#কলকাতা: ২০ মে প্রথমবারের জন্য গ্রুপ-ডি পদের জন্য পরীক্ষা নেয় রাজ্য সরকার ৷ ৬০০০ অনুমোদিত পদের জন্য প্রায় ২৫ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দেন ৷ ভিন রাজ্য থেকেই এসেছিলেন প্রায় পাঁচ লক্ষ পরীক্ষার্থী ।
সেই পরীক্ষার প্রশ্নের সমস্ত সঠিক উত্তর সরকারি ওয়েবসাইটে প্রকাশ করা হল ৷ নিজের উত্তরের সঙ্গে সেই উত্তরপত্র মিলিয়ে দেখলেই নিজের সুযোগ পাওয়া নিয়ে পরিষ্কার চিত্র পাবেন ৷
http://www.wbgdrb.in-এই ওয়েবসাইটে ৮৫টি প্রশ্নের উত্তর প্রকাশ করা হয়েছে ৷ একইসঙ্গে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, প্রশ্ন পত্রে একটি ভুল কোয়েশ্চেন থাকার জন্য সব পরীক্ষার্থীকেই ১ নম্বর অতিরিক্ত দেওয়া হবে ৷ ভুল প্রশ্নটির জন্য কোনও নম্বর কাটা হবে না ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Exam, Group D Answer Sheet, Group D Exam, Group D Question Paper, State Government Group D Recruitment, West Bengal Group D Recruitment