#কলকাতা: হাইকোর্টে দায়ের হওয়া একের পর এক মামলায় নিয়োগ বাধাপ্রাপ্ত হওয়ার আশঙ্কাকে সম্পূর্ণ ভুল প্রমাণিত করে প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া শুরু করে দিল প্রাথমিক শিক্ষা সংসদ ৷ ২৬ সেপ্টেম্বর নিয়োগ প্রক্রিয়ার বিস্তারিত বিবরণ সহ বিজ্ঞপ্তি প্রকাশ করবে পর্ষদ ৷ স্কুল সার্ভিস কমিশনের পর প্রাথমিক টেট উত্তীর্ণদের নিয়োগের জন্য উদ্যোগী সরকার ৷ টেট মামলা চলাকালীনই রাজ্য সরকার জানিয়েছিল, ফল প্রকাশিত হলে শীঘ্রই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবে ৷
১৪ সেপ্টেম্বর আদালতের রায়দানে টেট মামলার নিষ্পত্তির পরই দু’ঘণ্টার মধ্যে টেটের জোড়া ফল প্রকাশ করে প্রাথমিক শিক্ষা পর্ষদ ও স্কুল সার্ভিস কমিশন ৷ তখনই পর্ষদ জানিয়েছিল দ্রুত ইন্টারভিউ শুরু হবে ৷ সেই মতো পুজোর আগেই ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করার কথা বলেছে পর্ষদ ৷
প্রাথমিকে শূন্যপদের সংখ্যা এই মুহূর্তে ৪১ হাজার ৫৫৯টি ৷ তবে কোন অঞ্চলে কটি শূন্য পদ রয়েছে তা জানা যাবে ২৬ তারিখ অর্থাৎ সোমবারের বিজ্ঞাপনে ৷ কিন্তু কিভাবে ইন্টারভিউয়ের জন্য আবেদন করবেন তা দেখে নেওয়া যাক ৷
পর্ষদের নিজস্ব ওয়েবসাইট ছাড়াও বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত হবে বিজ্ঞপ্তি ৷ সেখানে লিখিত নির্দেশ অনুসারে টেট উত্তীর্ণদের আবেদন করতে হবে ৷ পর্ষদের নিজস্ব ওয়েবসাইটেও অনলাইনে আবেদন করা যাবে ৷ সংরক্ষিত প্রার্থীদের নতুন করে আবেদনের জন্য ৫০ টাকা ফিজ দিতে। অসংরক্ষিত প্রার্থীদের আবেদন করতে লাগবে ২০০ টাকা।
এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে উচ্চ প্রাথমিক ও প্রাথমিক মিলিয়ে প্রায় ৫৫ হাজার ৬৪৭টি শূন্যপদে শিক্ষক নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার ৷ সংখ্যাটা আরও বাড়তে পারে বলেই ইঙ্গিত রাজ্যের শিক্ষা দফতরের ৷ শুক্রবার উচ্চ প্রাথমিকে ১৬ হাজার ৫২৯টি শূন্যপদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন ৷ অন্যদিকে, সোমবার প্রাথমিকে ৪১ হাজার ৫৫৯টি শূন্যপদে নিয়োগের বিস্তারিত বিবরণ প্রকাশ করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ ৷ শিক্ষা দফতর সূত্রে খবর, প্রাথমিক টেট প্রায় ১ লক্ষ ২৪ হাজার প্রার্থী পাশ করেছেন ৷
অন্যদিকে, এবারে নিয়োগ পদ্ধতিতে বেশ কিছু নতুন নিয়ম চালু করা হয়েছে ৷ যেমন প্রাথমিক ও উচ্চপ্রাথমিক দুই ক্ষেত্রেই ইন্টারভিউয়ের সময় দিতে হবে টিচিং ডেমস্ট্রেশন ৷ এছাড়া SSC-এর নম্বর বিভাজনের ক্ষেত্রেও এসেছে পরিবর্তন ৷
শিক্ষা দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, প্রশিক্ষণের উপর বরাদ্দ রাখা হয়েছে ১০ নম্বর ৷ সংশ্লিষ্ট পরীক্ষায় ৬০ শতাংশের বেশি পেলেই পাওয়া যাবে পুরো ১০ নম্বর ৷ ৪৫ শতাংশ বা তার বেশি স্কোর হলে যোগ হবে ৮ নম্বর ৷ যদি ৪৫ শতাংশের কম নম্বর পায় পরীক্ষার্থী তাহলে মোট নম্বরের সঙ্গে শিক্ষণের ডিগ্রির জন্য যুক্ত হবে ৬ নম্বর ৷
উচ্চমাধ্যমিকের জন্য বরাদ্দ ১০ নম্বর, সম্পূর্ণ পাওয়া যাবে উচ্চমাধ্যমিকে ৬০ শতাংশ বা তাঁর বেশি স্কোর থাকলেই ৷ স্কোর ৫০ শতাংশ হলেই পাওয়া যাবে ৬ ৷ মাধ্যমিকের ক্ষেত্রেও একই নিয়ম ৷
তবে স্নাতক পরীক্ষার্থীরা বরাদ্দ ২০ নম্বর পাবেন ৬০ শতাংশের উপর স্কোর থাকলে ৷ স্নাতকে ৫০ শতাংশ নম্বর পেলে এসএসসির চুড়ান্ত পর্বে যোগ হবে ১৮ নম্বর ৷ তার চেয়ে কম হলে মাত্র ১৬ নম্বরই যোগ হবে ফাইনাল স্কোরে ৷
টেট পরীক্ষার ১৫০ নম্বরকে ৪০-এর মধ্যে হিসেব করা হবে অর্থাৎ ১৫০ নম্বরকে ১০০ শতাংশ ধরে সেটাকে ৪০ নম্বর হিসেবে চুড়ান্ত ফলাফলে যোগ করা হবে ৷
বহুদিন ধরে আইনি ফাঁসে আটকে ছিল টেটের ফল ৷ ১৪ সেপ্টেম্বর আদালতের রায়দানের একঘণ্টার মধ্যেই নজিরবিহীন ভাবে প্রাথমিক ও উচ্চ প্রাথমিক টেটের ফল প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন ও পর্ষদ ৷
রাজ্যের স্কুলগুলিতে শিক্ষক সঙ্কট তীব্র ৷ বহুবছর ধরে বন্ধ নিয়োগ ৷ অবসরের বয়স এসে যাওয়ায় অবসর নিতে বাধ্য হচ্ছেন বহু শিক্ষক ৷ বিষয়াভিজ্ঞ শিক্ষকের পদ শূন্য ৷ অন্য বিষয়ের শিক্ষক-শিক্ষিকাকে নিতে হচ্ছে একাধিক বিষয়ের ক্লাস ৷ ইতিহাস শিক্ষকের শূন্যতা পূরণ করতে ইতিহাস ক্লাস নিচ্ছেন বাংলার শিক্ষিকা ৷ কখনও কখনও অঙ্কের শিক্ষিকাকে ভূগোল পড়ানোর দায়িত্ব নিতে হচ্ছে ৷ রাজ্যের বেশিরভাগ স্কুলে চিত্রটা এমনই ৷ নিয়োগ আইনি জালে অবস্থা সামাল দিতে অবসরপ্রাপ্ত শিক্ষকদের আরও ৬ মাসের জন্য নতুন করে নিয়োগ করার কথা ভাবছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ৷ কিন্তু ১৪ সেপ্টেম্বর আদালত টেটের ফলপ্রকাশের উপর থেকে স্থগিতাদেশ তুলে নিলে আশা জাগে প্রাথমিক ও উচ্চ প্রাথমিক শিক্ষকপদে আবেদনকারীদের মনে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Appointment, Government Jobs, Primary Teachers Appointment, Primary Teachers interview, TET, TET Exam, Upper Primary Teachers Appointment