#কলকাতা: উচ্চ প্রাথমিক টেট উত্তীর্ণ পরীক্ষার্থীদের জন্য সুখবর ৷ কলকাতা হাইকোর্টের রায়ে উচ্চ প্রাথমিকে কর্মরত শিক্ষকদের নিয়োগ নিয়ে জটিলতা কাটার পর অনলাইন আবেদনের সময়সীমা বাড়িয়ে বিজ্ঞপ্তি দিল স্কুল সার্ভিস কমিশন ৷ একই সঙ্গে কোর্টের রায় অনুযায়ী কর্মরত শিক্ষকদের জন্য সংশোধনীও ওই বিজ্ঞপ্তিতে প্রকাশিত হয়েছে ৷
কমিশনের প্রকাশিত নতুন এই বিজ্ঞপ্তি অনুযায়ী, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী কর্মরত শিক্ষকরাও আপার প্রাইমারি, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক এই তিন স্তরেই অংশগ্রহণ করতে পারবেন ৷ অনলাইনেই গ্রহণ করা হবে সমস্ত আবেদন পত্র ৷
একইসঙ্গে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরে শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য অনলাইনে ৭ অক্টোবর বিকেল পাঁচটা পর্যন্ত ফর্ম ফিলাপ করা যাবে ৷ একইসঙ্গে আপার প্রাইমারির ইন্টারভিউ পর্বের জন্য আবেদনের সময়সীমাও বাড়িয়ে অক্টোবরের ৭ তারিখ করা হয়েছে ৷ এর আগে দুই ক্ষেত্রেই আবেদন করার শেষ তারিখ ছিল ৩ অক্টোবর ৷ পরীক্ষার ফিজ জমা দেওয়ার সময়সীমাও বাড়িয়ে ১৮ অক্টোবর করা হয়েছে ৷
আবেদনপত্রের সঙ্গে পরীক্ষার ফি হিসেবে জেনারেল পরীক্ষার্থীদের দিতে হবে ২৫০ টাকা আর সংরক্ষিত প্রার্থীদের জন্য ৮০ টাকা ফিজ ধার্য করা হয়েছে ৷
এই মুহূর্তে সরকারি হিসেব অনুযায়ী আপার প্রাইমারিতে ১৪,০৮৮ জন শিক্ষকের পদ শূন্য এবং মাধ্যমিক স্তরে ১০,২৩৩ জন শিক্ষকের পদ শূন্য রয়েছে ৷ ফলে উচ্চ প্রাথমিক ও মাধ্যমিক মিলিয়ে ২৪,৩২১ জন শিক্ষক নিয়োগ করা হবে ৷
পূর্বের বিজ্ঞপ্তি অনুসারে বিজ্ঞপ্তি কর্মরত শিক্ষকদের যে যোগ্যতামান বর্ণিত হয়েছে তাতে আপত্তি জানান দুই কর্মরত শিক্ষক ৷ বিজ্ঞপ্তিতে বলা ছিল লোয়ার ক্যাটাগরিতে কর্মরত শিক্ষকরাই এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন ৷ এই শর্তে আপত্তি জানানো হয় ৷
ট্রান্সফার সংক্রান্ত সমস্যার কারণে অনেক কর্মরত শিক্ষকই নতুন করে নিজের বাসস্থানের কাছাকাছি আবেদন করতে চান ৷ কিন্তু কমিশনের প্রকাশিত এই বিজ্ঞপ্তিতে সেই সুযোগ নেই ৷ সেই কারণেই আদালতের দ্বারস্থ হন প্রশান্ত মিস্ত্রি ও সৌরভ সাহা ৷ এই দিন কর্মরত শিক্ষকদের আর্জি শুনে তাদের দাবী মেনে নিয়ে হাইকোর্ট স্কুল সার্ভিস কমিশনকে কর্মরত শিক্ষকদের জন্য সংশোধনী বিজ্ঞপ্তি জারি করার নির্দেশ দেয় ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Employeed Teachers, School Service Commission, SSC, TET, Upper Primary Teachers Appointment, Upper Primary Teachers Appointment Notification