#কলকাতা: পুজোর মুখে রাজ্য সরকারি কর্মীদের জন্য একাধিক সুখবর ৷ তৃণমূল সরকারি কর্মী সংগঠনের সমাবেশে এসে ডিএ নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণার সঙ্গে রাজ্য সরকারি কর্মীদের জন্য একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷
শুধু অফিসাররাই নন, এবার সাধারণ কর্মীদের উৎকর্ষের জন্যও প্রশিক্ষণের ব্যবস্থা করবে রাজ্য। এখন থেকে সাধারণ কর্মীদেরও বিদেশে প্রশিক্ষণের জন্য পাঠাবে রাজ্য সরকার। দেশের মধ্যে এরাজ্যেই প্রথম এই সুবিধা চালু হচ্ছে।
এটিআইয়ের পাশে বিশেষ কেন্দ্র গড়ে তুলছে রাজ্য সরকার। এছাড়াও কর্মীদের সিঙ্গাপুর ও অক্সফোর্ডে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে । রাজ্য সরকারি কর্মীদের সম্মেলনে এসে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি এদিন বলেন,
পুজোর আগে সব অর্থেই রাজ্য সরকারি কর্মীদের উপহার রাজ্য সরকারের।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: CM Mamata Banerjee, Foreign Training, Government Employee, State Government Employee