#কলকাতা: শিক্ষক দিবসে রাজ্যের স্কুল শিক্ষক-শিক্ষিকাদের জন্য একাধিক সুযোগ-সুবিধার কথা ঘোষণার পর এবার শিক্ষামন্ত্রী রাজ্যের অধ্যাপকদের জন্য আনলেন সুখবর ৷ শুধু অধ্যাপক নয়, এবার আংশিক সময়ের অধ্যাপকদের জন্যেও প্রভিডেন্ট ফান্ড ও মেডিক্লেম শুরু করার উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার ৷ মঙ্গলবার একথা নিজেই জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ৷
আংশিক সময়ের অধ্যাপকরা বহু অমানবিকতার শিকার হন ৷ অধ্যাপকদের মতো একই কাজ করলেও আংশিক সময়ের অধ্যাপকরা কখনই তাদের প্রাপ্র্য সম্মানটুকুও পান না ৷ তাই অধ্যাপকদের প্রতি এই বঞ্চনামূলক ব্যবহার বন্ধের জন্য উদ্যোগ নিল রাজ্য সরকার ৷ এমনকী, আংশিক সময়ের অধ্যাপকদের পদের সম্মানজনক নতুন নাম রাখার কথাও ভাবছে শিক্ষামন্ত্রী ৷ এদিন পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘আংশিক সময়ের অধ্যাপকদের সঙ্গে অনেক অমানবিক ব্যবহার করা হয় ৷ এই অমানবিক ব্যবহার বরদাস্ত করা হবে না ৷ এই পদের সাম্মানিক নাম দেওয়ার কথাও ভাবা হচ্ছে ৷ এই ব্যাপারে আইনজ্ঞদের সঙ্গে আলোচনা করা চলছে ৷’
চাকরির অনিশ্চয়তা থেকে বেতন পরিকাঠামো, আংশিক সময়ের অধ্যাপকদের সঙ্গে পূর্ণ সময়ের অধ্যাপকদের মধ্যে অনেক ফারাক ৷ সেই বৈষম্যের কথা তুলে বহুদিন ধরেই দাবি জানিয়ে আসছিলেন আংশিক সময়ের অধ্যাপকেরা ৷ অবশেষে রাজ্য সরকারের উদ্যোগে খুশি তারা ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Education Minister, Lecturer, Mediclaim, Para Lecturer, Partha Chatterjee, Provident Fund