মারার হুমকি দিয়ে ফের পোস্টার দিল্লিতে পড়ল ৷৩) কাদা ডিঙিয়ে শ্রী শ্রী মঞ্চে রাজনাথপ্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পর শ্রী শ্রী রবিশঙ্করের বিতর্কিত অনুষ্ঠানে পৌঁছলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ এবং মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান ৷৪) দিঘায় বিএসএলএল ওয়াইফাই পরিষেবা শীঘ্রই১) ফরাক্কার ৫ ইউনিট বন্ধে বিদ্যুৎ বিপর্যয়ফিডার ক্যানালের জল কমে যাওয়াতেই ফরাক্কায় বিদ্যুৎ উৎপাদনে বিঘ্ন ৷ বিভিন্ন জায়গায় লোডশেডিং করে পরিস্থিতি সামাল দিতে হয় শনিবার ৷২) খাকি হাফপ্যান্টের বিদায় ঘণ্টাআরএসএসের সদস্যরা এবার থেকে খাকি হাফপ্যান্টের বদলে পরবেন জলপাই রঙের ফুল প্যান্ট ৷৩) সদ্যোজাতের কিডনি সমস্যা কাটিয়ে সুস্থ করল এনআরএস১৩ দিন ধরে ডায়ালিসিস করে এক সদ্যোজাতের জীবন ফিরিয়ে দিল NRS ৷৪) আরাবুলের বিরুদ্ধে আবার নালিশ ঠুকলেন রেজ্জাক১) দাগি ধরতে কমিশনের ফতোয়া, ৩ মাস পরও অধরা ৪৬ হাজাররাজ্যে এসে কেন্দ্রীয় নির্বাচন কমিশন নসিম জাইদি গ্রেফতারির নির্দেশ দেওয়ার পরও এখনও অধরা দাগি অপরাধীরা৷২) ভোটের ইস্তাহারে পরিবেশরক্ষায় নিয়ে উচ্চবাচ্যই করল না তৃণমূল, উদ্বেগ৩) ইচ্ছাকৃত ঋণখেলাপিদের বিরুদ্ধে কড়া হচ্ছে সেবি৪) অশোকের স্মরণসভায় জোটের বাতাবরণ, মূল অনুষ্ঠানে গরহাজির তৃণমূল-বিজেপি১) চুরি যাওয়া প্রাচীন ভারতীয় মূর্তি উদ্ধার নিউইয়র্ক নিলামে২) এয়ারপোর্ট থেকে হোটেল, পাক টিম বন্দুকধারী নিরাপত্তারক্ষীর৩) ২৪X৭ সিসিটিভি নজরে, হাওড়ায় সম্পূর্ণ অর্ধেক কাজআর কিছু দিনের মধ্যেই হাওড়া ও হুগলি শহরকে মুড়ে ফেলা হচ্ছে ২৪ ঘণ্টার সিসিটিভি প্রহরায় ৷৪)ভিনগ্রহীদের সন্ধানে ইওরোপ,রাশিয়ার মিশন
First published:
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।