বাড়ল সময়সীমা, শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি দিল কমিশন

উচ্চ প্রাথমিক টেট উত্তীর্ণ পরীক্ষার্থীদের জন্য সুখবর ৷ কলকাতা হাইকোর্টের রায়ে উচ্চ প্রাথমিকে কর্মরত শিক্ষকদের নিয়োগ নিয়ে জটিলতা কাটার পর অনলাইন আবেদনের সময়সীমা বাড়িয়ে বিজ্ঞপ্তি দিল স্কুল সার্ভিস কমিশন ৷

  • Last Updated :
  • Share this:

    #কলকাতা: উচ্চ প্রাথমিক টেট উত্তীর্ণ পরীক্ষার্থীদের জন্য সুখবর ৷ কলকাতা হাইকোর্টের রায়ে উচ্চ প্রাথমিকে কর্মরত শিক্ষকদের নিয়োগ নিয়ে জটিলতা কাটার পর অনলাইন আবেদনের সময়সীমা বাড়িয়ে বিজ্ঞপ্তি দিল স্কুল সার্ভিস কমিশন ৷ একই সঙ্গে কোর্টের রায় অনুযায়ী কর্মরত শিক্ষকদের জন্য সংশোধনীও ওই বিজ্ঞপ্তিতে প্রকাশিত হয়েছে ৷

    কমিশনের প্রকাশিত নতুন এই বিজ্ঞপ্তি অনুযায়ী, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী কর্মরত শিক্ষকরাও আপার প্রাইমারি, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক এই তিন স্তরেই অংশগ্রহণ করতে পারবেন ৷ অনলাইনেই গ্রহণ করা হবে সমস্ত আবেদন পত্র ৷

    একইসঙ্গে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরে শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য অনলাইনে ৭ অক্টোবর বিকেল পাঁচটা পর্যন্ত ফর্ম ফিলাপ করা যাবে ৷ একইসঙ্গে আপার প্রাইমারির ইন্টারভিউ পর্বের জন্য আবেদনের সময়সীমাও বাড়িয়ে অক্টোবরের ৭ তারিখ করা হয়েছে ৷ এর আগে দুই ক্ষেত্রেই আবেদন করার শেষ তারিখ ছিল ৩ অক্টোবর ৷ পরীক্ষার ফিজ জমা দেওয়ার সময়সীমাও বাড়িয়ে ১৮ অক্টোবর করা হয়েছে ৷

    আরও পড়ুন

    কর্মরত শিক্ষকদের জন্য সুখবর, নিয়োগ বিজ্ঞপ্তিতে সংশোধনী আনছে কমিশন

    আবেদনপত্রের সঙ্গে পরীক্ষার ফি হিসেবে জেনারেল পরীক্ষার্থীদের দিতে হবে ২৫০ টাকা আর সংরক্ষিত প্রার্থীদের জন্য ৮০ টাকা ফিজ ধার্য করা হয়েছে ৷

    এই মুহূর্তে সরকারি হিসেব অনুযায়ী আপার প্রাইমারিতে ১৪,০৮৮ জন শিক্ষকের পদ শূন্য এবং মাধ্যমিক স্তরে ১০,২৩৩ জন শিক্ষকের পদ শূন্য রয়েছে ৷ ফলে উচ্চ প্রাথমিক ও মাধ্যমিক মিলিয়ে ২৪,৩২১ জন শিক্ষক নিয়োগ করা হবে ৷

    আরও পড়ুন

    বছর শেষের আগে ৭২ হাজার শিক্ষক নিয়োগের আশ্বাস শিক্ষামন্ত্রীর

    পূর্বের বিজ্ঞপ্তি অনুসারে বিজ্ঞপ্তি কর্মরত শিক্ষকদের যে যোগ্যতামান বর্ণিত হয়েছে তাতে আপত্তি জানান দুই কর্মরত শিক্ষক ৷ বিজ্ঞপ্তিতে বলা ছিল লোয়ার ক্যাটাগরিতে কর্মরত শিক্ষকরাই এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন ৷ এই শর্তে আপত্তি জানানো হয় ৷

    ট্রান্সফার সংক্রান্ত সমস্যার কারণে অনেক কর্মরত শিক্ষকই নতুন করে নিজের বাসস্থানের কাছাকাছি আবেদন করতে চান ৷ কিন্তু কমিশনের প্রকাশিত এই বিজ্ঞপ্তিতে সেই সুযোগ নেই ৷ সেই কারণেই আদালতের দ্বারস্থ হন প্রশান্ত মিস্ত্রি ও সৌরভ সাহা ৷ এই দিন কর্মরত শিক্ষকদের আর্জি শুনে তাদের দাবী মেনে নিয়ে হাইকোর্ট স্কুল সার্ভিস কমিশনকে কর্মরত শিক্ষকদের জন্য সংশোধনী বিজ্ঞপ্তি জারি করার নির্দেশ দেয় ৷

    ssc notification

    First published:

    Tags: Employeed Teachers, School Service Commission, SSC, TET, Upper Primary Teachers Appointment, Upper Primary Teachers Appointment Notification