#কলকাতা: মরণোত্তর অঙ্গদানে সফল চিকিৎসা। প্রয়াত সমর চক্রবর্তীর অঙ্গ প্রতিস্থাপনের পর, নতুন জীবন ফিরে পেলেন মাধুরী সাহা। প্রায় এক মাসের লড়াইয়ের পর ফিরে গেলেন বাড়িতে। ভাই নেই। কিন্তু, বোনকে পেয়ে খুশি সমর চক্রবর্তীর দাদা। অঙ্গদানের ক্ষেত্রে আরও সচেতন হোক সমাজ। দাবি দুই পরিবারের।পথ দেখিয়েছিলেন শোভনা সরকার। সেই পথেই হেঁটেছিল দমদম ক্যান্টনমেন্টের চক্রবর্তী পরিবার। নাগেরবাজারের একটি বেসরকারি হাসপাতালে ২৬ জুলাই, ব্রেন ডেথ হয় সমর চক্রবর্তীর। ভাই ফিরবে না। তাই অন্যের মধ্যেই ভাইকে বাঁচিয়ে রাখতে, অঙ্গদানের সিদ্ধান্ত নিয়েছিল পরিবার। সেইমতোই, হাওড়ার শিবপুরের বাসিন্দা, মাধুরী সাহার শরীরে সমরের লিভার প্রতিস্থান হয়। প্রায় এক মাস কড়া পর্যবেক্ষণের পর, আপাতত সুস্থ মাধুরী। নতুন জীবন নিয়েই বাড়ি ফিরলেন তিনি। সেইসঙ্গে মরণোত্তর অঙ্গদানের পর সফল লিভার প্রতিস্থাপনে পূর্বাঞ্চলে নজির গড়ল এ-শহর।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Body Parts Transplant, Kolkata, Liver Transplant, Madhuri Saha, অঙ্গদান