#কলকাতা: ছোট ও মাঝারি শিল্পের চাহিদা পূরণে বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর লক্ষ্যে রাজ্য সরকার। হাতে নেওয়া হচ্ছে একাধিক প্রকল্প। বুধবার বিধানসভায় বিদ্যুৎ দফতরের বাজেট পেশ করবেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। অর্থমন্ত্রীর অনুসরণে সেখানেও গুরুত্ব ছোট ও মাঝারি শিল্পে।অর্থমন্ত্রী অমিত মিত্র রাজ্য বাজেটে ছোট ও মাঝারি শিল্পের উপর জোর দিয়েছেন। ছাড় ঘোষণা করেছেন। তাঁকেই অনুসরণ করছেন বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। বুধবার বিধানসভায় বিদ্যুৎ দফতরের বাজেট পেশ হতে চলেছে। দফতর সূত্রে খবর, ছোট ও মাঝারি শিল্পের জন্য বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর লক্ষ্য নিয়েছে রাজ্য সরকার।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bengali News, Electricity Production, ETV News Bangla, Sovandeb Chattopadhyay, বিদ্যুৎ উৎপাদন