মরণোত্তর অঙ্গদানে সাফল্য ! পূর্বাঞ্চলে ঐতিহাসিক ঘটনা, দাবি চিকিৎসকদের

প্রয়াত সমর চক্রবর্তীর অঙ্গ প্রতিস্থাপনের পর, নতুন জীবন ফিরে পেলেন মাধুরী সাহা।

  • Last Updated :
  • Share this:

    #কলকাতা: মরণোত্তর অঙ্গদানে সফল চিকিৎসা। প্রয়াত সমর চক্রবর্তীর অঙ্গ প্রতিস্থাপনের পর, নতুন জীবন ফিরে পেলেন মাধুরী সাহা। প্রায় এক মাসের লড়াইয়ের পর ফিরে গেলেন বাড়িতে। ভাই নেই। কিন্তু, বোনকে পেয়ে খুশি সমর চক্রবর্তীর দাদা। অঙ্গদানের ক্ষেত্রে আরও সচেতন হোক সমাজ। দাবি দুই পরিবারের।পথ দেখিয়েছিলেন শোভনা সরকার। সেই পথেই হেঁটেছিল দমদম ক্যান্টনমেন্টের চক্রবর্তী পরিবার। নাগেরবাজারের একটি বেসরকারি হাসপাতালে ২৬ জুলাই, ব্রেন ডেথ হয় সমর চক্রবর্তীর। ভাই ফিরবে না। তাই অন্যের মধ্যেই ভাইকে বাঁচিয়ে রাখতে, অঙ্গদানের সিদ্ধান্ত নিয়েছিল পরিবার। সেইমতোই, হাওড়ার শিবপুরের বাসিন্দা, মাধুরী সাহার শরীরে সমরের লিভার প্রতিস্থান হয়। প্রায় এক মাস কড়া পর্যবেক্ষণের পর, আপাতত সুস্থ মাধুরী। নতুন জীবন নিয়েই বাড়ি ফিরলেন তিনি। সেইসঙ্গে মরণোত্তর অঙ্গদানের পর সফল লিভার প্রতিস্থাপনে পূর্বাঞ্চলে নজির গড়ল এ-শহর।বৃহস্পতিবার মাধুরীর বাড়ি ফেরার সাক্ষী ছিল চক্রবর্তী পরিবারও। ফুল দিয়ে বোনকে নতুন জীবনের শুভেচ্ছা ও দীর্ঘায়ু কামনা করলেন সমরের দাদা। অঙ্গদানে সচেতনতা বাড়লে অনেকেই নতুন জীবন ফিরে পাবেন। বলছিলেন মাধুরী সাহার স্বামী।দেশে অনেক মাধুরীরাই প্রতিনিয়ত মৃত্যুর সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে। অপেক্ষায় সমর, শোভনার মতো কারোর পরিবার যদি মরণোত্তর অঙ্গদানের জন্য এগিয়ে আসে। তাই, প্রয়োজন অঙ্গদান-মহৎদানের ভাবনার সুদূর প্রসার।

    First published:

    Tags: Body Parts Transplant, Kolkata, Liver Transplant, Madhuri Saha, অঙ্গদান