#কলকাতা: আবহাওয়ার কারণেই হোক বা অন্য কারণে ৷ বিমান বাতিল হওয়ার সংখ্যা ইদানীংকালে বেড়েই চলেছে ৷ ২০১৫ সালে বিমান বাতিলের শিকার হয়েছেন ১ লক্ষ ১৬ হাজারের বেশি যাত্রী ৷ শুধু বিমান বাতিলই নয়, দেরিতে বিমানবন্দরে পৌঁছনোয় সময়মতো চেক ইন করতে পারেন না অনেকেই ৷ এর ফলে টিকিট বাতিল হলে হয়রানির শিকার হতে হয় যাত্রীদের ৷ এই সব সমস্যা দূর করতেই এবার নতুন উপায় বের করল বিমানসংস্থা স্পাইসজেট ৷ যাত্রীদের এই হয়রানি থেকে বাঁচাতে ‘ফ্লাই ফর শিওর’ প্রকল্প বাজারে ছেড়েছে স্পাইসজেট। সংস্থার দাবি, স্পাইসের যে-কোনও টিকিট কাটার সময়েই বাড়তি ২৯৯ টাকা গুনলে অন্য সংস্থার উড়ান ধরার সুযোগ পাবেন যাত্রী। প্রধানত তিনটি ক্ষেত্রে এই সুবিধা মিলবে। সেগুলি হল- ১. নির্দিষ্ট দিনে উড়ান ছাড়তে যদি ৯০ মিনিটের বেশি দেরি হয়। ২. যদি কোনও কারণে সেই উড়ান বাতিল হয়ে যায়। ৩. কোনও কারণে চেক-ইন কাউন্টার বন্ধ হয়ে যাওয়ার ৩০ মিনিটের মধ্যে কোনও যাত্রী বিমানবন্দরে পৌঁছোন তাহলেও অন্য বিমানে গন্তব্যে পৌঁছনোর এবার সুযোগ পাওয়া যাবে ৷
ডিজিসিএ-র নিয়ম অনুযায়ী বর্তমানে বিমান ছাড়ার ৪৫ মিনিট আগে চেক ইন করতেই হবে ৷ আর এব্যাপারে অনেক কড়া ডিজিসিএ ৷ কারণ কেন্দ্রীয় মন্ত্রী থেকে সেলিব্রিটিরাও এই নিয়মে কোনও ছাড় পান না ৷ নতুন এই অফারে বলা হয়েছে, ওই তিনটি কারণে যদি যাত্রী স্পাইসের বিমান ধরতে না-পারেন, তা হলে তাঁর পছন্দ মতো অন্য কোনও সংস্থার উড়ানে ওই যাত্রী গন্তব্যে উড়ে যেতে পারবেন। সে ক্ষেত্রে টাকা খরচ করে হয়তো ওইদিন অন্য সংস্থার টিকিট কাটতে হবে ৷ কিন্তু ওই টাকা সাত দিনের মধ্যে স্পাইস ফেরত দেবে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।